কি কি ফিচার থাকছে OnePlus এর এর OnePlus 8T স্মার্ট-ফোনে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি একটি লিকের মাধ্যমে জানা গেছে কি কি থাকছে OnePlus 8T স্মার্ট-ফোনটিতে।

বর্তমান স্মার্ট-ফোন বাজারে অন্যতম সেরা ব্র্যান্ডে পরিণত হয়েছে OnePlus। তাই অন্য ব্র্যান্ড গুলোর মতই OnePlus এর নতুন কোন ফোন সম্পর্কে ইউজারদের থাকে দারুণ উৎসাহ উদ্দীপনা।

OnePlus এর OnePlus 8T ফোনটিও এর ব্যতিক্রম ছিল না। কিছুদিন আগে ফোনটির কিছু তথ্য লিক করে দিয়েছে Android Central। যদিও এটি প্রথম নয় তবুও এই লিকে জানা গেছে আরও বেশি তথ্য।

ফোনটিতে থাকছে  6.55-inch 120Hz ডিসপ্লে। যাতে বুঝা যায় ফোনটি আগের OnePlus 8 Pro এর মতই একটি হাই এন্ড ফোন হতে যাচ্ছে। জানা গেছে ফোনটিতে থাকছে Snapdragon 865+ Processor, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে সাপোর্ট করবে OxygenOS 11 যা Android 11 এর উপর ভিত্তি করে বানানো।

https://twitter.com/androidcentral/status/1301573478353637376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1301573478353637376%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.makeuseof.com%2Foneplus-8t-details-leak%2F

ডিভাইসটিতে থাকবে চারটি ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে একটি 48MP Primary Camera, একটি 16MP Wide-angle Lens, একটি 5MP Macro Shooter, এবং একটি 2MP Portrait Camera। এর আগে OnePlus 8 ফোনটিতেও ছিল 48MP Primary ক্যামেরা, তবে নতুন ফোনে দেয়া হয়েছে নতুন ইমেজিং সেন্সর যা আগের চেয়ে ভাল ছবি দিতে পারবে।

লিকের তথ্য অনুযায়ী OnePlus 8T ফোনটির সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুর দিকে ঘোষণা করতে পারে। তবে ফোনটি বাজারে কবে নাগাত আসতে পারে সেটা এখনো জানা যায় নি। এর আগে যেহেতু OnePlus 7T ফোনটি ঘোষণা দেবার দুই সপ্তাহ পরে এসেছিল সুতরাং ধারণা করা যায় যদি সেপ্টেম্বরের শেষ দিকে ঘোষণা করা হয় তাহলে অক্টোবরের মাঝামাঝি বাজারে চলে আসবে OnePlus 8T।

-
টেকটিউনস টেকবুম - ৮ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস