উইন্ডোজ সেট আপ করার সময়ই ফোনকে কানেক্ট করে ফেলা যাবে পিসিতে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Windows 11 এ আসছে নতুন Android Pairing ফিচার। যা পিসির সাথে অ্যান্ড্রয়েড ফোনকে আরও দ্রুত কানেক্ট হতে সাহায্য করবে। উইন্ডোজ সেটআপ এর সময় ইউজার তার ফোনটিকে পিসির সাথে কানেক্ট করে ফেলতে পারবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সেটআপ প্রসেসকে "Out of Box Experience" (OOBE) বলা হয়। মাইক্রোসফট এই OOBE তে যুক্ত করবে Pairing ফিচার যার মাধ্যমে ইউজাররা ডেক্সটপ ওপেন হবার আগেই তাদের ফোনকে পিসির সাথে এড করতে পারবে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের Windows Insider Blog এ Insider Preview Build 22567 সম্পর্কে বলতে গিয়ে এই ফিচারটি সম্পর্কে জানিয়েছে। আরও জানা গেছে এই ভার্সনে থাকবে কার্বন ফ্রেন্ডলি উইন্ডোজ আপডেট এবং আরও সহজে Microsoft 365 সাবস্ক্রিপশন ম্যানেজের ব্যবস্থা।

মাইক্রোসফট জানিয়েছে, ফিচারটির মাধ্যমে ইউজার তাৎক্ষনিক ফোনের সব কিছুতে এক্সেস নিতে পারবে। বারবার ফোনের দিকে নজর না দিয়েই মাউস এবং কিবোর্ড দিয়ে পিসির মাধ্যমে ইউজার অ্যাপ ব্যবহার করতে পারবে, পারবে টেক্সট এবং কল করতে।

এখনো ফিচারটি সবার জন্য এভেইলেবল নয়, তবে ইউজার চাইলে ইনসিডার এর Dev চ্যানেলের মাধ্যমে ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল দিয়ে ফিচারটি ব্যবহার করতে পারেন।

বলতে গেলে এই আপডেট অনেক বড় কোন আপডেট নয় তবে এ থেকে সহজেই বুঝা যায়, মাইক্রোসফট তার ইউজারদের এন্ড্রয়েড এর সাথে আরও ভাল ভাবে সংযুক্ত করতে চাচ্ছে। হয়তো দুটি অপারেটিং সিস্টেমে Pairing এর ক্ষেত্রে বড় পরিকল্পনা করছে।

ইতিমধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Phone নামে একটি অ্যাপ আছে যার মাধ্যমে ফোনকে পিসির সাথে কানেক্ট করা যায়। সেক্ষেত্রে আপনার Samsung ফোন না থাকলে সেটা দিয়ে মেসেজ সেন্ড করা আর ছবিতে এক্সেস নেয়া ছাড়া কিছুই করা যায় না।

মাইক্রোসফট, OOBE এর মধ্যে এন্ড্রয়েড ফোন Pairing কে সামনে রেখেছে। যেটা 365 Subscription সার্ভিসের ক্ষেত্রেও আছে। যেখানে উইন্ডোজ সেটআপ এর সময়ই 365 সাবস্ক্রিপশন এর প্ল্যান গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মাইক্রোসফ্ট কেন এই ফিচারটিকে গুরুত্ব দিচ্ছে? এর কয়েকটা কারণ হতে পারে। সম্ভবত তারা আরও ফোন মডেলে Windows 11 এর অ্যাপ ব্রডকাস্টিং ফিচার দিতে চায় অথবা আসল মালিক নিশ্চিত করতে  Two Factor Authentication ব্যবস্থাকে কাজে লাগাতে চায়।

বলা যায় খুব তাড়াতাড়ি এমন ফিচার আসছে যেখানে আপনি উইন্ডোজ সেট আপ করার সময়ই ফোনকে Pair করতে পারবেন।

-
টেকটিউনস টেকবুম - ১২ মার্চ ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস