CD/DVD ড্রাইভ নষ্ট থাকলেও PENDRIVE দিয়ে সেটাপ দিন আপনার কম্পিউটার(যারা PC সার্ভিসিং এর সাথে যুক্ত তাদের জন্য খুবই উপকারী)

টেকটিউনস সার্চ করে আমি একটা টিউন পেলাম যে পদ্ধতি অনুসরণ সকলের জন্য সহজ নয়। তাই আমার এই টিউন। আশা করি সকলের ভালো লাগবে।

এটি বেশি প্রয়োজন পরে যখন কারো CD/DVD Drive নষ্ট থাকে। অথবা কারো Laptop এর DVD Drive যদি নষ্ট থাকে, তখন তার কষ্টের আর সীমা থাকে না। আশা করে তাদের এই পদ্ধতি খুবই উপকারে দিবে।

আসুন শিখেনি এই সহজ পদ্ধতিটি...
এইখানে ক্লিক করে ছোট একটা সফটওয়ার নামিয়ে নিতে হবে প্রথমেই।

Zip করা File টির উপর Right Button Click করে Extract All... এ Click করার পর Next>Next>Finish এ Click করে Unzip করে নিন।

কাজ অর্ধেক শেষ। এখন নিচের চিত্র অনুসারে কাজ করুন...
Step-1:
step-1
Step-2,3:
step-2-3
Step-4:
step-4
শেষ!!
finish

এখন BIOS এ গিয়ে Boot From USB select করে PenDrive থেকে SETUP করুন Windows.
যারা PC servicing এর সাথে যুক্ত তারা ওই PenDrive এ প্রয়োজনীয় সকল Software রেখে তৈরী করতে পারেন "One PC One Super PenDirve" যেখানে পুরো CD Album বহন করার থেকে ওই ছোট PenDrive বহন করা খুব সহজ ও জামেলা মুক্ত এবং একটা 4.7GB DVD Disk থেকেও বেশি Data ধারণ যোগ্য ও সহজে সুবিধা মত Software বহনযোগ্য।
ধন্যবাদ।

Level New

আমি InTroverT MoaJJem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং এর জগতে একজন অতি নগন্য ব্লগার। সপ্ন দেখি একদিন বড় ব্লগার হওয়ার। সবসময় যেকোনো বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল লিখতে ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারি। আমার সাথে ফেবুতে যোগাযোগ রাখতে কানেক্ট হোন www.facebook.com/moazzamhossainm


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমতকার টিউন ! আসলেই কাজ হবে কি ?

ame onek din dorai kujtasilam ai oporvo akta tune. Thanks baiya.

ভাই iso file দিলে হবে না ?

Level New

আপনি কিছু একট ভূল করেছেন। সেটা হল প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কি বুটেবল বানাবেন-windows 7,windows xp,

Level 0

এখন BIOS এ গিয়ে Boot From USB select করে PenDrive থেকে SETUP করুন । এই জিনিস্টা বুঝলাম ভাই। please একটু বুঝাইয়া বলেন। BIOS এ যাব কিভাবে।

@zashid bai system onujaaye…..pc power on korar por black screen asar sathe sathe F2/F12/Del pess kore bios e provesh korte paren r aponar pc er brand ta jodi bolten tahole r o clear kore bolte partam………….tnx for nice tune

অনেক ধন্যবাদ৤ চেষ্টা করে দেখি

Level 0

priyo te

Level 0

এটা কি শুধু মাত্র xp এর জন্য ?

Level 0

jobayerassal@Bootable korar kono proyojon nai? Win XP and Win 7 sogo sokol windows er jonno projojjo. Thanks.

Level 0

zashid@ F2 or Del Button press kore BIOS a jaben.

Level 0

zashid@ PC on korar somoy F2 or Del Button press kore BIOS a jaben.

Level 0

Ami Ke vaba windows XP Reapir korbo laptop a

Level 0

ভাই এটা কি windows XP & 7 দুটোতেই কাজ হবে।

একটা ব্যাপার বুঝলাম না।পেন ড্রাইভ এ সেট আপ ফাইল রাখবোনা? এ ব্যাপারে তো কিছুই বললেন না।খালি পেন ড্রাইভ দিয়ে সেট আপ দিবো কিভাবে?

Level 0

Hero@ Yes. XP , Vista, 7 all
Mukut@ oi software er maddhome apnar pendrive a windows load hoye jabe.

Level 0

darun bapar asakori kaza lagba..

bai apni jababe bolse ame shababe corlam. but set up hoina. ame onkbar try corse. setup corta gala kalo akta skin asha. r kisui ashana.. ame bios a gia apni jababe bolse tik sahbabei corse.

aktu help corben doya cora?????

Level 0

Md. Shafiul Azam Teto@ apni ki XP setup dete paren?

ধন্যবাদ

Level 0

thanks

Level 0

Thank you so much. ami bangla type korte pari na, kosto kore pore neben. anyway, ami jante
chacci j pen drive ta use korbo seta minimum koto gb lagbe. R 1ta kotha, aro j driver soft
gulo instal korte hoi segulo o ki oi 1e pen drive ake sate rakte parbo ?

Thanks again, amon sohoj & sundor vabe presentation jonno. valo thakben.

সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউমেন্ট করার জন্য। আর টিউন এর পর আমার কোনো কমেন্টস না থাকার কারন হলো আমার এক্সাম চলতেছে।
বিশেষ করে ধন্যবাদ দিবো SCSOFT কে সবাইকে টিউনটির বিষয়বস্তু খুটিনাটি সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

একটি জিনিস মনে হয় আপনাদের দৃষ্টি এড়িয়ে গেছে, এই টিউনটি শুধু WINDOWS SETUP এর জন্যই নয়, এখানে একটা মজার বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়েছে বিশেষ করে যারা কম্পিউটার সার্ভিসিং এর সাথে যুক্ত তাদেরকে এখন থেকে আর ভারী ভারী সিডি বক্স নিয়ে সার্ভিসিং এর কাজে যেতে হবেনা শুধু একটা পেনড্রাইভ নিয়ে গেলেই হবে, কেল্লা ফতে।

[পেনড্রাইভ এ সফ্টওয়্যারটা কিন্তু থাকতে হবে। আর পেনড্রাইভটি মিনিমাম 4GB হতে হবে।]

Level 0

দারুন কাজ করলেই হলো আমি ট্রাই করবো, ধন্যবাদ ভাই

Level 0

Vai Amake Ki Windows xp er ISO file er link ta kau dite parben……………..?

ধন্যবাদ, কাজে লাগবে

Level 0

Vai, download e korte parlam na!!

Level 2

মোয়াজ্জেম ভাই, ডাঊণলোডে ক্লীক করলে তো ব্লগ এ ঢূকে পরে। ডাঊণলোড কি করে করবো ?

এখান থেকে ডাউনলোড করুন..
http://www.mediafire.com/?7ysayzaviejb4fx

Ami PenDrive থেকে windows 7 SETUP korar jonno load driver korar somoy driver load hoi na. Apner mobile number ta din kotha bolar jonno. BIOS এ প্রবেশ করতে হবে Boot Option এ গিয়ে 1st Boot : USB আর 2nd Boot : ki korbo.

ওরে ভাই কাজ হয় নাই