Twitch ব্রডকাস্ট করতে যাচ্ছে Rolling Loud এর তিনটি ফ্রি ভার্চুয়াল মিউজিক ফেস্টিভ্যাল

Rolling Loud অনলাইন লাইভ প্ল্যাটফর্ম Twitch এ আসতে যাচ্ছে তিনটি ফ্রি ভার্চুয়াল মিউজিক ফেস্টিভ্যাল।

বর্তমান পরিস্থিতিতে যখন সব ধরনের  In-person ইভেন্ট ক্যান্সেল হচ্ছে তখন অনেকই এই ধরনের ইভেন্ট আশা করছে অনলাইনেই। বিষয়টি মাথায় রেখে Twitch আয়োজন করতে যাচ্ছে তিনটি এক্সক্লুসিভ ভার্চুয়াল মিউজিক ফেস্টিভ্যাল।

Rolling Loud একটি বার্ষিক হিপ-হপ ফেস্টিভ্যাল যা ২০১৫ থেকে চালু হয়। শো টি আমেরিকার Miami, Oakland, এবং Los Angeles এর মত শহর গুলোতে অনুষ্ঠিত হতো, এবং সম্প্রতি অস্ট্রেলিয়া এবং পর্তুগালেও চালু হয়েছিল।

এই ফেস্টিভ্যালে এবার পারফর্ম করার কথা ছিল Future, J. Cole, এবং Travis Scott এর মত বড় আর্টিস্টদের। ২০২০ সালের মে মাসে হবার কথা থাকলেও মহামারীর জন্য সেটা ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে যায়।

সম্প্রতি জানা গেছে Twitch এবার স্ট্রিম করবে Rolling Loud। তারা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তিনটি ভার্চুয়াল ফেস্টিভ্যালের আয়োজন করবে যেখানে মিউজিক স্টাররা ৫ ঘণ্টার মত পারফর্ম করবে।

প্রথম ফেস্টিভ্যালের নাম দেয়া হয়েছে "Loud Stream" যা এ ১২ এবং ১৩ সেপ্টেম্বর ব্রডকাস্ট হবার কথা রয়েছে। তবে এখনো লাইনআপ ঘোষণা না হলেও আশা করা যায় খ্যাতিমান তারকারা থাকবে এই আয়োজনে।

https://twitter.com/RollingLoud/status/1300513626542026754?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300513626542026754%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.makeuseof.com%2Ffree-virtual-music-festivals-coming-twitch%2F

লাইভ স্ট্রিমিং ফেস্টিভ্যাল ছাড়াও সপ্তাহের বিভিন্ন দিন গুলোতে Twitch চ্যানেলে স্ট্রিমিং করা হবে Rolling Loud। প্রতিদিন নতুন নতুন শো নিয়ে আসা হবে যেমন, সোমবার  "Loud Gaming" এবং মঙ্গলবার "The Leak"।

Rolling Loud এর সাথে পার্টনারশিপটি হল Twitch এর মিউজিক ইন্ডাস্ট্রির সর্বশেষ পদক্ষেপ।

এখানে উল্লেখ্য, Twitch এর মাধ্যমে একই সাথে যেমন যেকেউ লাইভ স্ট্রিমিং করে নিজের অডিয়েন্স তৈরি করতে পারে একই সাথে জীবিকারও ব্যবস্থা করতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস