‘টিউন অগমেন্টেশন সাবমিট’ গাইডলাইন – টিউন টাস্কের ম্যাসেজের মাধ্যমে

টিউন রিভিউ এর জন্য জমা দেওয়া

সঠিক ভাবে টিউন অগমেন্টেশনের কাজ হয়ে গেলে প্রথমে চেক করুন আপনি টিউন অগমেন্টেশনের কাজ করার সকল নিয়ম গুলো মেনে টিউন অগমেন্টেশনের সকল কাজ সঠিক ভাবে করেছেন কিনা। কোন কিছু যেন বাদ না পড়ে সে জন্য কয়েকবার রিভাইস দিন। নিয়ম গুলোর সাথে মিলিয়ে দেখুন।

সব কিছু ঠিক থাকলে নিচের নিয়ম মোতাবেক আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই করে 'টিউন টাস্ক' রিভিউ এর জন্য সামিট করুন।

মনে রাখবেন টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে টিউন সরাসরি প্রকাশ করা যায় না।

টিউন রিভিউ এর জন্য টিউনের ড্রাফট লিংক এই গাইডলাইন মোতাবেক সাবমিট করুন। টিউন সরাসরি প্রকাশ করা যাবে না।

টিউন অগমেন্টেড হয়েছে: https://www.techtunes.io/?p=9767634
টিউন শিরোনাম: [টিউনের শিরোনাম]

এখানে ঠিক উপরের ফরমেট অনুযায়ী লিখুন। এখানে ‘টিউন অগমেন্টেড হয়েছে’, এরপর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর খসড়া টিউনের লিংক দেওয়া হয়েছে।

ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে 'টিউন টাস্ক' সাবমিট করুন। ইংরেজি কোলনের জায়গায় বাংলা কোলন ব্যবহার করা যাবে না।

আরও লক্ষ করুন অগমেন্টেড লিংকটি শুধু মাত্র টিউন এডিটর থেকে কপিপেষ্ট করে বসিয়ে দিবেন না। বরং উপরের ফরমেট অনুযায়ী লিংক এর ফরমেট ঠিক রেখে ‘p=” এর পর শুধু মাত্র টিউনের ‘টিউন আইডি’ কপি করে বসিয়ে লিংক তৈরি করে সাবমিট করুন।

প্রয়োজনে প্রতিবার 'টিউন টাস্ক' সাবমিট দেবার সময় উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক অগমেন্টেড টিউনের লিংকটি পরিবর্তন করে নিয়ে। 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই এর মাধ্যমে অগমেন্টেড টিউন রিভিউ এর জন্য সাবমিট করুন।

যেমন:

আপনার অগমেন্টেড টিউনের শিরোনাম যদি হয়

“২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো”

তবে ফাইনাল আউটপুট হবে

টিউন অগমেন্টেড হয়েছে: https://www.techtunes.io/?p=586292
টিউন শিরোনাম: ২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো

আপনাকে যদি একটি টাস্কের অধীনে একের বেশি টিউন সাবমিট করতে হয় যেমন ৩টি টিউন, তবে উপরের ফরমেট অনুযায়ী ৩টি আলাদা আলাদা টিউমেন্টের ৩ টি টিউন সাবমিট করুন।

টিউন রিভিউ এর জন্য উপরের ফরমেট ও নিয়ম অনুযায়ী টিউন সাবমিট না করে অন্য ভাবে নিজের ইচ্ছাধীন ভাবে টিউন সাবমিট করলে তা গ্রহণ করা হবে না।

ভিডিও ট্রেনিং: টিউন রিভিউ এর জন্য জমা দেওয়া

টিউনটাস্ক রিভিউ এর জন্য জমা দেওয়া এর ভিডিও ট্রেনিং নিন।

টিউন টাস্ক, রিভিউ এর জন্য ‘টিউন টাস্ক সাবমিট’ গাইডলাইন

টিউন রিভিউ এর জন্য জমা দেবার পর

আপনি সঠিক নিয়ম মোতাবেক 'টিউন টাস্ক' করে ও 'টিউন টাস্ক' সাবমিট এর নিয়ম অনুযায়ী টিউন টাস্ক সাবমিট করার পর Techtunes Content Ops থেকে আপনার টিউন রিভিউ করা হবে ও আপনাকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।