
কেন Instagram Privacy গুরুত্বপূর্ণ?📸 Instagram শুধু ছবি বা ভিডিও নয় — আপনার লোকেশন, ফলোয়ার লিস্ট, এবং মেসেজও ট্র্যাক করে। 🔐 সঠিক প্রাইভেসি সেটিংস না থাকলে আপনার কনটেন্ট অন্যরা ব্যবহার করতে পারে বা রিপোর্ট করতে পারে, নিশ্চিত ব্যবহার করতে পারবেন।
১) Private Account চালু করুন 🔒Settings → Privacy → Account Privacy → Private Account👉 ফলাফল: শুধু অনুমোদিত ফলোয়াররাই আপনার টিউন দেখতে পারবে।
২) Activity Status বন্ধ করুন 🕒Settings → Privacy → Activity Status → Off👉 ফলাফল: অন্যরা বুঝতে পারবে না আপনি কখন Instagram-এ সক্রিয় ছিলেন।
৩) Story Sharing সীমিত করুন 📖Settings → Privacy → Story → Allow Resharing → Off👉 ফলাফল: কেউ আপনার স্টোরি অন্যদের সাথে শেয়ার করতে পারবে না।
৪) Message Requests নিয়ন্ত্রণ করুন 💬Settings → Privacy → Messages → Choose “Only People You Follow”👉 ফলাফল: অচেনা কেউ আপনাকে মেসেজ করতে পারবে না।
৫) Sensitive Content Filter চালু করুন 🚫Settings → Account → Sensitive Content Control → “Less”👉 ফলাফল: Instagram আপনার ফিডে অপ্রয়োজনীয় বা আপত্তিকর কনটেন্ট দেখাবে না।
Privacy চেকলিস্ট ✅
Private Account: On
Activity Status: Off
Story Sharing: Off
Message Requests: Restricted
Sensitive Content Filter: Less
উপসংহার 📌Instagram প্রাইভেসি সেটিংস সঠিকভাবে ব্যবহার করলে আপনার প্রোফাইল অনেক বেশি নিরাপদ থাকবে। এই ৫টি সেটিংস এখনই চেক করুন এবং নিজের কনটেন্ট সুরক্ষিত রাখুন। যেগুলো ব্যবহার করেন সেটার বিষয় গুলো লক্ষ করুন
আমি সাব্বির হোসেন। Home, No, Kurigram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 দিন 4 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Techtunes.io-তে নিয়মিত Mobile Tips & Tricks আর্টিকেল লিখি, যেখানে Android, WhatsApp, Facebook, Instagram ও Privacy সেটিংস নিয়ে সহজ বাংলায় গাইড শেয়ার করি।