পাকিস্তানেও বন্ধ হতে পারে TikTok

সম্প্রতি জানা গেছে TikTok বন্ধ হতে পারে পাকিস্তানে। অনৈতিক, অশ্লীল, এবং অশালীন কন্টেন্ট এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় TikTok বন্ধের সিদ্ধান্ত আসতে পারে।

পাকিস্তানে Bigo বন্ধ করার পর, TikTok কে এই রকম হুশিয়ারি দেয়া হয়। Pakistan Telecommunication Authority (PTA) এক বিবৃতিতে জানায়, অনৈতিক, অশ্লীল, এবং অশালীন বিষয়বস্তুর অভিযোগে ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং একই কারণে কেও সতর্ক করা হয়েছে।

PTA জানায় উভয় কোম্পানিকে ইতিমধ্যে জানানো হয়েছিল তাদের বিষয়বস্তু দেশটির নৈতিকতা আইন লঙ্ঘন করছে। কিন্তু এই ধরনের সতর্কতার বার্তা দেয়ার পরও সংস্থা গুলোর প্রতিক্রিয়া সন্তোষজনক ছিল না।

TikTok এর মূল কোম্পানি ByteDance এর একজন মুখপাত্র জানায়, আমরা ইউজারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে নীতি গুলো পর্যবেক্ষণ করে ইউজারদের সুরক্ষা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে আমরা প্রায় ৩.৭ মিলিয়নেরও বেশি TikTok ভিডিও থেকে সরিয়েছি কারণ সেগুলো নীতি লঙ্ঘন করছিল।

ভারতে TikTok বন্ধ হবার ১ মাসের কম সময়ের মধ্যেই দুটি কোম্পানিকে পাকিস্তান এমন সতর্কবার্তা দিয়েছে বলে জানা গেছে। চীনা অ্যাপ Bigo এবং TikTok চীনা মালিকানাধীন কোম্পানির অ্যাপ হওয়ায় বেশ কিছুদিন বিভিন্ন দেশের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছিল TikTok। তাছাড়া ভারতে ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করার পর এই বিষয়টি আরও নজরে আসে।

ভারতে চীনা অ্যাপ বন্ধের পেছনে ছিল, চীন এবং ভারতী সেনাদের সীমান্ত সংঘর্ষ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রায় অনেক দেশেই TikTok নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের সরকার প্রধানরা।

জানা গেছে পাকিস্তানে অস্থায়ী ভাবে ব্যান হতে পারে জনপ্রিয় গেম PUBG। অভিযোগ উঠেছে গেমটি তরুণদের কাছে নেশায় পরিণত হয়েছে যা তাদের শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে।

-
টেকটিউনস টেকবুম - ১১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস