G11 ডিভাইসের প্লাস ভার্সন নিয়ে আসার প্ল্যান করছে নোকিয়া

সম্প্রতি জানা গেছে  Nokia, G11 ফোনের আপগ্রেড ভার্সন নিয়ে আসছে শীগ্রই। আমরা জানি Nokia ইতিমধ্যে বাজারে ২০২২ সালের অন্যতম সাশ্রয়ী ফোন হিসেবে তাদের G11 লঞ্চ করেছে। রিউমার আছে HMD Global, ব্র‍্যান্ড বাজারে একই ডিভাইসের Plus ভার্সন নিয়ে আসার প্ল্যান করছে। জানা গেছে নতুন ভার্সনের র‍্যামকে আরও আপগ্রেড করা হবে এবং আরও সফটওয়্যার সাপোর্ট দেয়া হবে। HMD Global তাদের নতুন ভার্সনের দাম কিছুটা বাড়াতে পারে। মডেলটি নাম হতে পারে G11+।

”HMD Global Nokia G11 Plus” শিরোনামের একটি Geekbench লিক হওয়াই নতুন এই ফোন নিয়ে গুজব উঠেছে। তথ্য বলছে এটিতে Unisoc T606 (1.61GHz এ 8 কোরের একটি ARM প্রসেসর) এর মতোই একই SoC স্পেস রয়েছে। এবং এখানে Android 12 ব্যবহার করা হবে যেখানে G11 ফোনে ১১ ব্যবহৃত হয়েছিল। G11+ এ থাকবে ৪ জিবি র‍্যাম সেখানে আগের ভার্সনে ছিল ৩ জিবি। নতুন ভার্সনে Android 14 পর্যন্ত আপডেট দেয়া যেতে পারে৷

যেহেতু ইতিমধ্যে G21 ফোনে ৪ জিবি র‍্যাম ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং একই কনফিগারেশন রয়েছে সেহেতু G11+ এর দাম নির্ধারণে Nokia এর আরও সতর্ক হওয়া হতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ২৫ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস