Amazon ছেড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপে যোগ দিয়েছে Brad Porter

Amazon এর Robotics এর ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট ইঞ্জিনিয়ার Brad Porter গত মাসে হটাৎ করে পদত্যাগ করেন। জানা গেছে কোম্পানিটি তার, আরও ভাল বেতন কাঠামো জন্য আবেদনটি প্রত্যাখ্যান করলে তিনি এই সিদ্ধান্ত নেন।

ঘটনার সাথে পরিচিতরা জানায় Brad Porter তার পূর্ব নির্ধারিত বেতন বাড়াতে চেয়েছিলেন। পদত্যাগ করার অন্যান্য কারণের মধ্যে হতে পারে, মূল্যবান কোন স্টার্ট-আপ এর সাথে যুক্ত হওয়া এবং পরিবার যেখানে থাকে সেখানে ফিরে যাওয়া।

Amazon তার অনুরোধে অস্বীকৃতি জানালে Brad Porter, San Francisco তে অবস্থিত Scale AI নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপ এর প্রস্তাব গ্রহণ করে এবং গত সোমবার তার পরবর্তী পদক্ষেপ জানায়।

Amazon এর এক প্রতিনিধি এক বিবৃতিতে জানিয়েছিল যে সংস্থাটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বেতন এবং শীর্ষস্থানীয় সুবিধা প্রদান করে।

তবে অনলাইন এক নিউজ পোর্টাল Business Insider এর একটি ইমেইলে Brad Porter, Amazon এর সম্পর্কে কোন অভিযোগ করে নি, সে জানিয়েছে তার পদত্যাগে কারণ Scale AI এ যোগ দেয়া এবং ফ্যামিলির সাথে থাকা।

Brad Porter এর বিষয়টিতে সিলিকন ভ্যালিতে প্রতিভার নিবিড় প্রতিযোগিতার বিষয়টি ফুটে উঠে। যেখানে নতুন স্টার্ট-আপ গুলো Amazon এর মত কোম্পানি নির্বাহীদের কাছেও লোভনীয় হয়ে উঠে।

-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস