বছরের শুরুর দিকে টুইটারের ইন্টারনাল টুলে এক্সেস ছিল প্রায় ১, ০০০ জন টুইটার কর্মীর

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে বছরের শুরুর দিকে প্রায় ১, ০০০ জন টুইটার কর্মী এবং কন্ট্রাক্টদের এক্সেস ছিল টুইটারের ইন্টারনাল টুলে, যা ব্যবহারকারীদের সেটিং পরিবর্তন করতে পারে।

এখানে উল্লেখ্য, কিছু দিন আগে হ্যাকাররা হ্যাক করে ভেরিফাইড কিছু Twitter একাউন্ট। এখানে ছিল Barack Obama, Joe Biden, Elon Musk, Bill Gates, এবং Kim Kardashian সহ আর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং Apple, Uber এর মত কিছু কোম্পানির Twitter একাউন্ট।

আইন প্রণেতা, টুইটার ব্যবহারকারী, সিকিউরিটি কমিউনিটি সবাইকে ঘটনাটি দারুণ নাড়া দিয়েছে। এই ঘটনা পর শেয়ার বাজারে Twitter এর শেয়ারও অনেকটা নেমে গেছে। যেখানে বিশ্বের বড় বড় নেতারা এবং প্রভাবশালী ব্যক্তিরা এটি ব্যবহার করে সেখানে Twitter এর সিকিউরিটি এত দুর্বল কেন এ নিয়েও উঠছে নানা প্রশ্ন।

অবশ্য বর্তমানে টুইটার এবং FBI সেই বিট-কয়েন হ্যাক নিয়ে তদন্ত করছে।

এর আগে টুইটার তার বিভিন্ন বিবৃতিতে জানায়, হ্যাকিংটি টুইটারের অভ্যন্তরীণ কর্মীদের ধোঁকা দিয়ে করা হয়েছে এবং ইন্টারনাল টুলের এক্সেস নিয়ে কাজটি করা হয়। তারা আরও জানায় ৩৬ টি একাউন্টের ব্যক্তিগত মেসেজ পড়েও থাকতে পারে হ্যাকাররা যদিও এর প্রমাণ এখনো পাওয়া যায় নি।

একাউন্ট গুলো হ্যাক হবার পর হ্যাকাররা কয়েকটি একাউন্ট থেকে টুইটারের ইন্টারনাল টুলে ছবি টিউন করে যাতে করে ধরনা করা হয়, তারা ইন্টারনাল টুলে এক্সেস পেয়ে গিয়েছিল।

কিন্তু এখন শুনা যাচ্ছে অন্যরকম খবর, টুইটারের সিকিউরিটির সাথে যুক্ত এক সাবেক কর্মী দাবী করে বছরের শুরুর দিকে প্রায় ১০০০ জনের কাছে ইন্টারনাল টুলের এক্সেস ছিল এবং অনেকেই এই কাজ করতে পারতো।

তবে টুইটার এ ব্যাপারে কোন কথা বলতে চায় নি।

টুইটার জানিয়েছে, কোম্পানি পুরো সিকিউরিটিকে আরও শক্তিশালী করতে নতুন নিরাপত্তা প্রধান খুঁজতে শুরু করেছে।

টুইটারের সাবেক কর্মীরা বলছে, টুইটারের উচিত ছিল এ ব্যাপারে আগেই সচেতন হওয়া এবং তাদের সিকিউরিটি আরও মজবুত করা।

কর্মীরা দুইবছর আগে ট্রাম্পের একাউন্ট হ্যাকের বিষয়টি সম্পর্কেও আলোচনা করে।

যেখানে বিভিন্ন ফোরাম সাইট গুলোতে হ্যাকাররা বলছিল তাদের কাছে টুইটারের ইন্টারনাল টুলের এক্সেস আছে, সেখানে টুইটার আগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি এ নিয়েও উঠছে নানা প্রশ্ন।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলতে আসছে নির্বাচনে হ্যাকার চক্র আরও তৎপর হয়ে যেতে পারে এজন্য টুইটারের উচিৎ তাদের সিকিউরিটি সিস্টেম আরও শক্তিশালী করা।

টুইটার এর CEO, Jack Dorsey  বলেন  "আমাদের কর্মচারীদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমাদের সুরক্ষা এবং আমাদের অভ্যন্তরীণ সরঞ্জামগুলির উপর নিষেধাজ্ঞার উভয় ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়েছি"।

-
টেকটিউনস টেকবুম - ১৪ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস