windows XP Live CD তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি(জানি এবার আপনিও পারবেন)

যদিও এখন অনেকে windows XP ইউজ করেন না। তবুও অনেকের দরকার হতে পারে। তাই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাব কিভাবে windows XP CD খেকে windows XP live CD তৈরি করতে হয় যা দিয়ে আপনি যে কোন কম্পিউটার থেকে CD/DVD Rom দিয়ে windows XP চালাতে পারবেন। যার ফলে আপনাকে windows XP আপনার hard disk এ install করার দরকার পড়বে না। এর দ্বারা আপনি আপনার কম্পিউটারে কোন সমস্যা হলে recover করতে পারবেন যখন আপনার কম্পিউটার হঠাত করে চালু হবে না।

যা যা লাগবে তৈরি করতে-

১) একটি windows XP বুটেবল cd(বাজার থেকে কিনে নিন/মনে হয় সবার কাছে ১টা বা ২টা আছে)

২) একটি CD burn করার software(Like Nero)(এটাও সবার কাছে আছে যারা সিডি রাইট করেন)

৩) Windows live CD তৈরি করার সফটওয়্যার ‘pebuilder’ (http://www.mediafire.com/?ixcbe8411d1go0g)

৪) Windows Live CD প্লাগইন(http://www.mediafire.com/?2gbc6z8lcoxqxhl)

৫) C:\ ড্রাইভে এ 700 Mb খালি জায়গা

এখন স্টেপ বাই স্টেপ খেয়াল করুন এবং তৈরি করুন-

প্রথমে C:\ ড্রাইভে তিনটি ফোল্ডার তৈরি করুন এবং নিচের নাম দিন

ক) xpcd খ) Plug_in গ) Live_cd

এবার আপনি আপনার CD/DVD Rom এ windows XP সিডি প্রবেশ করান এবং সব কপি করে নিন এবং xpcd (প্রথম যে তিনটি ফোল্ডার করেছিলেন তার একটি) ফোল্ডারে পেস্ট করুন।

এবার উপর থেকে Windows Live CD প্লাগইন টা ডাউনলোড করেছিলেন তা Plug_in(প্রথম যে তিনটি ফোল্ডার করেছিলেন তার একটি) ফোল্ডারে পেস্ট করুন। Extract করতে হবে না শুধুমাত্র ফোল্ডারে রেখে দিলে হবে। তারপর উপর থেকে Windows live CD তৈরি করার সফটওয়্যার ‘pebuilder’ টা ডাউনলোড করেছিলেন তা Live_cd (প্রথম যে তিনটি ফোল্ডার করেছিলেন তার একটি) ফোল্ডারে Extract করুন।

এবার pebuilder ডাবল ক্লিক করে চালু করুন এবং নিচের মত করে কাজ করে যান

তারপর লাইসেন্স এগ্রিমেন্ট আসবে এবং i agree করুন নিচের মত

তারপর এইরকম আসবে......এবং আপনি ছবির মত করে সেটিংস ‍গুলা ঠিক করে নিন নিচের মত।

এবার নিচের ছবির মত Plugins ক্লিক করুন এবং নিচের মত কাজ করে যান।

তারপর এইরকম আসবে এবং এখান থেকে add সিলেক্ট করুন নিচের মত

তারপর নিচের মত Plug_in(প্রথম যে তিনটি ফোল্ডার করেছিলেন তার একটি) ফোল্ডার থেকে Plug in(xpe-1.0.7) ওপেন করুন

তারপর নিচের মত আসলে ok করুন

তারপর নিচের ছবির মত করে Nu2shell এবং Startup Group দুইটা অপশন disable করে দিন এবং close করে দিন নিচের মত

তারপর নিচের ছবির মত Build button এ ক্লিক করুন নিচের মত

এবার আপনি দেখতে পাবেন Windows Live CD তৈরি প্রক্রিয়া শুরু হবে এবং এটা কোন error ছাড়া completed হবে।নিচে ছবি দেখুন.....নিচের মত

এবার আপনি দেখুন এটা কোথায় সেইভ হয়েছে নিচের ছবির মত....নিচের মত

এবার এটা CD তে burn করার পালাঃ-

১)প্রথমে আপনি CD burning software চালু করেন আমি এখানে Nero ইউজ করেছি। এখানে আপনাকে burn image to disk সিলেক্ট করতে হবে

২) তারপর আপনাকে সিলেক্ট (যেখানে আপনি আপনার ফাইলটি সেইভ করেছিলেন) করতে হবে xplivecd.iso image যা সিডিতে burn করতে হবে।

৩)তারপর burn করে ফেলুন।

তারপর যখন burn শেষ হবে এই সিডি দিয়ে আপনি যেকোন কম্পিউটার চালাতে পারবেন/হ্যাক করতে পারবেন। তবে আপনাকে প্রথমে boot from CDROM অপশন enabled করতে হবে.

Caution:- এটা একটা Windows Live CD তাই এটা চালু হতে একটু সময় লাগতে পারে। তবে এটা নির্ভর করে শুধুমাত্র আপনার system configuration এবং memory status এর উপর।

সবশেষে টিউনার ভাইদের কাছে একটা অনুরোধ টিউন করতে একটু বেশি সময় লাগলেও আপনারা বেশি বেশি করে স্ক্রিনশট দিন যাতে সবাই টিউনগুলো বুঝতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Level New

আমি জোবায়ের রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 309 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ভাই । সহজে বুযতে পেরেছি । wait for next tunes

Level 2

vai apner ai post ta korte oneeek time legese abong oneeek dhoirjo nia korsen , post deikhai bujha jay…….. apner moto tuner e amr chai…………
by the way……… thanks……………

Level 0

vai ami techtunes er notun bondhu.ami opar banglar.asha kori techtunes er sobai amak accept kore neba.amar tune khub valo hoyecha.r ekta jinis live cd ta ki software install kora jay?????

দারুন হইছে!!

আচ্ছা ভাইয়া। Windows Xp Live
Usb দ্রাইব থেকে রান করার কোন সিস্টেম আছে কি?

    মনে হয় Usb দ্রাইব থেকে রান করা যেতে পারে। আমি কিন্তু ট্রাই করি নাই। এখানে আপনি যে iso তৈরি করবেন সেটা সিডিতে বার্ন না করে iso to usb/cd সফটওয়্যার দিয়ে বুটেবল করে ট্রাই করে দেখতে পারেন।বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে usb বুটেবল করার জন্য। ধন্যবাদ।

ভালো লাগিলো………………………

Level 0

সুন্দর……

Ak Cotai Nice

অনেকদিন ধরে খুঁজছিলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর ও কাজের টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ

ধন্যবাদ ভাই । সহজে বুযতে পেরেছি ।

Level 0

এমনভাবে যদি সবাই পোষ্ট দিতে তাহলে ভালো ভাবে সবাই বুঝতে পারতো।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

Level 2

একবার করেছিলাম আগে। কাজ হয়েছিল। তবে আপনার মত পোষ্ট করতে পারব কিনা সন্দেহ। আপনার পোষ্টটি খুবই সুন্দর আর উন্নত হয়েছে।

Level 0

ধন্যবাদ ভাই অত্যন্ত চমতকার একটি টিউন করেছেন । ভবিষ্যতেও এমন টিউন এর আশায় রইলাম …

Level 0

এভাবে সেভেন এবং লিনাক্স এর লাইভ করা যাবে কি ?

    দুখিঃত ভাই সেভেন এবং লিনাক্স এর জন্য অন্য পদ্ধতি ইউজ করতে হবে।

যোবায়ের ভাই, আপনাকে অবশ্যই উইন্ডোজ সেভেন/লিনাক্স এর লাইভ সিডি তৈরী করার পদ্ধতি অনুগ্রহ করে আমার এবং সকলের সুবিধার জন্য উল্লেখ করবেন। আমি এই টিউনের অপেক্ষায় রইলাম…….!

যোবায়ের ভাই, আপনার কাছে এমন কোন জিপ/কমপ্রেস সফটওয়্যার এর সন্ধান আছে? যা অন্তত ৫০% পর্যন্ত যেকোন ফাইলকে জিপ/কমপ্রেস করতে পারে। তাই অনুগ্রহ করে এর একটি টিউন উল্লেখ করবেন। আমি এই টিউনের অপেক্ষায় রহিলাম……! (কারণ এই সফটওয়্যার পেলে আমাদের সকলের খুবই উপকারে আসবে।)

    kgb দিয়ে করা যায়। তবে অনেক সময় লাগে। কম্পিউটার ভাল পারফরমেন্স এর হলে করতে সুবিধা হবে। আপনি না পারলে ইউটিউবে সার্চ দেয়ে দেখেন কিভাবে করতে হয়।

ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনার পদ্দতি প্রয়োগ করে আমি রিকভার করলাম মাত্র।

cd er sathe proyojonio software add korte chaile ki korbo ?
jamon- antivirus, zip soft, office etc. ?