উবারে যুক্ত হল বিকাশ পেমেন্ট, নগদ টাকা ছাড়াই রাইড নেয়া যাবে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি Uber এ যুক্ত হল নতুন ফিচার যার মাধ্যমে ব্যবহারকারীরা এবার পেমেন্ট করতে পারবে বিকাশে।

Uber বিকাশে পেমেন্টের ব্যবস্থা করেছে। এখন থেকে যেকোনো বাংলাদেশের Uber একাউন্টে থেকে বিকাশ পেমেন্ট এড করা যাবে।

পেমেন্ট মেথড হিসাবে যেভাবে বিকাশ এড করবেন

  • Menu তে ক্লিক করুন তারপর যান Wallet/Payment এ
  •  “Add Payment Method” ট্যাপ করুন
  • এবার bKash এ ক্লিক আপনার বিস্তারিত তথ্য দিন

যেভাবে বিকাশ ডিলিট করবেন

যেহেতু এটি শুধু মাত্র বাংলাদেশের জন্য সুতরাং আগে নিশ্চিত হোন ফোনে ব্যাকগ্রাউন্ডে কোন VPN চালু আছে কিনা। যদি প্রথম অবস্থায় কাজ না করে বা বিকাশ এড না হয় তাহলে, VPN বন্ধ করুন অথবা অ্যাপটি আনইন্সটল করে আবার ইন্সটল দিন।

যদি Uber থেকে বিকাশ ডিলিট দিতে চান,

  • Wallet/Payment এ ক্লিক করুন
  • এবার পেমেন্ট মেথড থেকে  bKash এ ক্লিক করুন
  • উপরের ডান পাশ থেকে Delete বোটমে ক্লিক করে ডিলিট করে দিন।

কিভাবে পেমেন্ট হিসেবে বিকাশ সিলেক্ট করবেন

  • প্রথম কোথায় যেতে চান তা সিলেক্ট করুন
  • গাড়ি নির্ধারণ করুন
  • এবার পেমেন্ট মেথডে বিকাশও শো করবে, সিলেক্ট করে দিন

রাইড বুক করতে সর্বনিম্ন বিকাশ ব্যালেন্স

বিকাশে পেমেন্ট গ্রহণ হবার জন্য আপনার একাউন্টে নির্ধারিত সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে।

  • Moto অথবা Moto Delivery: 200tk
  • UberX  অথবা Uber Premier: 400tk
  • UberXL: 700tk
  • Uber Hire: 1000tk
  • Uber InterCity: 1500tk

নোটঃ

  • আপনার আগে থেকে বিকাশ একাউন্ট খুলা থাকলে সেটি যেকোনো সময় Uber এ এড করতে পারবেন আর যদি আপনার বিকাশ একাউন্ট না থাকে তাহলে, bKash আপ ইন্সটল দিয়ে বিকাশ একাউন্ট নতুন করে খুলেও, সেটি এড করতে পারবেন।
  • এখন আপনার রাইডের জন্য নগদ টাকা প্রদান করতে হবে না, চাইলে বিকাশেও পেমেন্ট করতে পারেন।
  • যদি নেটওয়ার্ক ইস্যু, ব্যাংক গেটওয়ে টাইম আউট, অপর্যাপ্ত ব্যালেন্স এর জন্য পেমেন্ট করতে না পারেন তাহলে পরবর্তী রাইডের আগে আপনি সেটি পরিশোধ করতে পারবেন।

-
টেকটিউনস টেকবুম - ২১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস