পৃথিবীর ২য় বৃহৎ টরেন্ট ট্র্যাকার YTS, আইনি সংস্থায় ইউজারদের আইপি এবং ইমেইল এড্রেস শেয়ার করছে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টরেন্ট সাইট, YTS ইউজারদের ব্যক্তিগত তথ্য আইনি সংস্থা গুলোতে শেয়ার করছে।

YTS তার ইউজারদের আইপি এড্রেস এবং ইমেইল আইডি শেয়ার করছে আইনি সংস্থা গুলোতে এবং আইনি সংস্থা গুলো বিভিন্ন ইমেইলের মাধ্যমে ইউজারদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবী করছে।

Torrent Freak এর রিপোর্ট অনুযায়ী গত জানুয়ারি মাসে অ্যাটর্নি Kerry Culpepper, YTS এর বিরুদ্ধে একটি মামলা করে। Kerry Culpepper মামলাটি করেছিল Hellboy এবং Rambo: Last Blood মুভি কপিরাইটের জন্য। সেই মামলায় কর্তৃপক্ষকে সহযোগিতা করতে রাজী হয়ে YTS  এর মালিক Senthal Vijay Segaran, ইউজারদের আইপি এড্রেস এবং ইমেইল শেয়ার করতে থাকে।

এর পর আইনি সংস্থাটি ইউজারদের ইমেইলের মাধ্যমে হুমকি দেয়। এমন একটি ইমেইল সংগ্রহ করে Torrent Freak জানায়। ইমেইলে তিনটি তথ্য ছিল, ইউজারের ইমেইল এড্রেস, আইপি এড্রেস এবং টরেন্ট ফাইলটি ডাউনলোডের তারিখ।

শুরুতেই ইমেইলে বলা হয়, ইউজারের তথ্য গুলো YTS থেকে সংগ্রহ করা হয়েছে। আরও বলা হয় আইনি ব্যবস্থা নেয়ার আগে ইমেইলটি একটি নিষ্পত্তি সরূপ।

যেহেতু ইমেইলটি একটি নিষ্পত্তি সরূপ সুতরাং এটি ইউজারকে সমস্ত আইনি দাবী থেকে মুক্তি দিতে প্রায় ১০০০ ডলারের মত দাবী করে।

আরও জানা গেছে সেই আইনি সংস্থাটি এখন  টার্গেট করছে অন্যতম আরেকটি টরেন্ট ওয়েব সাইট 1337x কে। তবে এই ঘটনা গুলোতে একটি বিষয় পরিষ্কার যে বর্তমানে টরেন্টিং এর ক্ষেত্রে কর্তৃপক্ষ বেশ শক্ত অবস্থানে আছে।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 443 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস