
| ল্যা |
পটপ কম্পিউটারে চার্জ থাকছে না বা দরকারের সময় চার্জ শেষ হয়ে যাচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। তবে চাইলেই ল্যাপটপের ব্যাটারি থেকে স্বাভাবিক সময়ের চেয়ে আরেকটু বেশি সময় আদায় করে নিতে পারেন।
এলসিডি মনিটরের উজ্জ্বলতা (ব্রাইটনেস) কমিয়ে রাখুন। উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের পাওয়ার অপশন থেকে এটা করা যাবে।n
পর্দার রেজ্যুলেশন কমিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে উইন্ডোজে থাকা আইকনগুলো ব্যবহার করুন, বাড়তি কোনো ‘আইকন প্যাক’ ব্যবহার না করে।n
সিডি কিংবা ডিভিডি-রম ড্রাইভে দরকার সিডি/ডিভিডিn ভরে রাখবেন না। কারণ ড্রাইভ থেকে কিছু যদি না-ও চালান, তবু এটি ব্যাটারি থেকে শক্তি নিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এর ভেতরে থাকা সিডি বা ডিভিডি থাকবে।
ব্যাটারির চার্জ কমে এলে যেকোনো ধরনের ইউএসবি ড্রাইভ যেমন পেনড্রাইভ,n এক্সটারনাল হার্ডডিস্ক মেমোরি কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ এগুলো ল্যাপটপের ব্যাটারির ওপর চাপ ফেলবে।
ল্যাপটপে ডাটা কেবেলর মাধ্যমে আইপড বা স্মার্টফোন যুক্ত করা থাকলে সেগুলোn ল্যাপটপের ব্যাটারি থেকে নিজে চার্জ নিতে শুরু করে। তাই ল্যাপটপের চার্জ কম থাকা অবস্থায় ল্যাপটপের সঙ্গে এগুলো যুক্ত না করাই ভালো।
চার্জ কম থাকা অবস্থায় ইন্টারনেট ব্যবহার পরিহার করুন।n
অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো স্টার্ট আপে চালু হওয়া বন্ধ করে দিন।n
ল্যাপটপ যত গরম হতে থাকবে, তত এর গতি ধীর হতে থাকবে এ কারণে ব্যাটারিরn চার্জ শেষ হবে দ্রুত। তাই ল্যাপটপের কুলিং সিস্টেম যথাযথভাবে ব্যবহারের জন্য ‘এয়ার ভেন্ট’ পরিষ্কার করুন নিয়মিত। তবে সাবধান! ল্যাপটপ চালু অবস্থায় কখনোই ‘এয়ার ভেন্ট’ খোলার চেষ্টা করবেন না আর ‘এয়ার ভেন্ট’ খোলা অবস্থাতেও ল্যাপটপ চালাবেন না কখনো। ---
{ছোটন}
আমি chotonbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am online worker.
bai copy past marlan