টেকটিউনস টেকনিক্যাল টিউন টপিক গাইডলাইন

টেকটিউনস যেহেতু একটি সাইন্স, টেকনোলজি ও টেকনিক্যাল অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করার ক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল টিউন প্রকাশ করতে হয়। টেকনিক্যাল টিউন টপিক গুলো হল:

  1. সফটওয়্যার রিভিউ
  2. অ্যাপস রিভিউ
  3. ব্রাউজার এক্সটেনশন রিভিউ
  4. স্মার্টফোন রিভিউ
  5. গ্যাজেট রিভিউ
  6. গেমিং
  7. কনজিউমার ইলেক্ট্রনিক্স রিভিউ
  8. টিউটোরিয়াল
  9. পিসি হার্ডওয়্যার
  10. পিসি বিল্ডিং
  11. গ্রাফিক্স ডিজাইন
  12. ওয়েব ডিজাইন
  13. ফ্রিল্যান্সিং
  14. প্রোগ্রামিং
  15. কোডিং
  16. ডেটা অ্যানালেটিক্স
  17. ডেটাবেইস
  18. ডেটা সাইন্স
  19. ডিজিটাল মার্কেটিং
  20. সার্চ ইঞ্জিন মার্কেটিং
  21. সৌশল মার্কেটিং
  22. ই-কমার্স মার্কেটিং
  23. কন্টেন্ট মার্কেটিং
  24. ইউআই/ইউএক্স ডিজাইন
  25. লিনাক্স
  26. উবুন্তু
  27. ওপেন সোর্স
  28. কম্পিউটার নেটওয়ার্কিং
  29. ইথিক্যাল হ্যাকিং
  30. অফিস টুলস
  31. সাইবার সিকিউরিটি
  32. ট্রাবল স্যুটিং
  33. কম্পিউটার মেইনটেনেন্স
  34. কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং
  35. সফটওয়্যার ও অ্যাপ ডেভেলোপমেন্ট
  36. ওয়াইফাই
  37. মাইক্রোকন্ট্রোলার
  38. ডেভ অপস (Dev Ops)
  39. ক্লাউড ব্যাকআপ
  40. ক্লাউড ভিপিএস
  41. ওয়েব হোস্টিং
  42. ওয়েব পারফরমেন্স
  43. থ্রিডি প্রিন্টিং
  44. ভার্চুয়াল রিয়েটিলি
  45. অনলাইন বায়িং গাইড
  46. স্মার্ট হোম
  47. আইটি ম্যানেজমেন্ট
  48. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সি
  49. ক্রিপটো
  50. স্মার্ট কন্ট্রাক্ট (Smart Contract)
  51. সেল্ফ ড্রাইভিং টেকনোলজি
  52. অগমেন্টেড রিয়েলিটি
  53. রবোটিক্স
  54. ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স
  55. ইঞ্জিনিয়ারিং
  56. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
  57. ওয়েব ডেভেলোপমেন্ট
  58. ইনফরমেশন টেকনোলজি (আইটি)
  59. ক্লাউড ইঞ্জিনিয়ারিং
  60. ইথিক্যাল সৌশল ইঞ্জিনিয়ারিং
  61. প্রোফেশোনাল সাইবার সিকিউরিটি
  62. ইউটিউবিং
  63. ই-কমার্স ডেভেলোপমেন্ট
  64. টেক মার্কেটিং রিসার্চ
  65. সৌশল মিডিয়া ম্যানেজমেন্ট
  66. ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  67. ফটো এডিটিং
  68. ফুল স্ট্যাক ভেডেলোপমেন্ট
  69. টেক কোম্পানি কেস স্টার্ডি
  70. সিংগেল বোর্ড কম্পিউটার
  71. ইন্টারনেট অফ থিংক্স (আইওটি)
  72. প্রফেশনাল ব্লগিং
  73. অনলাইন মার্কেটিং
  74. অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং
  75. ইমেইল মার্কেটিং
  76. কপি রাইটিং
  77. গেম ডেভেলোপমেন্ট
  78. টেক ইনোভেশন
  79. ভিডিও এডিটিং
  80. অ্যানিমেশন
  81. ফটোগ্রাফি
  82. আর্কিটেকচারাল ডিজাইন
  83. থ্রিডি ডিজাইন
  84. ভিজুয়াল ডিজাইন
  85. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
  86. টেক বিজনেস
  87. স্টার্টআপ
  88. স্টার্টআপ ফান্ডিং
  89. স্টার্টআপ ইনভেস্টিং
  90. ইকুইটি ইনভেস্টিং
  91. ক্রাউড ফান্ডিং
  92. ভেঞ্চার ক্যাপিটাল
  93. এন্জেল ইনভেস্টিং
  94. ওয়েব থ্রী (Web 3)
  95. নন ফান্জেবল টোকেন (NFT)
  96. মেশিন লার্নিং (Machine Learning)
  97. জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার - জিপিটি (Generative Pre-trained Transformer - GPT)
  98. লার্জ ল্যাংগুয়েজ মডেল - এলএলএম (Large Language Model - LLM)
  99. জাভাস্ক্রিপ্ট (Javascript)
  100. টাইপস্ক্রিপ্ট (TypeScript)
  101. গো (Golang)
  102. রাস্ট (Rust)
  103. রিয়েক্ট জেএস (ReactJS)
  104. পি রিয়েক্ট জেএস (Preact JS)
  105. সোয়েল্ট জেএস (Svelte JS)
  106. ভিউ জেএস (Vue JS)
  107. সলিড জেএস (SolidJS)
  108. অ্যালপাইন জেএস (AlpineJS)
  109. লিট জেএস (Lit JS)
  110. রিয়েক্ট নেটিভ (React Native)
  111. নেক্সট জেএস (NextJS)
  112.  অ্যাস্ট্রো জেএস (Astro JS)
  113. এক্সপ্রেস জেএস (Express JS)
  114. লারাভেল (Laravel)
  115. জ্যাংগো (Django)
  116. ফায়ারবেস (Firebase)
  117. সুপাবেস (Supabase)
  118. রেস্ট এপিআই (REST API)
  119. গ্রাফ কিউএল (GraphQL)
  120. Remote Procedure Call (RPC)
  121. টেইলউইন্ড সিএসএস (Tailwind CSS)
  122. বুটস্ট্র্যাপ সিএসএস (Bootstrap CSS)
  123. ফিগমা (Figma)
  124. গিট (Git)
  125. ডার্ট (Dart)
  126. ফ্লাটার (Flutter)
  127. হিউগো (Hugo)
  128. জেকিল (Jekyll)
  129. ডকার (Docker)
  130. ডকার সোয়ার্ম (Docker Swarm)
  131. কুবারনেটিস (Kubernetes)

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করার ক্ষেত্রে আপনাকে এই টেকনিক্যাল টপিকের উপর টিউন প্রকাশ করতে হয়। তবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকনিক্যাল টিউন প্রকাশ করতে খেয়াল রাখতে হবে যে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে খুবই বেসিক লেভেলের, গতানুগতিক টেকনিক্যাল টিউন প্রকাশ করা যায় না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকনিকাল টিউন প্রকাশ করতে আপনার টেকনিক্যাল টিউন অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলের ও অ্যাডভান্সড লেভেলের টেকনিক্যাল টিউন হতে হয়।