অধিকাংশ Android 12 স্মার্টফোনে আসছে Material You ফিচার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গুগল সম্প্রতি Material You নিয়ে দারুণ ঘোষণা দিয়েছে! যেখানে ফিচারটি আগে শুধুমাত্র Pixel এবং কিছু নির্দিষ্ট Samsung ফোনে এভেইলেবল ছিল, সেখানে জানা গেছে ভবিষ্যতে অন্য ব্র্যান্ডের ফোন গুলাতেও এই ফিচারটি আনা হবে। ইতিমধ্যে একাধিক ব্র্যান্ড এই ডাইনামিক থিম ফিচারের ব্যাপারে নিশ্চিত করেছে।

অফিসিয়াল Android Developers এর একটি post এ Google ঘোষণা করেছে Material You ফিচারটি তারা শুধু মাত্র Pixel ফোনে সীমাবদ্ধ না রেখে অন্য স্মার্টফোন গুলোতেও নিয়ে আসবে। গুগল জানিয়েছে, আমরা এটা ঘোষণা করে আনন্দিত যে, Material You, বিশেষ করে ডাইনামিক কালার, খুব তাড়াতাড়ি বিশ্বব্যাপী আরও Android 12 অপারেটিং সিস্টেমে লঞ্চ করতে যাচ্ছি। Samsung, OnePlus, Oppo, Vivo, realme, Xiaomi, Tecno, সহ আরও অনেক ফোনে এই ফিচারটি নিয়ে আসা হবে।

উল্লেখিত ব্র্যান্ডের ফোন গুলোতে ফিচারটি লঞ্চ করা হবে তবে কবে নাগাদ হবে এটা জানা যায় নি। আরও জানা যায় এই ফিচারটি কেবল Android 12 চালিত নির্দিষ্ট কিছু স্মার্টফোনেই কাজ করবে।

বর্তমানে পাঁচটি স্মার্টফোনে এই ফিচারটি পাওয়া যায়। Material You ফিচারটি কাজ করে এমন কিছু ফোনের নাম উল্লেখ করলে বলতে হবে, Samsung Galaxy S22, OnePlus 9 Pro, OPPO Find X3 Pro, Vivo iQOO 7 Legend, Xiaomi Mi 11। গুগল আরও নিশ্চিত করেছে Samsung এর আপকামিং সকল ফ্ল্যাগ-শিপ ফোনে এই ফিচারটি থাকবে।

Material You এমন একটি ফিচার যেখানে ইউজাররা বিভিন্ন কালারের থিম দিয়ে তাদের স্মার্টফোন পারসোনালাইজ করতে পারে৷ Material You এমন একটি ফিচার যা আপনার ফোনের ওয়ালপেপার থেকে কালার নিয়ে সেটা ওভারঅল থিমে এপ্লাই করবে। সুতরাং এই ফিচারটির মাধ্যমে ওয়ালপেপারের কালারেই মেনু আইকন, ভলিউম স্লাইডার এর কালার পরিবর্তন হবে। বলা যায় এখানে আছে পুরো ফোনের কালার পারসোনালাইজের ব্যবস্থা।

বলার অপেক্ষা রাখে না অ্যান্ড্রয়েড লাভার এবং Android 12 স্মার্টফোন ইউজারদের জন্য এটা একটা দারুণ খবর। চমৎকার এই ফিচারটি শুধু Pixel ফোনেই থাকবে না আসতে যাচ্ছে বেশ কিছু ফোনে।

-
টেকটিউনস টেকবুম - ১২ মার্চ ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস