Realme GT7 আসছে 7000mAh এর পাওয়ার হাউজ নিয়ে! ব্যাটারি Life নিয়ে আর চিন্তা নয়!

Realme তাদের নতুন চমক Realm GT7 নিয়ে আসছে, আর Realm GT7 এর Battery Capacity এবং Charging Speed সম্পর্কে রয়েছে কিছু অসাধারণ তথ্য। Realm GT7 ফোনটি Battery Backআপের দিক থেকে Market কাঁপাতে আসছে!

একটা নতুন ফোন কেনার আগে আমরা সবাই Battery Life নিয়ে কতোটা চিন্তিত থাকি। সারাদিন গেম খেলা, Video দেখা, Social Media-তে স্ক্রল করা – সব মিলিয়ে Battery যেন চোখের পলকেই শেষ হয়ে যায়। কিন্তু Realme GT7 সেই সমস্যার সমাধান করতে আসছে, এমনটাই মনে হচ্ছে।

Realme GT7 এর Battery ও Charging, পাওয়ারের ঝড়!

Realme GT7 আসছে 7000mAh এর পাওয়ার হাউজ নিয়ে! ব্যাটারি Life নিয়ে আর চিন্তা নয়!

গতকাল Realme তাদের Official ওয়েবসাইটে ঘোষণা করেছে যে তারা খুব শীঘ্রই GT7 লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি Dimensity 9400+ SoC (সিস্টেম অন চিপ) দ্বারা চালিত প্রথম Smartphone হতে চলেছে। এখন SoC কী, সেটা হয়তো অনেকেই জানেন। সহজ ভাষায় বলতে গেলে, এটা ফোনের প্রসেসর, যা ফোনের সবকিছু কন্ট্রোল করে।

তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, Company-র একজন Employee জানিয়েছেন যে GT7 100W Charging সাপোর্ট করবে। ভাবুন একবার, মাত্র কয়েক মিনিট চার্জ দিলেই আপনার ফোন ঘণ্টার পর ঘণ্টা চলবে! শুধু তাই নয়, ফোনটিতে 7, 000 mAh এর বিশাল Capacity-র Battery থাকবে। তার মানে, গেমার হোন বা মুভি লাভার, অথবা Social Media এডিক্ট – সবার জন্যই এই ফোনটি হতে পারে পারফেক্ট চয়েস। একবার ফুল চার্জ দিলে অনায়াসে দুই দিন পার করে দিতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি!

ডিসপ্লে ও অন্যান্য স্পেসিফিকেশন, ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হবে অন্যরকম!

Realme এখনও পর্যন্ত ফোনের বাকি Specs সম্পর্কে Officially কিছু জানায়নি। তবে টিপস্টার Digital Chat Station বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন, যা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না।

তাদের মতে, Realme GT7-এ থাকতে চলেছে 144Hz BOE Screen। এখন 144Hz Screen মানে কী? এর মানে হলো Screen-এ প্রতি সেকেন্ডে ১৪৪টি ছবি রিফ্রেশ হবে, যা আপনার Gaming এবং Video দেখার অভিজ্ঞতাকে আরও স্মুথ এবং প্রাণবন্ত করে তুলবে। এছাড়াও, ফোনটিতে Ultrasonic In-Display Fingerprint Scanner থাকার সম্ভাবনাও রয়েছে। এর ফলে Screen-এর উপরে হালকা টাচ করলেই ফোন আনলক হয়ে যাবে, যা সত্যিই খুব ফাস্ট এবং সিকিউর।

সফটওয়্যার ও ডিজাইন, দেখতে যেমন সুন্দর, চালাতেও তেমন স্মুথ!

DCS আরও জানিয়েছে যে Realme GT7 ColorOS-এর একটি Modified Version-এ চলবে। ColorOS হলো Realme ফোনের Operating System (Operating System)। যেহেতু এটি একটি Modified Version হবে, তাই আশা করা যায় এতে আরও কিছু নতুন Feature এবং Optimization (Optimization) থাকবে, যা User Experience-কে আরও উন্নত করবে।

ডিজাইনের ক্ষেত্রেও Realme GT7 বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। ফোনটির Thickness এবং Weight যথাক্রমে 8.3mm এবং 205g এর কম হবে। তার মানে, ফোনটি যেমন স্লিম হবে, তেমনই হাতে ধরে ব্যবহার করতেও বেশ কমফোর্টেবল (Comfortable) হবে।

মোটকথা, Realme GT7 Battery, Display, Design এবং পারফরম্যান্স – সব দিক থেকেই একটি পাওয়ারফুল প্যাকেজ হতে যাচ্ছে। তবে ফোনটির দাম কেমন হবে, সেটি এখন দেখার বিষয়। আশাকরি, Realme খুব শীঘ্রই ফোনটি লঞ্চ করবে এবং আমরা এর সবগুলো Feature সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 797 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস