আর্জেন্ট নিয়োগ : টেকটিউনস সাইট ম্যানেজার – ফুল টাইম। টেকটিউনস Hunt করছে একজন যোগ্য সাইট ম্যানেজার

বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব তৈরি করেছে টেকটিউনস। বিশ্বের সবচে বড় বাংলা সৌশল টেকনোলজিকাল নেটওয়ার্ক 'টেকটিউনস'  প্রযুক্তি প্রেমীদের কাছে একমাত্র নির্ভরযোগ্য স্থান। দেশের এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষীরা টেকটিউনসকে পরিণত করেছে তাদের বিজ্ঞান ও প্রযুক্তির এক অনন্য তীর্থস্থান।

ছবি - Shutter Stock

বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। টেকটিউনস বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিস্বস্ত কমিউনিটির নাম টেকটিউনস।

ছবি - Shutter Stock

বর্তমানে টেকটিউনস দেশের ও দেশে বাইরের বিজ্ঞান ও প্রযুক্তির এক সুবিশাল নেটওয়ার্ক। টেকটিউনসে বর্তমানে বিশাল সংখ্যক টিউজিটর, টিউনার, টিউমেন্টার রয়েছে যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অভিনবত্য আর প্রযুক্তির নতুনত্ব এর ব্যবহার টেকটিউনস প্রতিটি ক্ষেত্রে করে থাকে। আর এই বর্ধমান ইউজারদের সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য টেকটিউনস খোঁজ করছে যোগ্য মেধাবি, পরিশ্রমী, কথা ও কাজে সৎ, অমায়িক, ভদ্র ও চৌকষ টেকটিউনস সাইট ম্যানেজারের।

ছবি - Shutter Stock

আপনি যদি মনে করেন টেকটিউনস সাইট ম্যানেজার হবার যোগ্যতা ও স্পিহা আপনার আছে তবে টেকটিউনস সাইট ম্যানেজারের বিষয় গুলো ভালভাবে পড়ে আবেদন করুন।

এর আগে যারা টেকটিউনস সাইট ম্যানেজার এর জন্য আবেদন করেছিলেন তাঁরা পুনরায় আবেদন করতে পারবেন।

টেকটিউনস সাইট ম্যানেজার:

  • কাজের ধারা : ফুল টাইম
  • কাজের অবস্থান : ঢাকা

টেকটিউনস সাইট ম্যানেজার যোগ্যতা:

  • টেকটিউনস এর অভারঅল সাইট মেইনটেইন্যান্স এর জন্য টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করতে হবে।
  • টেকটিউনস নীতিমালা সম্পর্কে সম্মক ধারনা থাকতে হবে।
  • টেকটিউনস নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন ও পরিমাজর্নে সক্রিয় অংশ গ্রহণ করতে হবে।
  • টেকটিউনসে কী কী ধরনের বা ক্যাটাগরির স্প্যাম, স্ক্যাম ও অ্যাবিউস হয় সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ও টেকটিউনস এ স্প্যাম, স্ক্যাম ও অ্যাবিউস সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে হবে।
  • ইন সাইট ও অফ সাইট সহ যে কোন ধরনের কপিপেষ্ট টিউন টেকটিউনস থেকে নির্মূল করতে হবে এবং টেকটিউনস এন্টি-ডেটিনেটর টিমের সাথে সরাসরি কাজ করতে হবে।
  • অব্শ্যই চৌকষ হতে হবে। বর্তমান কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, ওয়েব ইত্যাদি প্রযুক্তি ও সম্বন্ধে সঠিক জ্ঞান ও চর্চার অভ্যাস থাকতে হবে।
  • নিজেস্ব কম্পিউটার/ল্যাপটপ ইন্টারনেট কানেক্টশন থাকতে হবে তবে যোগ্যতার ভিত্তিতে শিথিল যোগ্য।
  • অবশ্যই একজন ভাল টিউনার/ব্লগার হতে হবে এবং অবশ্যই বাংলা ব্লগিং এ পারদর্শি হতে হবে।
  • অবশ্যই প্রানবন্ত, সাবলীল ও প্রাঞ্জল বাংলায় ব্লগ/টিউন এর মাধ্যমে কমিউনিটির সাথে কমিউনিকেট করার যোগ্যতা থাকতে হবে।
  • টেকটিউনস এর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
  • ধৈর্য সম্পন্ন, অমায়িক ও নিয়মানুবর্তিতার যোগ্যতা থাকতে হবে।
  • বেসিক Photo Editing রিসাইজ, রিটাচ, ম্যানুপুলেশন ও বেসিক ভিডিও রেকর্ডিং জানা থাকতে হবে।
  • যে কোনো পরিস্থিতিতে কমিউনিটির যে কোনো বিশৃঙ্খল অবস্থা সমাধানে পারদর্শী হতে হবে।
  • রিয়েল লাইফ ও সৌশল নেটওয়ার্ক কমিউনিকেশন পাওয়ার খুবই ভালো হতে হবে।
  • ফোন মোবাইল ইমেইল ও চ্যাটে যে কোন সময় (রাত ১টা পর্যন্ত) Available থাকতে হবে।
ছবি - Shutter Stock

টেকটিউনস সাইট ম্যানেজার কার্যাবলী:

  • নির্বাচিত টিউন, চেইন টিউন, জরিপ পরিচালনা করা।
  • সাইটকে ওভারঅল স্প্যাম ও স্ক্যাম মুক্ত রাখাও নিয়মিত টিউন মডারেশন করা।
  • টেকটিউনস ডেস্ক পরিচালনা ও মডরেটরদের সাথে সরাসরি কাজ করা।
  • টেকটিউনস নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন ও পরিমাজর্নে সক্রিয় অংশ গ্রহণ এর মাধ্যমে তা আরও উন্নত করে তোলা।
  • নিয়মিত সাইট ম্যানেজমেন্টের বিভিন্ন টিউন লেখা ও টিউন প্রকাশ করা।
  • এছাড়া টেকটিউনস কর্তৃক নির্ধারিত টেকটিউনস সাইট ম্যানেজমেন্ট এর অন্যান্য সকল কাজ পরিচালনা করা।

টেকটিউনস সাইট ম্যানেজার অন্যান্য বিষয়:

  • শিক্ষাগত যোগ্যতা : আত্মবিশ্বাসী ও টেকটিউনস সাইট ম্যানেজার হিসেবে কাজ করার প্রবল আগ্রহ
  • অতিরিক্ত যোগ্যতা : মেধাবি, পরিশ্রমী, কথা ও কাজে সৎ, অমায়িক, ভদ্র ও চৌকষ
  • বয়সসীমা : ২২ বছর - ৩৫ বছর
  • বেতন : আলোচনা সাপেক্ষে
  • আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ ২০১৬

টেকটিউনস সাইট ম্যানেজার সুযোগ সুবিধা:

  • বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি সৃষ্টিকারি প্রতিষ্ঠান টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করা সুযোগ ও অভিজ্ঞতা।
  • এশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রায় ৩ কোটি+ প্রযুক্তি ও বিজ্ঞান সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি ম্যানেজ করার সুযোগ।
  • টেকটিউনস এর Top-notch ওয়ার্কিং ম্যাথড এ কাজ করার সুযোগ।
  • টেকটিউনস এর ফেন্ডলি ওয়ার্কি কালচার উপভোগ করার সুযোগ।
  • টেকটিউনস এর GTD মেথডে কাজ করার অনন্য অভিজ্ঞতা।
  • টেকটিউনস এর Highly Productive Tools ব্যবহারের পুরো ৮ ঘন্টার ট্রেনিং।
  • World এর সর্ববৃহৎ Stock Image Shutter Stock এর ৪ কোটি+ স্টক ইমেইজ একসেস।
  • টেকটিউনস এর বিভিন্ন ইন্টার্নাল ইভেন্ট টেকটিউনস 'চিল আউট ডে', 'টেকটিউনস কফিকাপ', 'টেকটিউনস রোলিং লাইট' ইভেন্ট উপভোগের সুযোগ।
  • টেকটিউনস এর পলিসি অনুযায়ী বছরে ২ টি বোনাস প্রদান।
  • পারফরমেন্স ভাল হলে প্রতি বছর অন্তর টেকটিউনস পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট।

টেকটিউনস সাইট ম্যানেজার আবেদন:

আবেদন করার জন্য ভালো করে মনোযোগ দিয়ে আগামী ৩১ মার্চ ২০১৬ এর মধ্যে ফর্মটি পূরণ করে আবেদন করুন => http://techtun.es/tTunes-Site_Manager_Apply

আপনার আবেদনটি মনোযোগ দিয়ে সময় নিয়ে গঠনমূলক উত্তর ও তথ্য দিয়ে পূরণ করুন। শুধু মাত্র তথ্য পূরণে উদ্দেশ্যে নামমাত্র আবেদন করলে তা বাতিল হয়ে যাবে।

আপনার আবেদনটি Qualified হলে পরবর্তি ধাপের জন্য টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

টেকটিউনস People Management টিম
টেকটিউনস People Recruitment টিম
টেকটিউনস Site Management টিম

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2923 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেন এতদিন কি টিটি মেনেজমেন্ট এর অধিনে ছিলনা ?

অনেক আশা নিয়ে এপ্লাই করলাম। দেখি কি হয়।

ঢাকার বাহিরের প্রার্থীদের যাতায়াত দিকটা দেখবেন আশা করি @অ্যাডমিন

খুবই ভালো উদ্যেগ। আমি বিশ্বাস করি টিটিতে অনেক দক্ষ ও মেধাবী টিউনার আছেন যারা সাইট ম্যানেজমেন্ট করতে সক্ষম।

এত বড় একটা কমিউনিটি বাংলা সাইট, প্রায় কোটি খানেক ভিজিটর!! সেখানে তো ভাল ব্যবস্থাপনা পদ্ধতি তো লাগবেই। মনে হচ্ছে টিটি ৪ জি ম্যানেজ সিস্টেমে পদাপর্ণ করছে। উদ্যেগকে স্বাগত জানাই।

অনেক সুন্দর উদ্যোগ । অ্যাপ্লাই করলাম আল্লাহ ভরসা ।

Level 2

আমি খুবি উত্তেজিত…… গুগল বা ফেসবুক এ তো আর কাজ করতে পারব না। দেখা যাক টেকটিউনস এ পারি কিনা…। 😉

Level 2

WELL COME

Level 2

মাত্র আবেদন করলাম। দেখা যাক কি হয়।

টেকটিউনসের এই উদ্যোগ কে স্বাগত জানাই।

পুলকিত !

Level 0

আশা করি …… Techtunes আরও সুন্দর হয়ে উঠবে এবং প্রাণবন্ত…… 😀 😀

টেকটিউনসকে অনেকে ২০১০-১১-১২ এর মতো দেখতে চাই।কিন্তু যে পরিকল্পনা টিটি নিচ্ছে তাতে মনে হচ্ছে আগের মতো না, টিটি আগের থেকে শতগুন ভালো পজিশনে যাবে।
ভাবতেই খুব ভালো লাগছে। ধন্যবাদ টিটি। 🙂 টেকটিউনস ছাড়া কে বদলাবে এই দেশের টেক ব্যবস্থা। আছি সাথে।

হুম, এর আগে টেকটিউনস এর সাইট ম্যানেজার ছিলেন সাইফুল ভাইয়া,আশা করছি ওনার মতই একজন এক্সপার্টকে টিটির এডমিনরা সিলেক্ট করবে। আর আই,টি সরদার ভাইয়ার সাথে একমত,আমি ও পরীক্ষার পর মানসম্মত টিউন করার চেষ্টা করবো।

আরো ভালো আরো সুন্দর এবং আরো সহজলাভ্য টেকটিউনসের ব্যাস্থাপনা চাই

valo uddog……thanks

অনেক অনেক শুভকামনা প্রিয় সাইটের জন্য।

শুভকামনা রইলো

ভালো উদ্যোগ, তবে সাইট ম্যানেজার হবার ইচ্ছা নেই।

সাইট ম্যানেজার হবার ইচ্ছা ছিল কিন্তু নিজেকে স্বাধীন রাখতে চাই। তাই অ্যাপ্লাই করলাম না।

ভালো উদ্যোগ, দেখা যাক কি হয়

আইডিয়া মন্দ না, করে ফেলি আবেদন !

আবেদন করে ফেল্লাম

ওঽ ,,, ভালো উদ্যোগ।আবার ফিরবে দেখি টিটি 😀

বুড়ালী বয়সের ভীতরমি ধরেছে … হাসিয়েন না ….. নিজেকে ধরে রাখতে না পেরে একখান আবেদন করলাম।

আবেদন করার সময় শুধুমাত্র ফোন নাম্বার টা ভুল গেল। কপাল আমার

খুবই ভালো একটা উদ্যোগ ।

ডাকার বাহীরে যারা বসবাস করে তারা কি আবেদন করতে পারবে? 🙂

নিঃসন্দেহে ভালো উদ্যেগ। তবে টেকটিউন্সকে স্পাম,কপিপেষ্ট ও স্ক্যাম মুক্ত দেখতে চাই এবং মানসম্মত টিউন চাই

মোটা মোটি আইডিয়া খাররাপ না । আবেদন করে ফেলি

খুব ভালো একটা উদ্যোগ, স্বাগত জানাই টেকটিউনসকে।

এক বছর আগে হলে-ও হয়ত একবার Chance নিতাম 😉 But এখন সব থাকলেও জীবন এর চাহিদার কাছে এসব সম্মানের কাজ স্বপ্ন হয়ে গেছে…

Anyway, Thanks বেশ পরে হলেও এমন পদক্ষেপ নেয়ার জন্যে ! অন্তত “স্প্যাম, স্ক্যাম” তো বন্ধ হবে…

ভাল ব্যাবস্থাপনা না থাকলে যে কোন সাইট তার গুনগত মান হারায়।আশা করি টিটি এটি অটুট রাখতে সক্ষম হবে।

অনেক আশা নিয়ে এপ্লাই করলাম। আল্লাহ ভরসা । 🙂

খুব ভালো একটা উদ্যোগ, স্বাগত জানাই টেকটিউনসকে।

ebar bujhi gochalo hobe TT..

খুব আশা ছিল সাইট ম্যানেজার: হওয়ার কিন্তু ওরা কিছু বললো না

খুবই ভালো উদ্যোগ। আগ্রহী এবং দক্ষ কাউকে বেছে নেয়া হোক।

অনেক অনেক ধন্যবাদ টেকটউন্স পরিবারকে

আমার এই সাইট খুব ভালো লাগে । আমার সব প্রশ্নের উত্তর এখানে পাই । এরকম একটা বাংলা ব্লগ আর এত মেধাবী টিউনার । এই পরিবার এর সাথে থেকে আমি গর্বিত । উদ্যগটা খুব ভালো ।

আনাদের সাইট আগে অনেক ভাল ছিল বস্বস্থ ছিল কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে, আজে বাজে টিউন এ ভরে যাচ্ছে, আপনদের কোন নজর নেই তদের দিকে, কি ভাবে এসকল পোষ্ট দেয়, আপনারা অনেক দক্ষ ব্যক্তি আছেন এখানে তার পরও কিভাবে বজে পোষ্ট পড়ে, আশা রাখি একটু জর দিবেন সে দিকে।
একটা লিংক দিলাম https://www.techtunes.io/hacking/tune-id/407809#comment-663097

আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

আবেদন করেছি,তবে কখনো টিউন করি নাই তাই চান্স পাবো না।

এই টিউনে থেকে stutterstock.com সাইটের নাম জানলাম। সাইটটা ভিজিট করে চমকে উঠলাম এর এত কস্টলি প্রাইসিং দেখে। আমার মনে হয় এর থেকে http://www.gratisography.com সাইটটা অনেক ভাল কারণ এই সাইটটা প্রকৃতপক্ষে ফ্রি ও খুবই উন্নত মানের।

    ভাই কিছু মনে করবেন না,
    আপনার তুলনা দেখে মনে হল-
    সানি লিওনের সাথে অপু বিশ্বাসের তুলনা করলেন …

    stutterstock.com এই সাইটের কাজ কি?
    আগে সেটা একটু ভাল করে বুঝে নিন …
    তার পর তুলনা মূলক কিছু দিন …

    ভুল বুঝবেন না… কথা টা এভাবে বলার জন্য দুঃখিত !

যিনি এই টেকটিউনসের নতুন সাইট ম্যানেজার হবেন তাকে এই সাইটের একটা আগাম সমস্যা ঠিক করার অনুরোধ জানিয়ে রাখলাম সেটা হল
১) এখানে কেউ টিউনমেন্ট করার পর তাকে সাথে সাথে এডিট করতে পারে না যদি তার অসতর্কতায় কোন ভুল হয়ে যায় সেটা যেন করতে পারে যেমন ফেসবুকে করা যায়।
২) একটা টিউনমেন্ট করার পর ব্যাকে একবার ক্লিক করলে হোম পেজে না গিয়ে এই পেজেই থেকে যায় তারপর আবার ব্যাকে কিল্ক করলে তারপর হোম পেজে যায়। যাতে একবারে হোম পেজে যায় সেটা যেন টেকনিকালি করা হয়। কারণ যেকোন সাইটে ভিজিটরদের সময় বাচানো একটা বড় কাজ।

উপরের সব গুলো যোগ্যতাই আমার আছে। আবেদন করলে আমিই পাবো কিন্তু আমি তো থাকি ঢাকার বাহিরে।
ঢাকায় থাকা আমার পক্ষে সম্ভব না।এডমিন ভাই কে বলছি আমাদের জন্য কি কিছু করা যায় না ।যারা ঢারা বাহিরে থাকে……

    এডমিন ভাই কে আরো একটা অনুরোধ জানাবো যে কমেন্ট বক্স এ লেখতে গেলে অনেক সময় ভুল হয়। সেই কমেন্ট পরে আর এডিট করা যায় না । এডিট করার ব্যবস্থা করলে ভালো হয় সবার জন্য।

RIGHT KOTHA bolsen #raz

ভাল একজন ম্যানেজার টেকটিউনসকে আরো সমৃদ্ধ করতে পারবে! শুভ কামনা রইল অনাগত সেই মানুষটির জন্য 🙂

Level New

ekbar apply korechilam. Ato kosto kore form puron kore kono response paini. waste of time 🙂

শিক্ষাগত যোগ্যতা বাক্স তে কিছি আসছে না … সেখানে তথ্য ইনপুট করা যাচ্ছে না , সমাধান কি ?

    সবই ঠিক আছে। আপনি আবার চেষ্টা করুন।

অবশ্যয় এটা ভাল উদ্যোগ । আর কপি পোস্ট বর্জন করতে হবে এবং সাইটে স্পাম যাতে না করতে পারে সেটার জন্য কড়া নজর রাখতে হবে।