নতুন সিকিউরিটি পলিসি অনুযায়ী copypasta ব্লক করবে টুইটার

সাইটের স্প্যাম কমাতে টুইটার তাদের সিকিউরিটি পলিসির পরিবর্তন করেছে। জানা গেছে তারা পলিসিতে "copypasta" এর কথা উল্লেখ করেছে। এখানে বলা রাখা ভাল copypasta হচ্ছে একটি টার্ম, যার মাধ্যমে ইন্টারনেটে অধিক সংখ্যক বার কপি পেস্ট হওয়া নির্দিষ্ট টেক্সট ব্লক (Block of Txt) কে বুঝানো হয়।

নতুন এই পলিসির মাধ্যমে টুইটার ইন্টারনেট থেকে অধিক সংখ্যক বার কপি পেস্ট হওয়া টেক্সট গুলোকে ব্লক করবে। তারা ইতিমধ্যে মাল্টিপল ইউজারের কপি পেস্ট টুইট গুলো সরানো আরম্ভ করেছে।

টুইটার তাদের প্ল্যাটফর্মকে স্প্যাম মুক্ত করতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। একই ওয়ার্ড দিয়ে করা টুইট গুলো আর নির্দিষ্ট একাউন্টে রাখা হবে না।

বিভিন্ন মেসেজ দ্রুত ছড়িয়ে দেয়ার জন্য copypasta এর সূচনা হয়েছিল কিন্তু এটি বর্তমানে স্প্যাম ছড়ানোর মাধ্যম হয়ে উঠেছে। হাজার হাজার ফেক একাউন্ট এবং Bot এর মাধ্যমে মেসেজ ছড়াচ্ছে।

জানা গেছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও copypasta বিরক্তিকর, কারণ যেকেউ তাদের লেখা কপি পেস্ট করে ইন্টারনেটে ছড়িয়ে ক্রেডিট নিচ্ছিল।

স্প্যাম বেড়ে যাওয়ায়, টুইটার তাদের সিকিউরিটি পলিসিকে আপডেট করে একটি টুইটের মাধ্যমে জানায়, copypasta সমেত টুইট গুলো এখন থেকে হাইট করে রাখা হবে।

টুইটারের প্রাইভেসি পেজ "Abusive and Spammy Behavior" নামে একটি কারণ আছে যার জন্য যেকোনো টুইট হাইট করা হতে পারে। সুতরাং এটি পরিষ্কার সেই "Spammy Behavior" এর মধ্যে এখন copypasta ও অন্তর্ভুক্ত।

তবে এই বিষয়টি এখনো পরিষ্কার নয় যে copypasta এর ক্ষেত্রে টুইটার কোন বিষয় গুলো বিবেচনা করবে। মোবাইল ইউজাররা কিছুক্ষণ টেক্সটে চাপ দিয়ে রেখেই টুইট কপি করতে পারে। একই সাথে, টুইটার অন্য ইউজারের টুইট Quote  করতেও পারমিশন দেয়, যাকে টেকনিক্যালি বলা হয় Repeat Content।

সম্ভবত টুইটারের নিয়ম লঙ্ঘনকারী অন্য টুইট গুলোর মতই আচরণ করবে copypasta যা View বাটনের নিচে কন্টেন্টকে হাইট করে রাখবে।

আশা করা যায় ভবিষ্যতে টুইটার তাদের পলিসির copypasta সম্পর্কে আরও পরিষ্কার ধরনা দেব এবং বর্ণনা করবে তারা কোন কোন বিষয় এখানে বিবেচনা করবে।

স্প্যাম কোন কিছুই হয়তো ইউজারদের ভাল লাগে না যা বিরক্তির কারণ হয়ে দাড়ায়, ধরনা করা যায় টুইটার প্ল্যাটফর্মটি থেকে স্প্যাম দূর করতে ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস