বিশ্বব্যাপী সকল ইউজারদের জন্য চালু করা হয়েছে Twitch এর Watch Parties ফিচার

Twitch এর Watch Parties চালু করা হয়েছে বিশ্বব্যাপী আর এখন স্ট্রিমাররা নিজেদের ভিউয়ারদের সাথে দেখতে পারবে ফিল্ম এবং টিভি শো।

আগে Twitch এর Watch Parties ফিচারটি নির্দিষ্ট সংখ্যক ইউজারদের জন্য এভেইলেবল ছিল কিন্তু এটা এখন উন্মুক্ত করা হয়েছে বিশ্বব্যাপী সবার জন্য।

Watch Parties এর মাধ্যমে যেকোনো স্ট্রিমার, সিনেমা বা টিভি শো ব্রডকাস্ট করতে পারবে আর এক সাথে তার ভিউয়ার দেখতে পারবে, সবাই এখানে রিয়েক্ট করতে পারবে এবং থাকবে ডিসকাশনেরও ব্যবস্থা।

Watch Parties এর মাধ্যমে Twitch এর ক্রিয়েটরা Amazon Prime এর ভিডিও ব্রডকাস্ট করতে পারে, একই সাথে তা দেখতে পারে তার ভিউয়ারও।

প্রতিদিন কিছু ক্রিয়েটর Watch Parties এর মাধ্যমে প্রায় ১০০০০ ভিউয়ারকে একত্রিত করছিল, আর এটা  Amazon এর কাছে বিজ্ঞাপণ দেয়ার জন্য বেশ লোভনীয় হয়ে উঠে।

Watch Parties ফিচারটি ২০১৯ সালের অক্টোবরে চালু হয়েছিল যা তখন শুধু মাত্র যুক্তরাষ্ট্রের বেটা ইউজাররা ব্যবহার করতে পারত কিন্তু এখন সেটি চালু করা হয়েছে বিশ্বব্যাপী সকল ইউজারদের জন্য।

Watch Parties এ জয়েন হতে বা হোস্ট করতে ইউজারের একটি একটিভ Amazon Prime অথবা Prime Video subscription থাকতে হবে। যেহেতু Amazon এর কন্টেন্ট গুলো দেশ অনুযায়ী ভিন্ন হয় সুতরাং কোন ইউজার ভিন্ন দেশের বা অনুমতি ছাড়া কোন ব্রডকাস্টে যুক্ত হতে পারবে না।

এখন পর্যন্ত ডেক্সটপে কাজ করছে Watch Parties ফিচার। ফিচারটি মোবাইলে নিয়ে আসার জন্যও কাজ করে যাচ্ছে Twitch, আশা করা যায় সামনে কয়েক মাসের মধ্যে ফোনেও এটি চলে আসবে।

এই মহামারীতে যখন বিশ্বের বেশির ভাগ মানুষ গৃহবন্দী তখন Twitch এর এই ফিচারটি দারুণ বিনোদনের উৎস হতে পারে ইউজারদের কাছে।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস