Galaxy A06 5G ফোনটি বাজারে আসার আগেই এর কিছু Specification লিক হয়ে যাওয়ায় টেক দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। Budget সেগমেন্টে Samsung কি নতুন কোনো চমক দিতে চলেছে? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক কী কী থাকতে পারে এই আপকামিং ফোনে।
Samsung এর বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, তারা খুব শীঘ্রই তাদের নতুন 5G ফোন আনতে চলেছে। আপনারা হয়তো জানেন, এর আগে August মাসে Samsung 4G-Only Galaxy A06 বাজারে এনেছিল। নতুন এই 5G Model টি ইতিমধ্যেই Certified এবং Benchmarked হয়েছে। টিপস্টারদের মাধ্যমে কিছু Specification ও জানা গিয়েছে।
Galaxy A06 5G তে থাকতে পারে 6.7-Inch HD+ LCD Screen, যার Refresh Rate হবে 90 Hz। তার মানে স্ক্রল করা বা গেম খেলার সময় বেশ স্মুথ একটা অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফোনটির মূল আকর্ষণ হতে যাচ্ছে এর MediaTek Dimensity 6300 SoC। এই প্রসেসরটি দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী হবে বলেই আশা করা যায়।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে যা যা থাকছে:
ফোনটি তিনটি আলাদা RAM ও Storage অপশনে পাওয়া যেতে পারে:
5000 mAh Battery এর সাথে 25W Wired Charging Support থাকবে। তার মানে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে যাবে।
সবচেয়ে মজার বিষয় হলো, ফোনটি Android 15 এবং One UI 7.0 Out of the Box নিয়ে আসবে। আর Samsung যেহেতু আপডেটের ব্যাপারে বেশ সিরিয়াস, তাই এই ফোনটি চারটি Android Updates এবং চার বছরের Security Updates পাবে।
ফোনটির আকার হতে পারে 163.3 x 77.3 x 8 Mm এবং ওজন 191g। তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে - Blue Black, Light Gray, এবং Light Green.
Samsung এর নতুন Galaxy A06 5G নিয়ে আপনার কী মতামত? টিউমেন্ট করে জানাতে ভুলবেন না!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 762 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।