Samsung Galaxy অ্যাপ এখন রান করা যাবে Windows পিসিতে

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী Samsung Galaxy অ্যাপ এখন রান করা যাবে Windows পিসিতে।

সম্প্রতি Your Phone অ্যাপে আপডেটের ঘোষণা এসেছে। এই আপডেটে মাধ্যমে অ্যাপ গুলো পিন করা যাবে টাস্কবারে, নোটিফিকেশন পাওয়া যাবে পিসিতেই।

মাইক্রোসফট জানিয়েছে কোন ইউজারকে এই ফিচারটি ব্যবহার করার জন্য, Windows 10 October 2018 বা পরবর্তী ভার্সন এবং Your Phone app (1.20071.88)  থাকতে হবে। নতুন ফিচার গুলো কাজ করবে Android 9.0 অথবা পরের ভার্সন গুলোতে। ফিচারটি কার্যকর করতে পিসি এবং ফোন কে একই ওয়াইফাই এর অধীনে থাকতে হবে।

ভার্সন উল্লেখ করে দিলেও মাইক্রোসফট তাদের Microsoft Support ওয়েবসাইটে সাপোর্টেড ফোন গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তালিকায় শুধু Samsung ফোন গুলোর নাম ছিল।

উপযুক্ত ফোন ছাড়া কোন ইউজার এই ফিচারটি ব্যবহার করতে পারবে না, তবে মাইক্রোসফট জানিয়েছে ধীরে ধীরে আরও ফোনের জন্য এটি এভেলেবল করা হবে।

যদিও Winodws এ Android অ্যাপ সাপোর্ট ফিচারটি বর্তমানে নির্দিষ্ট ফোন গুলো ছাড়া সাপোর্ট করছে না তবুও আশা করা যায় ইউজারের আগ্রহ এবং চাহিদা বিবেচনায় অন্য ফোন কোম্পানি গুলোর জন্যও এই সেবা উন্মুক্ত করে মাইক্রোসফট

-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস