গেমিং দুনিয়ায় নতুন ঝড়! AMD Radeon RX 9070 XT এবং RX 9070 এখন বাজারে!

গেমিং ভালোবাসেন, অথচ নতুন গ্রাফিক্স কার্ডের খবর রাখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। AMD তাদের নতুন গ্রাফিক্স কার্ড, Radeon RX 9070 Series, বাজারে লঞ্চ করেছে! 🥳

RDNA4 আর্কিটেকচারে গড়া নতুন গ্রাফিক্স কার্ড, যা গেমিংয়ের সংজ্ঞা বদলে দেবে!

Radeon Rx 9070 Series এই বছরের প্রথম Rdna4-Based Graphics Card, যা গেমিংয়ের অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আজকেই এর Official Release Date, মানে এখন এই Cardগুলো হাতের নাগালেই! Retailers রা তো রীতিমতো হল্লা করে জানাচ্ছে, তাদের Stock এ শত শত, এমনকি হাজার হাজার Card মজুত আছে। বুঝতেই পারছেন, Graphics Card এর জন্য আর হাহাকার করতে হবে না।

জানেন তো, AMD প্রথমে January মাসের শেষ দিকে Card গুলো Launch করার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আজকের দিনটিকে বেছে নেয়। শোনা যাচ্ছে, AMD নাকি Rdna4 Card গুলো অনেক আগে থেকেই Retailers দের কাছে Shipment করা শুরু করে দিয়েছিল। তাই Launch এর দিন এত Stock পাওয়া যাচ্ছে। 😉

RX 9070 XT নাকি RX 9070? কোনটা আপনার জন্য সেরা? 🤔

AMD আজ বাজারে এনেছে Radeon Rx 9070 Xt এবং Radeon Rx 9070 Card। মজার ব্যাপার হলো, দুটো Card এই একই Navi 48 Gpu এবং 16 Gb Gddr6 Memory ব্যবহার করা হয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? 🤔

পার্থক্যটা হলো Gpu Specs এবং Power Limitations এ। Rx 9070 Xt তে থাকছে 64 Rdna4 Compute Units এবং 4096 টা Stream Processors। যেখানে Non-Xt Model এ Core এর সংখ্যাটা একটু কম, 3584। Rx 9070 Xt Card গুলো 304 W থেকে 340 W Total Board Power এর সাথে পাওয়া যাবে। তবে হ্যাঁ, Custom Model এর ওপর Power Consumption টা নির্ভর করবে। আর Non-Xt Card গুলো সাধারণত 220-240 W এর মধ্যে পাওয়া যাবে।

আসুন, এক নজরে দেখে নেই বাজারে কোন কোন মডেল পাওয়া যাচ্ছে:

BrandModelRetailer
SapphireNitro+ AMD Radeon RX 9070 XT GamingNEWEGG
SapphirePure AMD Radeon RX 9070 XT Gaming OCNEWEGG
SapphirePulse AMD Radeon RX 9070AMAZON
SapphirePulse AMD Radeon RX 9070 XTAMAZON
SapphirePulse AMD Radeon RX 9070 XTNEWEGG
SapphireNitro+ AMD Radeon RX 9070AMAZON
XFXSwift AMD Radeon RX 9070XT Triple Fan WhiteAMAZON
XFXQuicksilver AMD Radeon RX 9070XT White Gaming EditionAMAZON
XFXMercury AMD Radeon RX 9070XT OC Gaming WhiteAMAZON
ASUSTUF Gaming Radeon RX 9070 XT OC EditionAMAZON
ASUSPRIME Gaming Radeon RX 9070 XT OC EditionAMAZON
ASUSPRIME Gaming Radeon RX 9070 XT OC EditionNEWEGG
ASROCKRX 9070 XT Steel LegendNEWEGG
GIGABYTERX 9070 XT GAMING OCNEWEGG
POWERCOLORRX 9070 XT REAPERNEWEGG
POWERCOLORRX 9070 XT RED DEVILNEWEGG
POWERCOLORRX 9070 XT HELLHOUNDNEWEGG
GIGABYTERX 9070 XT AORUS ELITENEWEGG
ASRockTaichi Radeon RX 9070 XT 16GB GDDR6NEWEGG

RTX 5070 Ti কে টেক্কা দিতে প্রস্তুত RX 9070 XT! 🥊

AMD বলছে, তাদের Radeon RX 9070 XT নাকি RTX 5070 Ti এর Performance Pange এর মধ্যেই থাকবে। শুধু তাই নয়, Review গুলো দেখে তো মনে হচ্ছে, OC Variant গুলো Performance ranking এ আরও ভালো করবে।

AMD শুধু Performance এই টেক্কা দিচ্ছে না, Price এর দিক থেকেও NVIDIA কে হারিয়ে দিয়েছে। NVIDIA এর থেকে প্রায় $150 কম দামে পাওয়া যাচ্ছে, আর Availability নিয়েও কোনো চিন্তা নেই। তাই যারা Graphics card কেনার কথা ভাবছেন, তারা AMD এর এই নতুন Card গুলো একবার যাচাই করে দেখতে পারেন।

SpecificationRadeon RX 9070 XTRadeon RX 9070GeForce RTX 5070 TiGeForce RTX 5070
Cores89606144--
Boost Clock~2.97 GHz~2.52 GHz~2.47 GHz~2.52 GHz
Memory16 GB GDDR616 GB GDDR616 GB GDDR712 GB GDDR7
Memory Bus256-bit256-bit256-bit192-bit
Memory Speed20 Gbps20 Gbps28 Gbps28 Gbps
Memory Bandwidth640 GB/s640 GB/s896 GB/s672 GB/s
Max Board Power304W220W300W250W
PCIe InterfacePCIe 5.0 x16PCIe 5.0 x16PCIe 5.0 x16PCIe 5.0 x16
MSRP$599$549$749$549
First AnnouncementJanuary 6January 6January 6January 6
Second AnnouncementFebruary 28February 28--
First ReviewsMarch 5March 5February 19March 4
Release DateMarch 6March 6February 20March 5

এই ছিল AMD এর নতুন Graphics Card নিয়ে আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না।

ততক্ষন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ! 🙏

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 742 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস