Amazon এ মাত্র ৭০০ ডলারে পাওয়া যাবে Microsoft Surface Pro 7 Plus

সম্প্রতি দাম কমেছে Microsoft Surface Pro 7 Plus এর। ডিভাইসটি এখন Amazon এবং Best Buy এ পাওয়া যাচ্ছে সর্বনিম্ন দামে। মাত্র ৭০০ ডলারে এই ডিভাইসটি এখন পাওয়া যাবে, থাকবে Core i5 CPU, 8 GB RAM, এবং 128 GB SSD। দাম যেহেতু কমেছে সেহেতু আশা করা যায় সামনে Intel 12th gen CPU এর আরেকটি ট্যাবলেট আসতে পারে।

এর আগে Microsoft Surface Pro 7 Plus গত বছর ১০০০ ডলারে বাজারে বেইস কনফিগারেশনে ছাড়া হয়। বর্তমানে দাম কমানো হলেও থাকবে ব্ল্যাক টাইপ কাভার কিবোর্ড, 11th gen Intel CPU, 12.3-inch টাচস্ক্রীন, এবং ইন্টিগ্রেটেড USB-C পোর্ট। ল্যাটেস্ট মডেলের Surface Pro 8 ইতিমধ্যে বাজারে আছে এবং সেটিতেও একই 11th gen CPU ব্যবহৃত হয়েছে যা একই পারফরম্যান্স নিশ্চিত করবে।

রিভিউ অনুযায়ী ডিভাইসটি উইন্ডোজ ট্যাবলেটের মতই। হাই কোয়ালিটি আইপিএস ডিসপ্লে অভিজ্ঞতা পাওয়া গেছে, মেটাল চেসিস ডিজাইন ছিল দুর্দান্ত, কুলিং সিস্টেম ছিল যথেষ্ট সাইলেন্স। এই ডিভাইসটি USB C পোর্টের মাধ্যমে ডিসপ্লে পোর্টের সুবিধা পাওয়া যাবে। তবে এতে Thunderbolt সাপোর্ট থাকছে না যদিও এটা ৮ জিবি র‍্যামের একটা ট্যাবলেটের জন্য দুঃখজনক।

Microsoft Surface Pro 7 Plus বিক্রয় Intel এর 12th gen Alder Lake-U সিরিজের সাথে শুরু হয়েছে। যেহেতু Surface Pro সিরিজের ২০২২ ভার্সন এখনো রিলিজ করা হয়নি এবং আগামী কয়েক মাস বা সপ্তাহের মধ্যে রিলিজ হবে সেহেতু রিটেইলাররা আগের ভার্সন গুলো সেল করতে পারলেই বাঁচে।

-
টেকটিউনস টেকবুম - ২৫ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস