টেকটিউনস নিয়ে আমার হতাশা এবং কিছু প্রশ্ন (আপডেট)

অনেক কষ্ট নিয়ে লিখছি। আমি টেকটিউনসের সাথে আছি প্রায় দেড় বছর ধরে। এই দীর্ঘ সময়ে টেকটিউনস থেকে অনেক কিছু শিখেছি, যা জানি শেয়ার করার চেষ্টা করেছি। অনেক উত্থান পতন দেখেছি। অনেক ভাল ভাল টিউনার মনে দুঃখ নিয়ে টেকটিউনস ছেড়ে চলে গিয়েছে। আবার অনেকে সেই প্রথম থেকে টেকটিউনসের সাথে আছে এবং আশা করি সামনেও থাকবে। তবে আমার আজকের টিউন সে জন্য না।

টেকটিউনসের সার্ভার ডাউন আমাদের জন্য নতুন কিছু না। যারা পুরাতন তারা সবাই এর সাথে পরিচিত। কিন্তু বর্তমান সময়ে টেকটিউনস যে হারে ডাউন থাকছে তা কি মাত্রাতিরিক্ত নয়? এক মাস টেকটিউনস বন্ধ থাকার পর আবার চালু হলো। এর কিছু দিনের মধ্যে আবার ডাউন!

আমি বেশ কিছু দিন আগে টেকটিউনসের Alexa Traffic Rank নিয়ে টিউন করেছিলাম।টিউনটি এখানে। তখন টেকটিউনসের Ranking ছিল ৩২। আর এখন আছে ৫৮ নাম্বারে! :O এই বিষয়ে আর কিছু বলার নাই।

টেকটিউনসের এডমিন প্যানেলে যারা আছেন আপনাদের কি উচিত ছিল না টেকটিউনসের বর্তমান সমস্যাগুলো নিয়ে অফিসিয়ালি একটা নোটিশ দেয়া? আপনাদের যে একটা অস্তিত্ব আছে সেটা জানানোর জন্যেও তো কিছু করতে পারতেন।

টেকটিউনসে জনপ্রিয় কিছু টিউনার আছে। যাদের টিউনের জন্য আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি। টিনটিন ভাই, শাকিল ভাই,মামুন ভাই সহ অনেককেই এখন টেকটিউনসের ধারে কাছেও দেখছি না। টিউনতো দূরে থাকুক আপনাদের একটা মন্তব্যও কোথাও খুজে পাচ্ছি না। আপনারা সবাই কি এক সাথে ব্যস্ত দিন পার করছেন? বুঝলাম আপনারা খুবই ব্যস্ত কিন্তু তাই বলে কি আপনাদের একটা মন্তব্য দেয়ারও সময় নেই?

তারপরেও আশার কথা হলো কিছু ব্যক্তিদের দেখছি এখনও অকাতরে সাধ্য মতো শেয়ার করে যাচ্ছেন। আপনাদেরকে স্যালুট জানাই। হয়তো আপনাদের জন্যই এখনও টেকটিউনসের অস্তিত্ব কিছুটা রয়েছে।

টেকটিউনসের গতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এটুকু বলতে চাই এখন টেকটিউনস ওপেন করার আগে গান ছেড়ে নেই। কারন আমি জানি টেকটিউনস ওপেন হতে হতে দুই একটা গান আমার শোনা হয়ে যাবে!

আরও অনেক কিছুই বলার ছিল কিন্তু জানি এডমিন প্যানেল থেকে কোন উত্তরই পাবো না কারন.......... থাক আর বাড়িয়েই বা লাভ কি?

Upadate:

টেকটিউনসের প্রতিষ্ঠাতা শাহজালাল ভাই বলেছেনঃ

Dear all,
We are facing a big problem with server. Last month we change the server but Mehedi is still facing problem with new server. We also worried about this matter and trying our best to solve this problem. If you have good knowledge regarding dedicate server pls contact with me. 01711127586.

আশা করি আপনারা যোগাযোগ করবেন।
ধন্যবাদ শাহজালাল ভাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার সাথে আমিও একমত।

তাদের অস্তিত্ব নিয়ে আসলেই এখন সন্দেহ হচ্ছে।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

Level 0

আশা করি এইবার তাঁদের ঘুম ভাঙবে…………

ভাই একদম 100% সঠিক কথা বলেছেন।

অতি সত্য কথা বলিতে নাই… তবুও বলেছেন সেই জন্য ধন্যবাদ 🙂
আমি কিছু দিন আগে ফেসবুকে ( টেকটিউন সম্পর্কে কিছু প্রশ্নের জবারের জন্য) একটা ছবি আপনাকে সহ টেকটিউনের উপরের স্তরের ব্যাক্তিবর্গ’কে ট্যাগ করি কিন্তু ২য় স্তর থেকে হতশা মূলক কিছু জবাব পেলাম কিন্তু প্রথম সাড়ির ব্যাক্তিরা… ছবি থেকে তাদের নামগুলো সড়িয়ে নেয় 🙁 এবং কোন আশার কথা শুনলাম না 🙁
http://on.fb.me/tag-px

    নাবিল ভাই দুঃখের কথা আর কি বলবো, উনাদেরকে মানে বিজ্ঞজনদেরকে ছবিতে ট্যাগ করলে উনারা রাগ করেন। মানে নটিফিকেশন আসে বলে উনাদের বিরক্তির উদ্রেক হয়। আর টেকটিউনস সম্পর্কে কিছু প্রশ্ন করলে উনারা এড়িয়ে যান যেমন এখানেও উনাদের কারো মন্তব্য দেখছি না।
    তারপরেও দেখি শেষ পর্যন্ত কি হয়।

    @ নাবিল ও হাসান…… তোমাদের দুজনকেই ধণ্যবাদ। আমি আজ ১৫ দিন পর টিটি তে লগইন করতে পারলাম। কারন তোমাদেরও জানা আছে…… কি আর করবো..টিটি এর প্রথম শ্রেণীর!!!!!!! x-( টিউনাররা অনেক মুডে !!! 😛 (চলেন সবাই না, কয়েকজন মাত্র)। জানিনা কেন এমন। উনাদের কোন প্রশ্ন করলে উত্তর পাওয়া ভ্যাগ্যের ব্যপার। কমবেশি সবার সাথেই ফেসবুকে আছি….কিন্তু উনাদের ব্যবহার দেখলে মনে হয় যেন…উনারা হা…………. ………ল (ফাকা জায়গাটুকু বুঝে নিন)।

    তারপরও আছি টিটি এর সাথে। 🙂

কি আর বলব ভাই… আপনারা হলেন গ্রেট টিউনার আপনাদের কথায় যদি কাজ না হয় তাহলে আর কিছু বলার নেই…:(

    তানিম ভাই আসলে আমাদের কিছুই করার নাই। নিরব প্রতিবাদ হিসেবে এমন একটা টিউন ঝুলিয়ে দেয়া যায় কিন্তু এর বেশি কিছু নয়।

    আদনান কাম হবে না, উনাদের আর ইচ্ছা নাই বোঝা যাচ্ছে ।

Level 0

once upon a time … there was a bad boy…. সেও এরকম কথা বলেছিলো কিন্তু প্রসঙ্গ হয়ত ভিন্ন ছিলো। But এখনও এই সাইটটা daily visit করি।

কি

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

আমি ভাবছি ওনারা বোধহয় আমাদের বোকা ভেবে বসে আছেন।গাছে তুলে দিয়ে মই টান দেয়া আর কি।আর আমি ভাবছি ওনারা কত বোকা,একটা সাইট এত জনপ্রিয় হওয়ার পরেও ওনারা তার মূল্যায়ন করতে পারলেন না।আফসোস ছাড়া কিছুই করার নেই।এমন একদিন আসবে যে দিন মানুষ টেকটিউনসে ক্লিক করতেও ভুলে যাবে।যাক নিজের খেয়ে বনের মোষ তাড়ানো হয়তো ছেড়ে দিতে হবে শীঘ্রি।মানে টিউন করা ছেড়ে দিতে হবে।কতৃপক্ষের মন্তব্য প্রতাশ্যা করছি না কারন যারা এতকিছুর পরেও নির্বিকার থাকে তাদের লজ্জিত হোয়া উচিত।।

    আপনার সাথে সহমত প্রবাসী ভাই। কেন যে উনারা নিশ্চুপ তা আমার বোধগম্য নয়। আসলে আমরা টেকটিউনসকে ভালবাসি বলেই উনাদের কাছে আমাদের এত প্রত্যাশা।
    আশা করি কর্তৃপক্ষ এবার একটু সজাগ হবেন।

    শুধু বোকা না চরম বোকা প্রবাসী ভাই.
    আরে অনেক ভিজিটর তো জানেই না টেকটিউনস খুলেছে কিনা
    কারণ এই থাকে তো এই থাকেনা অবস্থা

    {{{{{ যাক নিজের খেয়ে বনের মোষ তাড়ানো হয়তো ছেড়ে দিতে হবে শীঘ্রি।মানে টিউন করা ছেড়ে দিতে হবে।কতৃপক্ষের মন্তব্য প্রতাশ্যা করছি না কারন যারা এতকিছুর পরেও নির্বিকার থাকে তাদের লজ্জিত হোয়া উচিত।}}}
    (একমত)

    ধন্যবাদ @ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই
    দেখা যাক এইবার কিছু হয় কিনা

    শুধু বোকা না চরম বোকা প্রবাসী ভাই.
    আরে অনেক ভিজিটর তো জানেই না টেকটিউনস খুলেছে কিনা
    কারণ এই থাকে তো এই থাকেনা অবস্থা

    {{{{{ যাক নিজের খেয়ে বনের মোষ তাড়ানো হয়তো ছেড়ে দিতে হবে শীঘ্রি।মানে টিউন করা ছেড়ে দিতে হবে।কতৃপক্ষের মন্তব্য প্রতাশ্যা করছি না কারন যারা এতকিছুর পরেও নির্বিকার থাকে তাদের লজ্জিত হোয়া উচিত।}}}
    (একমত)

    ধন্যবাদ @ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই
    দেখা যাক এইবার কিছু হয় কিনা

    আমি ত ছেড়েই দিয়েছি কতদিন হল

    @হিমায়িত দিহান ভাই সব কিছু ছেড়ে দিলেতো সমাধান হলো না। পাশে থেকে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

যোবায়ের আমি নিজেও এইরকম একটি টিউন করতে চেয়েছিলাম কিন্তু এতটাই ব্যাস্ত ছিলাম যে নেটের কাছে তেমন একটা ঘেষতে পারি নাই। যাইহোক মেহেদী ভাই যদি দ্রুত সমস্যাগুলো সমাধান করেন তাহলে মনে হয় টিউনার এবং ভিজিটরগন বৃদ্ধি পাবে। তবে টেকটিউনসের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য নিন্মোক্ত পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে মনে করিঃ

সাব মডারেটর প্যানেল একটিভ করা
টেকটিউনস নিউজ আপডেট করা
নির্বাচিত টিউন সময়মত পরিবর্তন করা
টিউনগুলো পিডিএফ আকারে প্রকাশ করা, যাকে সকলেই তা সংরক্ষন করতে পারে
ট্যাগ ৩টা কমিয়ে আগের মত ১ টিতে আনা, কার এতে অন্তত আমি বিরক্ত বোধ করি
আর যদি সম্ভব হয় তাহলে মিট-আপের আয়োজন করা

এগুলো সবই আমার নিজস্ব মতামত

    অনেক ধন্যবাদ হাসিব ভাই। আপনার সুন্দর মতামতের জন্য। আমি যতদুর জানি আপনিও সাব মডারেটর প্যানেলে ছিলেন। হয়তো ব্যস্ততার জন্য আপনি আগের মতো নিয়মিত নন। কিন্তু তারপরেও আপনার কাছ থেকে এখনও আশা ছাড়ছি না।
    আর হ্যা আপনার দাবিগুলার সাথে আমিও একমত ঘোষনা করছি।
    এছাড়া বর্তমানে “আরও পড়ুন” নামের অপশনটা কাজ করছে না। আশা করি ঠিক করা হবে।

    Level 0

    হা ঠিকই
    তবে সার্বিক ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য হয়া উচিত

    দারুণ বলেছেন হাসিব ভাই খুব ভাল টিপস। কিন্তু পিডিএফ কিকরে আপডেট হবে যখন টিউনার তার পোস্ট মডিফাই করবে?

ভাইরে আর তো পারিনা আমরা তো মানুষ নাকি?

ভাই এটা (টিটি) কি বন্ধ হয়ে গেছে নাকি?বেশ কিছু দিন যাবত খুলছে না।

দুইদিন পর টেকটিউন্সের চেহারাটা দেখতে পেলাম।
আমি টেকটিউন্স ছাড়া অন্য কোন ব্লগে ভিজিট করিনা কিন্তু এখন দেখছি করতে হবে,(টেকটিউন্সের মত অন্য কোন ব্লগের নাম জানা থাকলে কেউ একটু বইলেন)
হাসান যোবায়েরের কথা গুলু আমিও কমেন্ট আকারে একাধিক বার বলেছিলাম,কিন্তু কোন ফল হয়নাই এইবারও হবে কিনা বলা যায়না।
আমাদের প্রিয় কর্তৃপক্ষ নিজেই এখন টেকটিউন্স ভিজিট করে কিনা জানিনা,আমারতো যথেষ্ঠ সন্দেহ আছে,এখন উনারা কোথায় কি পর্যায়ে আছে আল্লাহ এবং উনারা স্বয়ং ভাল জানেন।কিন্তু উনারা যদি আমাদের দিক থেকে এই ভাবে চোখ ফিরিয়ে রাখে তাহইলে মনে হয় আর পারা যাবেনা,তাই অনুরোধ করি ভাইয়েরা এইবার একটু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কম্পিউটারের সামনে বসেন এই ভাবেতো আর চলা যায়না।
মাঝে মাঝে অনেক কষ্ট লাগে কারন অনেক প্রিয় মুখ এখন আর টেকটিউন্সে দেখা যায়না।আর আমরা যারা সীমাহীন ধৈর্য সহকারে এখনো টিকে আছি এইভাবে আর কতদিন টিকে থাকব বলতে পারছিনা।
আগেও বলেছিলাম আপনাদের কোন সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করুন আমরা জানি এই রকম একটা ব্লগ চালাইতে হইলে অনেক অর্থের দরকার হয়।আমরা সবাই টেকটিউন্সকে নিজের ব্লগই মনে করি প্রয়োজনে আমরাও আপনাদের সাথে থাকব তবুও অনুরোধ করি এই রকম কচ্ছপ মার্কা একটা সার্ভারে টেকটিউন্সকে রেখে ইহার সম্ভাবনাময় ভবিষ্যতটাকে নষ্ট করবেন্না।
হাসান যোবায়েরের সাথে আমি আবারো সম্পুর্ন একমত পোষন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি অতি গুরুত্বপুর্ন বিষয়টাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

    আমি ত ছেড়েই দিয়েছি কতদিন হল, এবং আমিও দরকার হলে কন্ট্রিবিউট করতে রাজি আছি ।

    অসীম ধন্যবাদ আতাউর ভাই। আপনি আগেও অনেক গুরুত্বপুর্ন কথা বলেছেন এবং আজকেও বরাবরের মতো সুন্দর মতামত ব্যক্ত করলেন।
    আশা করি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে।

    দিহান ভাইয়ার সাথে একমত।

দুইদিন পর টেকটিউন্সের চেহারাটা দেখতে পেলাম।
আমি টেকটিউন্স ছাড়া অন্য কোন ব্লগে ভিজিট করিনা কিন্তু এখন দেখছি করতে হবে,(টেকটিউন্সের মত অন্য কোন ব্লগের নাম জানা থাকলে কেউ একটু বইলেন)
হাসান যোবায়েরের কথা গুলু আমিও কমেন্ট আকারে একাধিক বার বলেছিলাম,কিন্তু কোন ফল হয়নাই এইবারও হবে কিনা বলা যায়না।
আমাদের প্রিয় কর্তৃপক্ষ নিজেই এখন টেকটিউন্স ভিজিট করে কিনা জানিনা,আমারতো যথেষ্ঠ সন্দেহ আছে,এখন উনারা কোথায় কি পর্যায়ে আছে আল্লাহ এবং উনারা স্বয়ং ভাল জানেন।কিন্তু উনারা যদি আমাদের দিক থেকে এই ভাবে চোখ ফিরিয়ে রাখে তাহইলে মনে হয় আর পারা যাবেনা,তাই অনুরোধ করি ভাইয়েরা এইবার একটু ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কম্পিউটারের সামনে বসেন এইভাবেতো আর চলা যায়না।
মাঝে মাঝে অনেক কষ্ট লাগে কারন অনেক প্রিয় মুখ এখন আর টেকটিউন্সে দেখা যায়না।আর আমরা যারা সীমাহীন ধৈর্য সহকারে এখনো টিকে আছি এইভাবে আর কতদিন টিকে থাকব বলতে পারছিনা।
আগেও বলেছিলাম আপনাদের কোন সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করুন আমরা জানি এই রকম একটা ব্লগ চালাইতে হইলে অনেক অর্থের দরকার হয়।আমরা সবাই টেকটিউন্সকে নিজের ব্লগই মনে করি প্রয়োজনে আমরাও আপনাদের সাথে থাকব তবুও অনুরোধ করি এই রকম কচ্ছপ মার্কা একটা সার্ভারে টেকটিউন্সকে রেখে ইহার সম্ভাবনাময় ভবিষ্যতটাকে নষ্ট করবেন্না।
হাসান যোবায়েরের সাথে আমি আবারো সম্পুর্ন একমত পোষন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি অতি গুরুত্বপুর্ন বিষয়টাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

    Level 0

    আমি একটা হতভাগা, এই বিষয়টা নিয়ে একটা টিউন করতে চাইছিলাম কিন্তু পারি নাই তাই এখানে কমেন্ট এর মাধ্যমে তা বললাম কিন্তু হায় সবার কমেন্টই Approve হচ্ছে কিন্তু আমার কমেন্টি এখনও awaiting for approval. এই কমেন্টটা দেখা যায় কি না তা টেস্ট করার জন্য দিলাম।

আমার মত সল্প বুদ্ধিসম্পন্ন মানুষরা টিটিতে এসে এখানকার অনেক জ্ঞানী মানুষের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। কিন্তু যদি টেকটিউনস এভাবে বন্ধ থাকে তাহলে আমাদের শুধুই বঞ্চিত করা হবে । হয়তোবা অন্য কোথাও যাব অথবা অন্য ব্যবস্থা করতে হবে । তবে সবাইকে খুব মিস করব।
তাই টিটির কতৃপক্ষ কে বলব দয়া করে অন্তত আমাদের কথা চিন্তা করে নেট এর সমস্যা টা একটু সমাধান করবেন। আর ধীরে ধীরে টি টি এখন অনেক জনপ্রিয় হচ্ছে তো এর ব্যাপারে কতৃপক্ষকে আরও মনোযোগী হওয়া উচিত বলে মনে করি। দয়া করে ভেবে দেখবেন।

সকল টিউনার ভাই ও বোনদের অনেক অনেক শুভেচ্ছা ।

    আপনাকেও অনেক শুভেচ্ছা অমিত ভাই।

    Level 2

    আমার টেকনোলজি চর্চার শুরুটা হয় টেকটিউনস মাধ্যমে। প্রায় তিন বছর আগের কথা সার্চ করতে গিয়ে টেকটিউনসকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। আসলে সেই সময়টাতে এ রকম কিছুই চাচ্ছিলাম। তার পর থেকেই নিয়মিত। তখন তেমন কিছুই জানতাম না । টেকটিউনস থেকে অনেক শিখেছি, শিখেছি কিভাবে শিখতে হয়, শেখাতে হয়, নিজের শেখা জিনিস গুলোকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হয়। এই সব কিছুর সংমিশ্রনে কিছুদিন আগেই তৈরি করলাম “টেকনোলজি চর্চার মুক্তঞ্চ” http://www.technologybd.com । সবই আমার পক্ষে সম্ভব হয়েছে টেকটিউনস এর মত একটা সাইট আর এখানকার টিউনাররা( যাদেরকে আমি প্রযুক্তিপ্রেমী বলি) পাশে ছিল বলে। তাই কখনো টেকটিউনসকে ভুলতে পারিনি । প্রায় এক মাস টেকটিউনস বন্ধ ছিল , ভেতরে ভেতরে বেশ কষ্ট অনুভব করেছি। চালু হয়ার পর দেখি আরএক কান্ড একি হাল হয়েছে টেকটিউনসের, ওপেন হতে হতে ৩-৫ মিনিট পর্যন্ত লেগে যায়। ইচ্ছা থাকলেও নিয়মিত হতে পারিনি। ২-৩ দিন পর পর আসি মোটামটি ২ ঘন্টা সময় না নিয়ে বসলে তো কিছুই দেখা হয়না । কিন্তু টেকটিউনস কতৃপক্ষের এরকম হালছেড়ে দেওয়াটার কারণটা এখনো খুজে বের করতে পারিনি। অনেক বলেফেললাম………

    আশাকরছি কতৃপক্ষ নজর দিবেন। টেকটিউনস এর উন্নতি কামনা করছি।

    ashim ভাই আপনার সাইটটা সুন্দর হয়েছে। আপনার লিখাগুলা পারলে টেকটিউনসে প্রকাশ কইরেন।
    ধন্যবাদ।

প্রিয় হাসান যোবায়ের ভাই ও শ্রদ্ধেয় আতাউর ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত পোষন করছি। এই অবস্থার প্রতিকার চাই, দ্রুত।

Level 0

ধন্যবাদ হাসান ভাই, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।আপনাদের কোন সমস্যা থাকলে আমাদের সবার সাথে শেয়ার , আমাদের সাধ্য মত চেষ্টা করবো। আর হাসান ভাই এর সাথে সহমত ।

ঠিক করেছন ভাই……………….

যদি কোন সমাধানই না হয় তাহলে এক কাজ করা যায়- আমাদের টেকটিউনসের সদস্যগণের মধ্যে যারা ভালো প্রভাবশালী ও ওয়েব ডিজাইনিং-এ দক্ষ তাদের মধ্যে এক বা একাধিক জন মিলে টেকটিউনস্ ৩.০ খুলে ফেলা যায়। ডোমেইন নেম হিসেবে নেয়া যাবে techtunes.net বা techtunes.net.bd অথবা techtunes.bd এজাতীয় কিছু (দাবী থাকবে একটাই সেটা হলো প্রথম থেকেই ডেডিকেটেড সার্ভার নিয়ে শুরু করা তা না হলে তো এটার মতোই অবস্থা হবে অদূর ভবিষ্যতে)। আর সদস্যদের জানানোর জন্য সব টিউনাররা উঠে পড়ে লেগে যাবো ইমেইলের মাধ্যমে বা ফেইসবুকের মাধ্যমে যেভাবেই হোক (এখান থেকেই সংগ্রহ করা যাবে অনেক)।
কেমন লাগলো আমার প্রস্তাবনা জানাবেন, আর এরকম উদ্যোগী কেউ থাকলে অবশ্যই এই সুযোগে একটা কিছু করতে পারবেন। আমার সার্বিক যোগ্যতা থাকলে আমিই উদ্যোগটা নিতাম, যেহেতু পারবোনা সেইহেতু প্রস্তাব রাখলাম। আমি অন্তন প্রমিজ করছি কেউ যদি এটা করতে পারেন তাহলে আমি অন্তত এটা ছেড়ে দিয়ে আপনারটায় যোগ দেব স্থায়ীভাবে। আর আশা করা যাচ্ছে আমার মতো এরকম আরো অনেকেই ….।

    অনেক অনেক ভাল কথা বলেছেন তবে বুঝতেই পারছেন এত দিনের সম্পর্ক …

    অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন তিতাস ভাই। কিন্তু এটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তার চেয়ে বর্তমান টেকটিউনস কে আরো জোর দিয়ে এর মান বৃদ্ধি করলে ভাল হবে।

ভাই আপনাদের সবার মন্তব্য পড়ে মনটা খুবেই খারাপ হয়ে গেল। এত একটা জ়নপ্রিয় সাইট ্যদি সত্যিই বন্ধ হয়ে যায়। তাহলে হতাশ ছাড়া কিছুই করার থাকবেনা।

আমার মনে হয় কারো কোন সাহায্যের দরকার টেকটিউন এর প্রয়োজন নেই । bidvertiser

আমার মনে হয় কারো কোন সাহায্যের দরকার টেকটিউন এর নেই । bidvertiser মত অনেক কম্পানি বাংলা ব্লগ এর জন্য এডস দিয়ে থাকে । একটা ডেডিকেটেড সার্ভার এর খরচ চালাতে টেকটিউন একটা এডস চালালে ই আর কোন সাহায্যের দরকার হবেনা । আর তাতে ও যদি কোন সমস্যা থাকে তো আমাদের জানান আমরা ব্যবস্থা করে দিচ্ছি ।
আমরা জানি ঞ্জানী লোকেরা কথা কম বলে কিন্তু আপনারা যে ভাবে চুপ করে আছেন তাতে আমি আপনাদের ঞ্জানী ভাবতে পারছি না । 🙁

    শাকিল ভাই এবার হয়তো উনারা নিশ্চুপ থাকবেন না।

    @শাকিল ~ অসংখ্য ধন্যবাদ। কিন্তু কর্তৃপক্ষ চুপচাপ থাকলে সমস্যার সমাধান হবেনা। তাই আমি আশা করবো যে কর্তৃপক্ষ অন্তত কয়েকজনকে ডেকে তাদের সঙ্গে আলাপ করুন, শেয়ার করুন সমস্যাটা। এখানে টিউনাররা টেকটিউনস পরিবারের অংশ, এইটুকু যদি বুঝে এগিয়ে আসেন তারা, তবে ভালো হয়।

    Ria di Admin ra move kora start korcea . Ai matro Shazal Vhi ar mail pelam , I am gonna call him soon .

269 বার দেখা হয়েছে, 47-টা মন্তব্য জমা পড়েছে…

কিন্তু…

Admin Panel কোন প্রকার Response করার সুযোগ পাচ্ছেন না…

আমার মনে হয় তারা নিজেরাও আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন Techtunes-এ ঢোকার জন্য কিন্তু পারছেন না…

কারণ Server যে Down…

~ !

Dear all,
We are facing a big problem with server. Last month we change the server but Mehedi is still facing problem with new server. We also worried about this matter and trying our best to solve this problem. If you have good knowledge regarding dedicate server pls contact with me. 01711127586.

সবার মিলে কিছু একটা করা দরকার, এমনিতেই wp সাইট গুলো অনেক স্লো তার উপরে এই সাইট টা খুব বেশি স্লো, অ্যাডমিনের নজর কম মনে হয় এগুলো ব্যাপারে।
ধন্যবাদ সবাইকে।

Hope for the best.
We all expect that technical server problem will be remove soon.

আমি আপনার সাথে পুরাপুরি একমত । টেকির উচিত প্রত্যেক টিউনারকে সবসময় টেকি সম্পকে আপডেট তথ্য দিয়ে েমইল করা। যাতে সবাই টেকি বেচেঁ আছে বলে জানতে পারে।

তাদের কারো নাম্বার আছে? আমারে দেন তো কথা বলি… ই মেইলে …

Level 0

হাসান ভাই ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করার জন্য।

গত দিনগুলোতে এই সাইটটি খুবই কম ভিজিট করা হয়েছে। কেননা যখনই আসি তখনই নানা সমস্যা। সার্ভারের কাজ চলছে। কিংবা খুবই স্লো। ৩/৪ দিন আগে একটা খুবই জরুরী টিউন দেখার প্রয়োজন ছিল। এখন ভাবছি সব টিউনই কপি করে রাখবো কিনা? প্রয়োজনের সময় যদি নাই চালু হয় সাইটটি।

ভালো ডেডিকেটেড মনে হয় FDC Servers দিতে পারবে যেটার কোয়ালিটি অনেক ভালো। কিন্তু খরচ আছে অনেক 🙁

    অনেক ধন্যবাদ আপনার তথ্যের জন্য। আমার মনে হয় এক্ষেত্রে বিজ্ঞাপনের সহায়তা নেয়া যেতে পারে। এছাড়া সবাই মিলে চেষ্টা করলে সবই সম্ভব।

    এইতো এসে গেছেন আমাদের ভরসা।রিয়া আপু টেক কে একটু হেল্প করেন

ভাইয়া টিউন ভালো হয়েছেন

(অফটপিক:একটা আবেদন আমাকে ফেইসবুকে আনব্লক করুন 🙁 প্লিজ 🙁 )

Level 0

রিয়া আপু সবাই মিলে যদি চেষ্টা করি , তাহলে হয়ত সব ই সম্ভব হবে ।ইনশাল্লাহ …।।

    ইনশাল্লাহ।

    সবাই চেষ্টা করা যাবে যদি সবাইকে জানানো হয় সমস্যাটা। আমি এই মূহুর্তে বুঝতেই পারছিনা যে মূল সমস্যা কিসে হচ্ছে। @শাহজালাল জানিয়েছেন ভালো ডেডিকেটেড জানা থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে, ওইদিকে @শাকিল লিখেছেন তিনি ডেডিকেটেড ব্যবস্থা করে দেবেন। তবুও সমস্যা থেকেই গেছে। কেন? এর উত্তর কই?

কি বলবো বুঝতে পারছি না , তবে এটুকু জানি টেকটিউনস এ আমরা যারা নতুন যারা কিছু শিখতে এসেছি তাদের কখা চিনতা করে কাউকে না কাউকে সমাধানের জন্য এগিয়ে আসা উচিত ।

ভাই আপনারা সবাই পুরাতন জিনিষ তাই আপনারা অনেক কিছু বলতে পারেন
আমি ভাই নতুন মানুষ বেশী কিছু বলতে পারি না বললে আবার তিনারা মাইন
করবেন। আগের মত জোস পাই না। অনেক আশা যখন টেকটিউন ওপেন করি
দেখি ভিরতে মাল না তখন মনটা খারাপ হয়ে যায়। আমি ইন্টারনেট ব্যবহার করি
টেকটিউন জন্য কারণ অনেক কিছু শেখা যায় এখানে কিন্তু ইদানিং যা অবস্থা হয়েছে
তাতে মনে হয় অন্য কোন দিকে তিনারা ঝুকেছেন। যে দিকে ঝুকেননা কেন ভাই
দয়া করে জানাবেন, দিকে সেদিকে ঝুকা যায় কি না…………………..

if need dedicated server then i think “geniusguard” is the best.I use this dedicated server more than 2 years.100% uptime gurrantee. price is not so high only $179.99/month.

    i didn’t find any problem with TT so far, all is fine for me. এতো টিউনার হতাশ হয়ে পড়েছে দেখে আমি দেখতে এলাম কী ব্যাপার। আমি যদিও কিছু বুঝতে পারছিনা, আমার এখানে ভালোই চলছে। very fast loading, comment posting is quick and then page re-loading is quite speedy.

    majhe majhe airokom speed amra o pai but most of the time slow thake 🙁

    রিয়া ম্যাডাম আপনার কথা কিছুটা ঠিক। মাঝে মাঝে টেকটিউনসের গতি আমরাও পাই যেমন আজকে আমি পাচ্ছি। কিন্তু সব সময় এমন থাকে না।

    বেশীর ভাগ সময়ই ডাউন থাকে আমিতো তিন দিন আগে পুরা দের দিন চেষ্টা করেও একবার প্রবেশ অধিকার পেলামনা।

    হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দেখি পর পর কয়েকদিন লগিন করে, তাহলে বুঝবো। কিন্তু কথা হচ্ছে এইভাবে কতোদিন? এতো টিউনার হতাশ হয়ে পড়ছেন, টিউনারদের জন্যই টেকটিউনস, সুতরাং টিউনাররা হতাশাগ্রস্থ হলে যথেষ্ট উদ্বেগের কথা। এই সমস্যা সমাধান হবে কবে? আমি কর্তৃপক্ষের কাছে জানত চাইবো – সমাধানের চেষ্টা কিছু করা হচ্ছে কী?

    আশা করছি খুব শীঘ্রই ভাল সংবাদ শুনবো। সবাইকে নিয়ে মিটিং হতে পারে কিছু দিনের মধ্যে। সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।

প্রিয় হাসান যোবায়ের ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে টিউন করার জন্য।টিটি’র উপর চরম রাগ ধরে গেছে।এর একটা বিহিত হওয়া প্রয়োজন।

টেকটিউনস………………..!!!!!!!!!!!!!!!
তাহাকে নিয়া আর কি বলিবো
নিরবে সবি সহিবো………
একদিন হয়তো দেখিবো
আবারো টেকটিউনস আগের গতিতে ফিরিবো………..
কিন্তু হায়..!! কবে আসিবে সেকাল
টেকটিউনসে আর থাকিবে না সার্ভার ডাউন নামক প্যাঁচাল
করিতেছি অপেক্ষা…………. কাটিতেছে দিন
আশাকরি শীগ্রই দেখিবো টেকটিউনসের সুদিন

বিষয়টা নিয়ে টিউন করার আমারো ছিল স্বাদ
মনের কথা বলে দেয়ায় হাসান ভাইকে অনেক ধন্যবাদ!!

Level 2

টিটি পরিবারের সবাইকে সালাম । হাসান যোবায়ের ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সবার সমস্যাটাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য । কিছু কিছু টিউন এতোটা বাস্তবিক হয় যে , একটি টিউনেই যেন সবার চাওয়া মিটে যায়। আপনার এই টিউনটিও সে রকম বলতে পারি। আমিই হয়তো এ নিয়ে টিউন করে ফেলতাম। কিন্ত আমি আসলে টিউনার নই, একজন সাধারণ ভিজিটর মাত্র। কাজেই ওই (টিউনটি) কাজটি আমার আর করা হয়ে উঠেনি । আমি অনেক দিন হলো টিটি’র সাথে আছি , কিন্ত টিটি’র পরিচালনা পরিষদ আমাদের (ভিজিটরদের) সাথে কেন যে এমন খেলা খেলছেন সে আমার বোধগম্য নয় । বোধগম্য নয় শব্দ দু’টি এজন্যে ব্যবহার করলাম যদি টিটি’র কোন যান্ত্রিক ত্রুটি থেকে থাকেই তাহলে অন্ততঃপক্ষে আমাদের মানে টিউনার এবং ভিজিটরদের সমস্যাটাকে মাথায় রেখে একটা প্রজ্ঞাপণ দিতে পারতেন । কিন্ত সেই কাজটি উনারা অত্যন্ত উদার মনে এড়িয়ে গেছেন । যোবায়ের ভাই , আপনার টিউনে আমার মতামতের ভাষাটা বোধয় একটু বেশিই তেতো হয়ে গেল । কিন্ত কি করবো ভাই, দুই মাস ধরে টিটি লগন করতে না পা রার জমানো কষ্ট থেকে সামান্যতম উগরে দিলাম । মেহেদি ভাই এবং শাহজালাল ভাই , আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোন রকম অভিযোগ নেই আশা করি বোঝতে কষ্ট হওয়ার কথা নয় । শুধুমাত্র টিটি’র প্রতি আমার কিংবা আমাদের অকৃত্রিম ভালোবাসাই আপনাদের প্রতি কিছুটা অসন্তষ্টির জন্ম দিয়েছ । কারন এই দূর প্রবাসের একাকীত্তে টিটি’ আমার বা আমার মতো যারা আছি , তাদের সবাইকে খুব কাছের কিংবা অত্যন্ত আপনজনকে ভূলে থাকার শক্তি যোগায় । অতএব এই অনিচ্ছাকৃত অভিযোগের ভোলগুলোকে ফুল ফোটানোর সুযোগ দিবেন আশা রাখি । পরিশেষে , টিটি পরিবারের সবাইকে আবারো সালাম এবং ধন্যবাদ । সবার মঙ্গল কামনা করছি ।

প্রবাসী পরিজন

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

    Moni vhi apni aktu o vhul bolen ni . ja bolcen sob right . TT r admin ra ki ato e bg je tara amader k aktu o inform korte pare na ? TT r admin r ki mone kore je pblm ta tara solve korte parcea na oita kew e parbe na ?

    Ai post a amon lok o comments korcea je kina IRC DalNet (biggest chat server of the net) akjon Admin cilo . Tara 40 ta dedicated eksonge parallel run korto . so sei tulonai TT kisu e na . But TT r admin ra hoito oi sob lok der kisu e mone korcea na .
    Ar amra TT r user ta jani e na TT r original pblm ta ki ! Admin der request korci ki pblm amader janan . Sarver na onno kisu . TT theke onek kisu peyeci so TT te nijer shddho moto dite o chasta korbo . Ar aivabe colte thakley ses mes hoito amra e arekta TT baniya felte baddho hobo . So chup kore theken na . Apnara parcen na aita amra dekci .
    If you want you can Contact me [email protected]

প্রথমেই ধন্যবাদ দিতে চাই হাসান ভাইকে যথা সময়ে যথার্থ টিউনটি করার জন্য।আমি ও এর অনেক বড় ভুক্তভোগী।আমার মনে হয় আমার মত অন্য যারা টিউন করেন তারা সবাই কিন্তু টেকটিউন্সে প্রতিদিন একবার হলেও ঢু মারে ।কিন্তু এমন ধরনের সার্ভার স্প্রীড দেখে কেউই টিউন বা মন্তব্য করার সাহস রাখে না।তবু আপনাদের মত টিউনাররা আছে বলেই হ্য়তো টেকটইউন্স এখনো টিকে আছে।আমি চাই আবার টিউন করতে।যার ব্যবস্থা কেবল টেকটিউন্সই করতে পারে।আর আমাদের এই টিউন ও টিউনারের পরিবেশটাকে আগের মত করে ফিরিয়ে আনতে হলে অবশ্যই টপটিউনারদের এগিয়ে আসতেই হবে।কেননা তারাই তো আমাদের টিউন করার পথে পথপ্রদর্শনকারী।

এখনে একটি কথা বলে রাখি আর কেউ টিউন করুক বা না করুক আমি টেকটিউন্সে টিউন করে যাব- যদি তাদের সকল সমস্যা সমাধান করে আমাকে/আমাদের টিউন করার সুযোগ করে দেয়।সেই প্রত্যাশয় রইলাম……………..

Level 0

প্রথম থেকেই দেখি আসছি টেকটিউনস কতৃপক্ষ সবসময় সস্তা জিনিসের খুজে ব্যস্ত থাকেন। সাইটটি জনপ্রিয় হওয়ার পরও তারা দুনিয়ার সবচেয়ে স্লো সার্ভারে টেকটিউনসকে রেখেছিলেন। তারপর যখন সমস্যায় যখন পরলেন তখন বুঝলেন সার্ভার নেয়া দরকার আর শেয়ারড হোস্টিং এ চলবে না। তাও নিলেন শুনলাম ডেডিকেটেড সার্ভার কিন্তু এখানে ও আমার সন্দেহ হয়। একটা ভাল কোম্পানি থেকে ভিপিএস নিলেই টেকটিউনস ভাল মতো চালানো যেত। আর খরচটা অনেক কমে আসতো। আর যারা ব্লগটি চালাচ্ছেন তারা যদি ভিপিএস/ডেডিকেটেড সার্ভার ম্যানেজ না করতে পারেন তাহলে ম্যানেজড ভিপিএস/ডেডিকেটেড সার্ভার নিলেই ভাল করতেন।

আজকে আমি কিছুটা সমস্যা পাচ্ছি 🙁
এমনিতে সাইট দ্রুতই আছে আজকেও। কিন্তু মন্তব্যের জন্য লগিন করলেও আমাকে লগিন অবস্থায় দেখাচ্ছেনা, আবারও লগিন করতে বলছে। যদি সেই অবস্থাতেই হোমপেজে যাই, সেখানে দেখাচ্ছে আমি লগিন আছি। কিন্তু টিউন পাতায় নয়। সারাদিন পরে এই সন্ধ্যাবেলায় আমি টিউন পাতায় লগিন অবস্থায় দেখছি নিজেকে, তাই মন্তব্যে জানাতে পারছি এটা।
এ কেমন সমস্যা 🙁

    এখন বুঝেন কি বিপদে আছি আমরাও।
    এইটাতো একটা এই রকম আরো সমস্যা পাইতে পারেন।
    দ্রুত নিস্তার চাই প্রিয় টেকটিউন্স কর্তৃপক্ষের নিকট আবেদন রইল।

আজ নিয়ে ৩ দিন হলো টিউন করতে পারছি না।টিউনার বোর্ডে গিয়ে add new তে ক্লিক করলে কিছুক্ষন পর একটা সাদা পেজ খুলছে।সাদা পেজে টিউন করবো কি ভাবে?টিউনার যদি টিউন না করতে পারে আর ভিজিটর যদি ভিজিট না করতে পারে তবে এই স্থবির অবস্থায় আর কত দিন চলবে?খুব দ্রুত একটা ব্যবস্থা নেয়া উচিত বলে আমি মনে করি।ধন্যবাদ সবাইকে।

    দুঃখ্য প্রকাশ করা ছাড়া আর কোন ভাষা খুঁজে পাচ্ছিনা।
    আপনার কথা শুনে দুঃখ্যও পেলাম আবার হতাশও হলাম কারন আপনার অতি মুল্যবান টিউন হইতে আমরা বঞ্চিত হইতেছি।
    তবে বঞ্চিত হইতেছি না টেকটিউন্স আমদের বঞ্চিত করতেছে এই দুইটার মাঝে কোনটা সঠিক বুঝতে পারছিনা।
    কিন্তু এই সব সমস্যা থেকে আমরা অবশ্যই পরিত্রান চাই।

Level 0

জিপি লিমিটেড ইউজার। মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কোন উপায় নাই।

কি আর বলব , এখন কিছু নতুন ইউজার এসেছে সমানে মন্তব্যে লিংক দিয়ে যাচ্ছে এমনকি মন্তব্যে আক্রমনাত্মক মন্তব্যও দিচ্ছে এগুলা মনে হয় এডমিনের চোখে পড়ে না , আমার দাবী বিভাগ ভিত্তিক মডারেটর নিয়োগ করা হোক
এই মন্তব্যটুকু পাঠাতে ৮ মিনিট লাগলো একি অবস্থা তা বলে ডেডিকেটেট সার্ভারে নেওয়া হল

টেকটিউনসের প্রেমে পড়ে বিশাল একটা ছেকা খেলাম!!!!!!!!!!!!!

আমি টিউন বা কমেন্ট না করলেও টেকটিউনস নিয়মিত ভিজিট করি। কিন্তু টেকটিউনসের প্রেমে পড়ে বিশাল একটা ছেকা খেলাম!!!!!!!!!!!!!

আমি টিউন বা কমেন্ট না করলেও টেকটিউনস নিয়মিত ভিজিট করি। কিন্তু টেকটিউনসের প্রেমে পড়ে বিশাল একটা ছেকা খেলাম!

আমি টিউন বা কমেন্ট না করলেও টেকটিউনস নিয়মিত ভিজিট করি। টেকটিউনস এই ভাবে ছেকা দিতে পারলো!

আমি টিউন বা কমেন্ট না করলেও টেকটিউনস নিয়মিত ভিজিট করি। টেকটিউনস এই ভাবে ছেকা দিতে পারলো! একটা কমেন্ট করতেও অনেক খাটনি গেল।

সত্যি অনেক কষ্ট পেলাম। একটা কমেন্ট করতেও অনেক খাটনি গেল।

Level 2

ঘুম পাচ্ছে !!!!! আজ তিন দিন থেকে একই পেজ প্রথম পাতায় দেখছি আর ঘুমাচ্ছি। সকাল তো হয়না রে ভাই!!!!! আমার জি পি ১ জি বি শেষ আবার নিতে হবে ১ জি বি । তবুও কি টে টি ফিরবেনা? সেই রেল লাইনের ধারে মেঠো পথ টার পারে দাঁড়িয়ে………………………………….. এক প্রযুক্তি প্রেমি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আরে ভাই আপনারা যার হতাশ তাদের বলছি। আপনার ব্রাউজারে TT এর ঠিকানা লিখে এন্টার দিন। আর ঠোটের দুপ্রান্ত ধরে টান দিন। আর বলুন ইইইইইই। এটা কি? এটা হল হাসি শিখার SRK WAY। হা হা হা। TT এর জন্য এডমিনদের অনেক কিছুই করা উচিত, সবচেয়ে বেশি উচিত হাসা আর এটাকে অফিসিয়ালি টেক কেয়ার করা। আমরা অনেকে(আমি) জানি না টেকটিউনসের জনক-জননী কে বা কারা। কারা এর জন্য প্রাণ পণে চেষ্টা করছেন আর কারা কাজ বেড়ে গেছে দেখে পালিয়েছেন।

    এখন আর তেমন সমস্যা দেখছি না। স্পিড ভাল পাচ্ছি।
    তারপরেও একটা আক্ষেপ থেকেই যাচ্ছে।
    প্রিয় টিউনাররা এখনও টিউন করছেন না।

কেউ আছেন এমন একটা সাইট বানতে চান? আমি সিরিয়াস। ভালো কিছু প্লান ও আইডিয়া আছে আমার কাছে। আমরা বকার মত বসে থাকবো না টিটিএ মত ইনকাম ও করবো কথা দিলাম। ভাববেন না এড ক্লিকিং এর মত ফালতু ইনলাম। কেউ যদি থাকেন সিরিয়াস। মেইল করেন pudina_pataa@yahoo

হাসান ভাই বানাবেন নাকি সাইট? প্রফেশনাল সাইট। নট ফর ফান লাইক টিটি। বাট সেম এস লাইক টিটি।

    আসলে নতুন একটা সাইট বানালেও সেটা দাড় করাতে বেশ সময় লাগবে। যেমন ফেসবুক ভাল সফলতা পাওয়ার পর অনেকেই এমন সাইট বানিয়েছে কিন্তু এতটা জনপ্রিয় হয় নাই।
    তবে আপনার আইডিয়া শেয়ার করতে পারেন।

মজা পেলুম