Honor নিয়ে আসছে নতুন MagicBook Pro ল্যাপটপ এবং Honor Pad 6 ট্যাবলেট

Honor সম্প্রতি ঘোষণা করেছে তাদের নতুন ল্যাপটপ MagicBook Pro এর। একই সাথে আপডেট করেছে MagicBook 14 এবং MagicBook 15 এর হার্ডওয়্যার।

সম্প্রতি IFA 2020 ইভেন্টে Honor তাদের MagicBook 14 এবং MagicBook 15 ভার্সন গুলো আপডেট করার পাশাপাশি ঘোষণা দিয়েছে আরও একটি ল্যাপটপ এবং ট্যাবলেটের। ল্যাপটপের নাম দেয়া হয়েছে Honor MagicBook Pro এবং ট্যাবলেটের নাম Honor Pad 6

MagicBook Pro এ দেয়া হয়েছে ১০০% sRGB ডিসপ্লে। যা বর্তমান বাজারে সব চেয়ে কালারফুল ডিসপ্লে। যাতে দেয়া হয়েছে  Flick-Free Display প্রযুক্তি যা ইউজারের চোখকে রক্ষা করতে সাহায্য করবে।

MagicBook Pro ল্যাপটপ এসেছে 16.1-inch FHD FullView ডিসপ্লে নিয়ে Bezel এর সাইজ মাত্র 4.9mm। Bezel একদম কম থাকায় এতে রাখা হয়েছে একটি Pop-up ক্যামেরা। যা F7 চেপে ওপেন করা যায়।

পারফরম্যান্স এর জন্য এতে দেয়া হয়েছে AMD Ryzen 5 4600H Processor, 512GB SSD, সাথে 16GB DDR4 RAM। Honor দাবী করছে MagicBook Pro এ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় ১১ ঘণ্টার মত। এতে দেয়া হয়েছে 56W ব্যাটারি সাথে Ultra-fast Charger। যা মাত্র ৩০ মিনিটে অর্ধেক চার্জ করে ফেলতে পারবে ডিভাইসটিকে। ল্যাপটপটির ওজন 1.7kg এবং এটি 16.9mm পাতলা।

ল্যাপটপে মিউজিকের জন্য দেয়া হয়েছে ডুয়েল স্পিকার সেটআপ। যা তৈরি করতে পারবে 5.1 অথবা 7.1 Surround Sound।

MagicBook Pro এ দেয়া হয়েছে দারুণ এক ফিচার যার মাধ্যমে এর সাথে যুক্ত করা যাবে Honor স্মার্ট-ফোন।

Honor দাবী করেছে এর বিল্ড-ইন গ্রাফিক্স দিয়ে খেলা যাবে ভিডিও গেম। এতে আলাদা কার্ড যুক্ত করা যাবে না। এতে ব্যবহার করা হয়েছে Vega GPU।

ল্যাপটপটি সেপ্টেম্বরের মাধ্যমে ইউরোপীয় বাজারে আসতে যাচ্ছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৬০ ডলার।

Honor এর MagicBook series এর বয়স মাত্র ৬ মাস হয়েছে তারপরেও তারা এনেছে ডিভাইস গুলোর হার্ডওয়্যার আপডেট। Honor তাদের এর পরবর্তী MagicBook 14 এবং MagicBook 15 এ দিচ্ছে AMD Ryzen 4600H প্রসেসর।

MagicBook 14 এবং MagicBook 15 এর মধ্যে আরও এড করা হবে 512GB SSD স্টোরেজ। MagicBook Pro ডিভাইসে sRGB স্ক্রিন থাকলেও, MagicBook 14 এবং MagicBook 15 গুলোতে থাকবে FHD স্ক্রিন।

MagicBook 14  এর আপডেট ভার্সন ইউরোপীয় বাজারে আসবে সেপ্টেম্বরের মধ্যে দাম নির্ধারণ করা হয়েছে ৮৮০ ডলার। একই সাথে এবং MagicBook 15 বাজারে আসবে অক্টোবরের দিকে মূল্য হবে ৮২৫ ডলার।

Honor ঘোষণা করেছে একটি নতুন ট্যাবলেট Honor Pad 6। দেয়া হয়েছে 10.1-inch স্ক্রিন। এর ওজন 460g এবং এর বডি তৈরি করা হয়েছে Sturdy Aluminum দিয়ে।

Honor Pad 6 এ দেয়া হয়েছে Kirin 710A Processor সাথে আছে 3GB RAM এবং 32GB storage একই সাথে এর 4GB RAM, 64GB  Storage কনফিগারেশনও আছে। Honor Pad 6 এর একটি 4G ভার্সনও আছে এবং Wifi ভার্সনও আছে। এতে আছে ebook মুড যা দিয়ে আরামদায়ক ভাবে বই পড়া যাবে।

ইতিমধ্যে US, UK, Europe এবং Asia এর বাজার গুলোতে বেশ সাড়া ফেলেছে Honor এর ল্যাপটপ গুলো। আশা করা যায় নতুন ল্যাপটপ গুলোও সামনে গ্রাহকদের চাহিদা ধরে রাখতে পারবে।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস