প্রি-অর্ডরে নতুন রেকর্ড তৈরি করেছে Samsung Galaxy S21

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

জানা গেছে Samsung Galaxy S21 সিরিজ এর প্রি-অর্ডরে নতুন রেকর্ড তৈরি করেছে যুক্তরাজ্যে।

Samsung Galaxy S21 ছিল গত কয়েক বছরের অন্যতম একটি প্রত্যাশিত স্মার্টফোন। ফোনটির হাইপ তৈরির জন্য দুর্দান্ত কাজ করেছে Samsung। ইতিমধ্যে অনেক গুলো রিভিউও প্রকাশ পেয়েছে। সব কিছু বিবেচনা করে বলা যায় ফোনটির হাইপ প্রত্যাশার তুলনায় অনেক বেশিই ছিল।

SamMobile এর রিপোর্ট অনুযায়ী, Samsung কোম্পানি জানিয়েছে যে ফোনটি যুক্তরাজ্যে প্রি-অর্ডার এর নতুন রেকর্ড তৈরি করেছে। তার মানে বলা Samsung Galaxy S21 সিরিজ ডিভাইস হাত পেতে ঝাঁপিয়ে পড়ছে Samsung ভক্তরা।

Samsung বলেছে, Galaxy S 21 সিরিজটি প্রি-অর্ডার এর ক্ষেত্রে, Galaxy S 10 এবং Galaxy S 20 উভয় ফোনকে ছাড়িয়ে গেছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যুক্তরাজ্যের প্রি-অর্ডার সাফল্যের ৫০ শতাংশের বেশি ছিল Galaxy S 21 Ultra ফোন। যদিও এই ফোনটি বেস মডেল Galaxy S21 এর চেয়ে কিছুটা বেশি ব্যয়বহুল ছিল তারপরেও এই ফোনটি ইউজাররা বেশি চাচ্ছে। কারণ হতে পারে দামের সাথে সাথে ফিচার গুলো বেশি আকর্ষণীয়।

Samsung তার শীর্ষস্থানীয় মডেলের বর্ধিত সাফল্যের কারণ হিসাবে " উদ্ভাবন" কে উল্লেখ করেছে। বলা যায় Samsung এর হাতে দুর্দান্ত কিছু ফ্ল্যাগ-শিপ স্মার্টফোন রয়েছে এবং গ্রাহকরাও ফোন গুলোর ব্যাপারে দারুণ আগ্রহী।

লোকেরা কেন Galaxy S 21 Ultra ফোনে বেশি ভিড় করছে? এর উত্তর হল, সব গুলো Galaxy S 21 ডিভাইসে সলিড যন্ত্রাংশ থাকলেও, Ultra তে রয়েছে স্পেশাল কিছু৷

Galaxy S 21 Ultra ফোনটিতে দেয়া হয়েছে ফ্ল্যাগ-শিপ স্মার্টফোনের অন্যতম শক্তিশালী ক্যামেরা। যাতে ইউজার পাবে f/1.8 aperture এর একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকবে একটি 10 ​​মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এবং একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড শ্যুটার। বলা যায় এই মুহূর্তে এমন ক্যামেরা সেটআপ খুঁজে পাওয়া কষ্টকর।

ফোনটিতে আরও থাকবে 1440x3200 রেজুলেশনের 6.8-inch, 120Hz ডিসপ্লে। ডিসপ্লেতে একই সাথে HDR10+ ও সাপোর্ট করবে। ফোনটিতে দেয়া হবে Corning Gorilla Glass।

এখন পর্যন্ত জানা গেছে ফোনটির যুক্তরাজ্য ভার্সনে থাকবে Exynos 2100 প্রসেসর। চীন ও যুক্তরাষ্ট্রের ভার্সন গুলোতে দেয়া হবে সমপরিমাণ Snapdragon 888 প্রসেসর। সব মিলিয়ে একটা হাই-এন্ড ফ্ল্যাগ-শিপ ফোনে যা থাকার কথা সব দেয়া হবে ফোনটিতে।

-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস