মাইক্রোসফট তাদের ২০২০ অর্থ বছরের পুরো আয়কে প্রকাশ করেছে

Microsoft, চতুর্থ কোয়ার্টারের জন্য সম্প্রতি তাদের ২০২০ অর্থ বছরের পুরো আয়কে প্রকাশ করেছে। যাতে দেখা যায় তারা বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।

Microsoft এর Q4, ২০২০ এর রিপোর্ট

আয়ঃ ৩৮ বিলিয়ন ডলার (Wall Street প্রত্যাশা করেছিল ৩৬ বিলিয়ন ডলার) যা গত বছর ছিল ৩৩ বিলিয়ন ডলার।

উপার্জনঃ প্রতি শেয়ার ১.৪৬ ডলার যেখানে বিশ্লেষকরা অনুমান করেছিল ১.৩৭ ডলার।

লাভঃ ১১.২ বিলিয়ন ডলার, ১৫% হ্রাস

Microsoft এর ২০২০ অর্থ বছরের রিপোর্ট

আয়ঃ ১৪৩ বিলিয়ন ডলার, ১৪% বৃদ্ধি

উপার্জনঃ ৫.৭৬ ডলার প্রতি শেয়ার, ১৪% বৃদ্ধি

লাভঃ ৪৪.৩ বিলিয়ন ডলার, ১৩ % বৃদ্ধি

কোম্পানিটি তার চতুর্থ কোয়ার্টারে গুরুত্বপূর্ণ কিছু ম্যাট্রিক্সে বিট করতে পারলেও, উল্লেখযোগ্য ব্যবসায় ইউনিট Office 365 এবং Microsoft Teams এর ক্ষেত্রে তেমন পারে নি।

চতুর্থ কোয়ার্টারে অফিস প্রোডাক্ট এবং ১১.৯ বিলিয়ন ডলার প্রত্যাশা করা হলেও এটি পৌঁছে ১১.৭৫ বিলিয়ন ডলারে।

অবশ্য দ্বিতীয় প্রান্তিকে Microsoft আগেই বলেছিল তারা লাইসেন্সিং এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের ক্ষেত্রে মন্দা অনুভব করছে।

তবে মাইক্রোসফট চতুর্থ কোয়ার্টারে তাদের ইনটেলিজেন্ট ক্লাউড ব্যবসায় বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ১৩.৩৭ বিলিয়ন ডলার।

তারা, Windows, search, Xbox এবং Surface থেকে আয় করেছে ১২.৯ বিলিয়ন ডলার। যা গত বছর থেকে ১৪% বেড়েছে বলে জানা যায়।

এদিকে মাইক্রোসফট জানিয়েছে তাদের কমার্শিয়াল ক্লাউড বিজনেস যেমন, Microsoft Azure, Office 365 সহ আরও কিছু ক্লাউড সার্ভিস এ বছর প্রথম বারের মত বার্ষিক ৫০ বিলিয়ন রান রেট করে ছাড়িয়ে গিয়েছে।

এই মহামারীতে রিমোট ওয়ার্কের জন্য মাইক্রোসফট এর ক্লাউড সার্ভিস Office 365 এবং Microsoft Teams এর দিকে অধিক সংখ্যক গ্রাহক ঝুঁকেছিল বলে জানায় কোম্পানিটি।

কিছু দিন আগে নতুন অর্থ বছরে মাইক্রোসফট ১০০০ এর বেশি চাকরি বাদ দেবে পরিকল্পনার পর এবার শুনা যাচ্ছে LinkedIn তাদের অতিরিক্ত ৯৬০ চাকরিও বাদ দিয়ে দেবে।

গত কয়েকদিন ধরে মাইক্রোসফট এর রিটেইলিং ফিজিক্যাল স্টোর এবং গেমিং প্ল্যাটফর্ম Mixer বাদে দেয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

-
টেকটিউনস টেকবুম - ১১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস