টুইটার নিয়ে আসছে নিউজলেটার ফিচার

Revue কে কিনে নেবার পর টুইটার তার প্ল্যাটফর্মে নিউজলেটার ফিচার নিয়ে আসছে।

নিউজলেটার সাবস্ক্রিপশন পরিষেবা Revue অর্জনের মাত্র কয়েক দিন পরে, টুইটার এই অধিগ্রহণকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এর অর্থ হল আপনি সম্পূর্ণ নতুন উপায়ে আপনার ফলোয়ারদের কাছে নিউজলেটারের মাধ্যমে পৌঁছাতে পারবেন।

অন্যতম টেক ব্লগার Jane Manchun Wong এর মতে টুইটার ইতিমধ্যে তার ওয়েবসাইটের মধ্যে নিউজলেটার ইন্টেগ্রেট করা শুরু করেছে। অধিগ্রহণের মাত্র দুদিন পরই টুইটার ইমেইল নিউজলেটার সাবস্ক্রিপশন তৈরি পরিচালনা করা শুরু করে দিয়েছে।

https://twitter.com/wongmjane/status/1354566871740162049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1354566871740162049%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.makeuseof.com%2Ftwitter-adds-newsletters-revue-acquisition%2F

Jane Manchun Wong এর প্রথম টুইটারে দেখা যায় টুইটার Revue অভিজ্ঞতা অর্জনের জন্য একটি ফলোয়ারদের শো করছে। অডিয়েন্সদের কাছে ভিন্ন ভাবে পৌঁছাতে আহবান করছে৷

জানা গেছে Revue টুইটারে একাধিক ফিচার নিয়ে আসতে চলেছে, নিউজলেটার শিডিউল এবং ক্রিয়েট করা যাবে, টুইটের সাথে Embed করা যাবে, এবং ফলোয়ারদের মাধ্যমে অর্থও উপার্জন করা যাবে৷ সম্ভবত Newsletters ফিচারটি সাইডবারে অবস্থান করবে। Bookmarks, Moments, Twitter Ads, এর পাশাপাশি থাকবে৷

বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া গুলো দ্রুত চলছে এবং তাদের অডিয়েন্স কতটা বিশাল তা নিয়ে তো প্রশ্নই নেই। আর এই জন্যই অধিকাংশ সোশ্যাল মিডিয়া মিশে যাচ্ছে নিউজ সার্ভিসের সাথে।

২৫ শে জানুয়ারী, টুইটার জাল সংবাদগুলিতে ডিটেক্ট করার জন্য একটি সম্প্রদায়ভিত্তিক Birdwatch চালু করে। যা প্ল্যাটফর্মটিকে ভুল তথ্যযুক্ত বা সম্ভাব্য বিভ্রান্তকারী তথ্য সনাক্ত করতে ইউজারদের সাহায্য করে।

একই সাথে  ফেসবুক, নিউজ কনটেন্টকে বিভিন্ন উপায়ে পরিচালনা করছে। অ্যাপটি প্রথম ২০১৮ সালে একটি নিউজ ট্যাবও চালু করার চেষ্টা করেছিল। পরবর্তীতে অ্যালগরিদমের কিছু সমস্যা সমাধানের জন্য ফিচারটি অস্থায়ীভাবে অপসারণ করতে হয়েছিল। তবে খুব তাড়াতাড়ি ফেসবুক এর এই ফিচারটি আসতে চলেছে। ইতিমধ্যে কিছু দেশে এই সার্ভিসটি পরিক্ষামুলক পাবে চালু করেছিল ফেসবুক।

টুইটারে Revue ইন্টিগ্রেটেড নিউজ লেটার সার্ভিসটি মনে হচ্ছে না সকল ইউজারদের জন্য এভেইলেবল করা হবে। ধারণা করা যায় যাদের টুইটারে প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তারাই এই ফিচারটি পেতে যাচ্ছে। তবে যেহেতু অফিসিয়াল কোন ঘোষণা আসে নি সুতরাং এই ধারণাটি ভুলও হতে পারে।

এখন কবে নাগাত টুইটার অফিসিয়ালি এই ফিচারটি লঞ্চ করে এবং কি কি সুবিধা থাকছে টুইটারের এই নিউজলেটার সার্ভিসে এটিই এখন দেখার বিষয়।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জানুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস