টেকটিউনস এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি কমিউনিটি। যার রয়েছে এক ঝাঁক মেধাবী টিউনার, তাদের অনুসারী ও উৎসাহদাতা, টিউমেন্টকারি ও অসংখ্য ব্যবহারকারি। প্রতিনিয়ত আরও অসংখ্য ব্যবহারকারি যুক্ত হচ্ছে প্রযুক্তির এই বিশাল কারখানায়। টেকটিউনসের বিশাল বড় এই কমিউনিটিকে আরও সুসংগঠিত ও একত্রিত করার উদ্দেশ্যে চালু হল টেকটিউনস ডেস্ক (Techtunes Desk)।
টেকটিউনস ডেস্ক (Techtunes Desk) - http://desk.techtunes.io/
টেকটিউনস ডেস্ক (Techtunes Desk) হল টেকটিউনস কমিউনিটির জন্য শুধুমাত্র টেকটিউনস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার স্থান। বলা যেতে পারে টেকটিউনস ডেস্ক (Techtunes Desk) হল টেকটিউনস সাপোর্ট, টেকটিউনস কমিউনিটির জন্য। এই মুহূর্তে টেকটিউনস ডেস্কে টেকটিউনসের অফিসিয়াল সাপোর্ট থাকবে এবং ধীরে ধীরে অফিসিয়াল ভলেন্টিয়ার সাপোর্ট যোগ করা হবে। টেকটিউনস ডেস্ক এর অফিসিয়াল সাপোর্ট পেতে কমপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে।
প্রথমে http://desk.techtunes.io/ এ যান।
এবার উপরে ডান দিকে Sign In এ ক্লিক করুন।
এবার এখান থেকে আপনার বর্তমান গুগল, টুইটার, ফেসবুক, ইয়াহু একাউন্ট দিয়ে লগইন করুন।
লগইন করার পর উপরে ডান দিকে আপনার নামের উপর ক্লিক করুন।
এবার যে পেইজ আসবে সেখানে Your Name এর জায়গায় আপনার টিউনার আইডি দিন। Save Changes দিয়ে পরিবর্তন সংরক্ষণ করুন। এই ধাপটি আবশ্যকীয়। সঠিক টিউনার আইডি ছাড়া টেকটিউনস ডেস্ক ব্যবহার করা যাবে না।
আপনার টিউনার আইডি (Tuner ID) জানতে আপনার টেকটিউনস একাউন্টে লগইন করুন। এবং 'টিউনার বোর্ড' এ 'টিউনার স্ট্যাটাস' থেকে জেনে নিন। টেকটিউনস একাউন্টে লগইন করতে আপনি ইউজারনেম হিসেবে যেটি ব্যবহার করেন সেটিই আপনার টিউনার আইডি (Tuner ID)।
টিউনার আইডি সেট করার পর আপনি টেকটিউনস ডেস্ক ব্যবহার করতে পারেন।
টেকটিউনস ডেস্কে বাংলা ছাড়া অন্য ভাষা প্রযোজ্য নয়। বাংলা লেখা জন্য নিচের টুল গুলো ব্যবহার করুন। যারা ফিক্সড কিবোর্ড লেআউট ব্যবহারে অভ্যস্থ নয় তারা ফোনেটিক পদ্ধতি করে বাংলা লিখতে পারেন।
টেকটিউনস সংক্রান্ত বিষয় গুলো এখন থেকে টেকটিউনস ডেস্কেই (Techtunes Desk) আলোচনা ও সাপোর্ট দেওয়া হবে। টেকটিউনস ডেস্ক (Techtunes Desk) সম্পর্কে আপনার গঠনমূলক মতামত আমাদের জানান। আর থাকুন টেকটিউনসের সাথে কারণ
টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে আর ভালোবাসে প্রযু্ক্তিকে ভালোবাসা আপনাকে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2918 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 529 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
ধন্যবাদ টেকটিউন। আশা করি সবাই উপকৃত হবে এই নতুন সংযোজনে 🙂