Honor প্রকাশ করেছে তাদের দারুণ স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্রx200d্যাকার

IFA 2020 ইভেন্টে Honor প্রকাশ করেছে তাদের দারুণ স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র‍্যাকার।

Huawei এর সাব-ব্র্যান্ড Honor তার স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র‍্যাকার গুলো দিয়ে আস্তে আস্তে Wearable মার্কেটে প্রবেশ করছে।

সম্প্রতি IFA 2020 ইভেন্টে Honor ঘোষণা করেছে তাদের নতুন Honor Watch GS Pro স্মার্ট ওয়াচ এবং Honor Watch ES ফিটনেস ট্র‍্যাকার।

Honor এর আগের স্মার্ট ওয়াচ গুলো তৈরি করা হয়েছে সাধারণ ব্যবহারের জন্য এবং কিছু স্পোর্টস ইউজের জন্য কিন্তু তাদের Honor Watch GS Pro নতুন স্মার্ট ওয়াচে বিষয় গুলো আরও বর্ধিত করা হয়েছে।

Honor Watch GS Pro স্মার্ট ওয়াচটিতে রাখা হয়েছে ১০০ এর বেশি ওয়ার্ক-আউট মুড।

Honor Watch GS Pro, সর্বোচ্চ 70°C এবং সর্বনিম্ন -40°C তাপমাত্রা সহ্য করতে পারে। এতে রাখা হয়েছে MIL-STD-810G Standard যাতে আছে Water Resistance, Dust Ingress, Salt Ingress, Vibration, এবং Shock এর মত মোট ১৪ টি প্রতিরোধ ব্যবস্থা।

Honor Watch GS Pro এ দেয়া হয়েছে 1.39-inch AMOLED ডিসপ্লে চারদিকে আছে Stainless-steel Bezel। বডিটি তৈরি করা হয়েছে Polycarbonate Fiber দিয়ে। বর্তমানে এটি নিয়ে আসা হয়েছে তিনটি কালারে যেমন, Charcoal Black, Marl White, এবং Camo Blue।

একই সাথে এটিতে যুক্ত করা হয়েছে  Huawei Kirin A1 Processor সাথে 790mAh ব্যাটারি। Honor দাবী করে একবার চার্জ দিলে এটি প্রায় ২৫ দিন ব্যাকআপ দেবে। তবে GPS মুডে ব্যবহার করলে এর ব্যাটারি ব্যাকআপ কিছু দিন কমে যেতে পারে।

Honor Watch GS Pro এর দারুণ ফিচার হচ্ছে GPS ক্যাপাবিলিটি। এটি অফলাইন Route তৈরি করতে পারে। Honor এর  Route Back টুল ব্যবহার করে এটি নতুন GPS ইনপুট ছাড়াই ইউজারকে হাইকিং এ গাইড করতে পারবে। তার মানে হচ্ছে হাইকিং বা অন্য কাজ করার সময় সিগনাল চলে গেলেও ইউজার হারিয়ে যাবে না।

Honor Watch GS Pro ইউরোপীয় বাজারে লঞ্চ করা হবে ডিভাইসটি দাম পড়তে পারে ২৯০ ডলার।

Honor এর আরেকটি নতুন স্মার্ট ওয়াচ ছিল Honor Watch ES। যা স্পোর্টস এবং ট্রেনিং এর উপর ফোকাস করে তৈরি করা হয়েছে।

এতে দেয়া হয়েছে 1.64" AMOLED ডিসপ্লে। স্ক্রিনে বডি Ratio ৭০%। যার মাধ্যমে ইউজার এক সাথে অধিক অ্যাপ দেখতে পারে। একই সাথে এক পলকে দেখে নেয়া যাবে Heart Rate। Honor এর দাবী এই ডিভাইসটি একবার ফুল চার্জ দিয়ে ব্যাটারি ব্যাক আপ দেবে ১০ দিন।

ডিভাইসটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে Ergonomic ডিজাইন। যা নিয়ে, স্পোর্টস, ট্রেনিং, এক্সারসাইজ ইত্যাদি করা বেশ আরামদায়ক। প্রতিরক্ষামূলক ব্যবস্থায় এতে আছে, 50m Water Resistant, Splash-proof, এবং Swim-proof।

ডিভাইসে যুক্ত করা হয়েছে একটি ওয়ার্ক-আউট কোচ। কোচ প্রতিদিনের রুটিন অনুযায়ী ওয়ার্ক-আউট গুলো শো করবে। এতে দেয়া হয়েছে ১২ টি এনিমেটেড ফিটনেস কোর্স এবং ৯৫ টি অতিরিক্ত ওয়ার্ক-আউট মুড।

Honor Watch ES এর দারুণ একটি ফিচার হচ্ছে ওয়ার্ক-আউট ডিটেকশন। ইউজার কাজ শুরু করা পর এই ডিভাইসটি ডিটেক্ট করতে পারবে ইউজার কি ধরনের ওয়ার্ক-আউট করছে।

এতে আরও দেয়া হয়েছে Sleep Tracker, Stress Monitor, Menstrual Cycle Tracker, Blood and oxygen level Monitors এর মত আরও অনেক ফিচার।

এই স্মার্ট ওয়াচটি সেপ্টেম্বরের মধ্যে ইউরোপের বাজার গুলোতে লঞ্চ করা হবে, মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৬ ডলার। এটি তিনটি কালারে পাওয়া যাবে যেমন,  Icelandic White, Meteorite Black, এবং Coral Pink।

আগের বছর গুলোতে Honor ইউজারদের ফিডব্যাক অনুযায়ী এবারও আশা করা যায় Honor এর এই ডিভাইস গুলোও ইউজারদের দারুণ ভাল লাগবে।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস