Microsoft Teams এ আসছে Gallery View এবং Together Mode

রিমোট ওয়ার্কিং অভিজ্ঞতাকে দুর্দান্ত করতে মাইক্রোসফট, তাদের Microsoft Teams, অ্যাপে নিয়ে আসছে একাধিক দারুণ ফিচার। এখন গেছে মাইক্রোসফট, তাদের Teams অ্যাপের ওয়েব ভার্সনে নিয়ে আসছে Gallery View এবং Together Mode।

করোনা মহামারী এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বের অধিকাংশ কোম্পানি তাদের যাবতীয় ব্যবসায়ীক কাজ করছে অনলাইনে। ইন-পারসন মিটিং আর অনলাইন মিটিং এর মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। অনলাইন মিটিং এ মানুষ আগের মত তাদের মনে ভাব প্রকাশ করতে পারছে না। আর আনলাইনে মিটিং কে আরও কার্যকর করতে শ্রম দিয়ে যাচ্ছে মাইক্রোসফট

নতুন এই ফিচারের কথা জানা গেছে Microsoft 365 Roadmap এর মাধ্যমে। মাইক্রোসফটের রোডম্যাপ এমন একটি ব্যবস্থা যেখানে ইউজাররা আগেই যেকোনো প্রোডাক্টের বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা লাভ করতে পারে। মাইক্রোসফটের প্রায় সকল প্রোডাক্টের জন্যই রোডম্যাপ রয়েছে।

নতুন এই ফিচারটি বর্ণনায় রোডম্যাপ থেকে জানা গেছে, ইউজাররা মিটিং করার সময় ক্রোম এবং Edge ব্রাউজারে তাদের লেআউট Together Mode এবং Gallery View এ পরিবর্তিত করতে পারবে। Together Mode মুডে সবার ওয়েবক্যাম সিন এক দৃশ্যে নিয়ে আসা হবে এবং Gallery View এ ৪৯ জনকে এক সাথে দেখা যাবে।

এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হল মাইক্রোসফট কেবল দুটি ব্রাউজারের কথা উল্লেখ করেছে। যেহেতু Microsoft Edge এবং Chrome উভয়ই ক্রোমিয়াম ব্রাউজার সুতরাং ধারণা করা যায় ডেভেলপাররা হয়তো ক্রোমিয়াম ব্রাউজার গুলোর জন্যই এই ফিচারটি ডেভেলপ করেছে।

কিছু দিন আগে মাইক্রোসফট  ঘোষণা দেয় Microsoft Teams, এ আসতে যাচ্ছে লাইভ রিয়েকশন ফিচার। মাইক্রোসফট LinekdIn এর মধ্যে প্রথম এই ফিচারটির ঘোষণা দেন। মাইক্রোসফট রিমোট এনভায়রনমেন্টে এমন ফিচার নিয়ে আসতে চাইছে যা আগে কেউ আনে নি।

এছাড়াও ২০২১ সালে মাইক্রোসফট নিয়ে এসেছে একাধিক ফিচার, প্রথমত,  Microsoft Teams, আপ্রোভাল সিস্টেমকে পুনর্নির্মাণ করেছে। এখন আপনি Teams hub এর মধ্যে  অনুমোদনের জন্য বলতে পারেন যাতে আপনার কাজ চালিয়ে যাওয়ার আগে, আপনার সহকর্মীদের কাছ থেকে দ্রুত অনুমোদন বা সম্মতি  পান।

Microsoft Teams, অফলাইন চ্যাট মেসেজ ফিচার পেয়েছে। ইউজার, ইন্টারনেট সংযোগ চলে গেলেও এখন কনভারসেশনে মেসেজ দিয়ে রাখতে পারবেন এবং কানেকশন ফিরে এলে আগের প্রেরিত মেসেজ সেন্ড হয়ে যাবে।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস