‘টেকটিউনস টিউনার’ ওয়ার্ক মেশিন সেটআপ

'টেকটিউনস সনিক টিউনার' হিসেবে কাজ করতে আপনার প্রথমেই ওয়ার্ক মেশিন/কম্পিউটারে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার এবং গুগল ক্রোম এক্সটেনশন ইন্সটল করতে হবে। এই সফটওয়্যার গুলো দিয়ে আপনাকে বিভিন্ন সময় কাজ করতে হবে।

'টেকটিউনস কন্টেন্ট অপস' টিমের সকল টিম মেম্বারদের সাথে সিক্রোনাইজ করে কাজ করতে অবশ্যই আপনাকে এই টুল গুলো ব্যবহার করে কাজ করতে হবে। টেকটিউনস কন্টেন্ট অপস থেকে যখন কোন কোন নির্দিষ্ট টুল ব্যবহার করে কোন নির্দিষ্ট কাজের নির্দেশনা দেওয়া হবে তখন সে নির্দিষ্ট টুল ব্যবহার করেই সে কাজটি সম্পন্ন করতে হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস থেকে যখন কোন কোন নির্দিষ্ট টুল ব্যবহার করে কোন নির্দিষ্ট কাজের নির্দেশনা দেওয়া হবে তখন সে নির্দিষ্ট টুল ব্যতিত নিজে অন্য টুল ব্যবহার করে কাজ করা যাবে না, যদিও অন্য টুল ব্যবহার করে রেজাল্ট একই হয়। টেকটিউনস অপস এর সাথে কাজ করতে, টিম ওয়ার্ক কনসিসটেন্ট রাখতে টেকটিউনস  'টেকটিউনস কন্টেন্ট অপস' থেকে নির্দেশিত টুল ব্যবহার করে কাজ করা অত্যাবশ্যকীয়।

Share Storage

প্রথম কাজ প্রথমে!

প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে এই সফটওয়্যার গুলো ইন্সটল করতে হবে।

Windows

আপনার কম্পিউটারের র‌্যাম যদি 4 GB এর বেশি হয় তবে অবশ্যই নিচের সফটওয়্যার গুলোর 64 Bit ভার্সন ইনস্টল করুন। এখানে সব গুলো সফটওয়্যারের 64 ভার্সনের লিংক দেওয়া আছে।

  1. Google Drive
  2. Google Chrome
  3. InfanView (Latest Version)
  4. IrfanView Plugins

Winget Command

Winget এর মাধ্যমে ইন্সটল করতে Windows Terminal-এ নিচের Command ব্যবহার করুন।


winget install -e -id Google.GoogleDrive Google.Chrome IrfanSkiljan.IrfanView

Winget ব্যবহার করে InfanView Plugins, ইন্সটল করলেও তা সঠিক ভাবে ইন্সটল হবে না। Winget ব্যবহার করে প্রথমে InfanView ইন্সটল করতে হবে। Winget ব্যবহার করে InfanView  ইন্সটলেশনের পর InfanView এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে IrfanView Plugins ডাউনলোড করে ম্যানুয়ালি ইন্সটল করতে হবে।

Google Chrome Extension

Google Chrome সফল ভাবে ইন্সটলেশনের পর বা আপনার পিসেতে আগে থেকে Google Chrome ইন্সটল থাকলে এই Google Chrome Extension গুলো ইনস্টল করুন।

  1. GoFullPage
  2. ImageEye