YouTube এ যুক্ত হচ্ছে TikTok এর মত ফিচার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

YouTube সোমবার ঘোষণা করেছে, তারা  YouTube Shorts নামে নতুন ফিচার যুক্ত করেছে। YouTube জানায় এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা এবং আর্টিস্ট রা তাদের ফোন ব্যবহার করে স্বল্প দৈর্ঘ্য ভিডিও তৈরি করতে পারবে।

The Information এর রিপোর্ট বলছে, ভিডিওগুলি ১৫ সেকেন্ড বা তার চেয়ে কম হবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ক্লিপগুলি এক সাথে মার্জও করতে পারবে। একই ভাবে TikTok এর মত এখানে ভিডিওতে যুক্ত করতে পারবে আলাদা মিউজিকও। তবে ব্যাপারে YouTube এখনো কিছু জানায় নি।

ফিচারটি পরীক্ষার জন্য এই সপ্তাহে ভারতে বিটা ভার্সনে রিলিজ পাবে YouTube Shorts। এর আগে জাতীয় সুরক্ষা উদ্বেগের কথা উল্লেখ করে জুনে চীন ভিত্তিক সংস্থাগুলির মালিকানাধীন TikTok এর পাশাপাশি কয়েক ডজন অন্যান্য অ্যাপকে ভারত নিষিদ্ধ করেছিল ভারত।

TikTok যখন  Oracle এর সাথে পার্টনারশিপ করেছে তখনই এই ধরনের ফিচারের খবর পাওয়া যায়।

TikTok এর অংশ নিতে আগ্রহী এমন বেশ কয়েকটি সংস্থার মধ্যে গুগলের মূল সংস্থা Alphabet ও ছিল। তবে TikTok বর্তমানে গুগলের ক্লাউড-কম্পিউটিং সফটওয়্যারটিতেই চলছে।

YouTube একমাত্র টেক কোম্পানি নয় যারা TikTok এর প্রতিদ্বন্দ্বী চালু করেছে গত আগস্ট মাসের শুরুতে ফেসবুক নিজস্ব Instagram Reels ও নিয়ে এসেছিল।

একই সাথে Snapchat গত মাসে একটি নতুন ফিচার চালু করেছে যা দিয়ে ব্যবহারকারীরা জনপ্রিয় গানের সাথে নিজেদের ভিডিও প্রকাশ করতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ১৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস