Realme C30 হতে যাচ্ছে কোম্পানির সব চেয়ে সস্তা ফোন

Realme এখনো একটি রাইজিং কোম্পানি তারপরেও সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে বড় বড় ফোন কোম্পানি গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ বছরের প্রথম কোয়ার্টারের কোম্পানিটি ইউরোপীয় মার্কেটে চতুর্থ স্থান অর্জন করেছে। প্রতিনিয়ত নতুন নতুন মডেল রিলিজ করে মার্কেটে জায়গা করে নিচ্ছে, এর মধ্যে Realme C30 একটি।

Realme C30 খুব তাড়াতাড়ি ভারতে আসতে যাচ্ছে। সম্প্রতি একটি মাধ্যম থেকে Realme C30 সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেছে। তথ্যমতে Realme C30 ফোনটিতে থাকবে 6.6-inch Full HD + স্ক্রিন, UNISOC চিপসেট, 2/3 GB র‍্যাম এবং 32/64 GB ইন্টারনাল মেমোরি।

Realme C30 ফোনটিতে দেয়া হয়েছে 5, 000mAh ব্যাটারি, 10W চার্জিং, 5MP সেলফি ক্যামেরা। ফোনটি থিকনেস হচ্ছে 8.48 mm এবং ওয়েট 181 গ্রাম। ফোনটি আসবে Black, Blue এবং Green কালারে। ফোনটি হতে চলেছে কোম্পানির সবচেয়ে এক্সেসযোগ্য ফোন। পাওয়া যাবে ৯০ ডলারে। সামনে কয়েক সপ্তাহের মধ্যে ফোনটি সম্পর্কে বিস্তারিত আসতে পারে৷

পরিসংখ্যান বলছে এই বছরের প্রথম তিন কোয়ার্টারে Realme এক মাত্র কোম্পানি যাদের সেলস এবং মার্কেট শেয়ার ইউরোপীয় মার্কেটে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া সব কোম্পানির সেলসই কমেছে। সবমিলিয়ে শেষ দিকে ইউরোপীয় মার্কেটে ফোন সেলস ১০% ড্রপ করেছে।

বছরের শেষ দিকে ইউরোপ মার্কেটে মোট ফোন সেল হয়েছিল ৪১.৭ মিলিয়ন শুরুতে সেটা ছিল ৪৬.৪ মিলিয়নে। সেলস কমার অন্যতম কারণ রাশিয়া ও ইউক্রেন মার্কেট, যেখানে উল্লেখযোগ্য সেলস হ্রাস পেয়েছে।

এখন পর্যন্ত মার্কেট লিডার Samsung, যারা ১৪.৬ মিলিয়ন ফোন সেলস করেছে, ৯% ড্রপ করলেও এটি ৩৫% মার্কেট দখল করে আছে। অন্যদিকে ৮.৯ দিকে মিলিয়ন সেল করে দ্বিতীয় অবস্থানে আছে Apple, প্রথম দিকে তাদের ড্রপ ছিল ১০% পরবর্তীতে আবার ১% বেড়েছে। সেলস আগের তুলনায় ২২% ড্রপ করলেও Xiaomi, তৃতীয় অবস্থানে আছে।

সেরা পাঁচ এ আছে Realme এবং Oppo, । আগের তুলনায় তাদের সেলস বেড়েছে প্রায় ১৭৭%। তারা Xiami এর ৮.২ মিলিয়নের বিপরীতে ২.১ মিলিয়ন ফোন বিক্রি করেছে। বর্তমানে ফোন মার্কেটের ৭৬% দখল করে আছে Samsung, Apple এবং Xiaomi

বলাই যায় বড় বড় মার্কেট লিডারদের তুলনায় এই মুহূর্তে Realme এর সেলস উপরের দিকে। অবস্থানের দিক থেকে পিছিয়ে থাকতেই পারে কারণ তারা এখনো Samsung, Apple এর মত অবস্থানে যেতে পারে নি তবে ইউরোপীয় মার্কেটে তাদের গ্রোথ ছিল চোখে পড়ার মত।

-
টেকটিউনস টেকবুম -১১ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস