মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য আলাদা লেবেল যুক্ত করছে ফেসবুক

গত বৃহস্পতিবার ফেসবুক জানিয়েছে, ফেডারেল নির্বাচিত কর্মকর্তা ও প্রার্থীদের ভোটের সাথে জড়িত সকল টিউনের জন্য আলাদা লেবেল যুক্ত করা হবে ফেসবুকে

ফেসবুকের একজন প্রতিনিধি জানিয়েছে, লেবেলটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে ভোটের সঠিক তথ্য দিতে সরাসরি লিংক যুক্ত করা।

লেবেলটিতে বিচার বিশ্লেষণ করে কোন টিউন দেয়া হবে না, তথ্য ভুল বা সঠিক, সকল রাজনৈতিক ব্যক্তিদের টিউন যুক্ত করা হবে।

Mark Zuckerberg জানায়, বর্তমানে লেবেলটি যুক্তরাষ্ট্রের সরকারী ভোট পেজের সাথে যুক্ত থাকলেও নির্বাচনের সময় এটিকে "Voting Information Center" হিসাবে রূপান্তর করা হবে।

Mark Zuckerberg তার একটি টিউনে জানান, আমরা একটি তৈরি করছি যেখানে, আপনি কিভাবে ভোট দেবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ইমেইলের মাধ্যমে ভোট দেবেন সকল তথ্য জানতে পারবেন। এই মহামারীতে মানুষ যখন ভোট দিতে ভয় পাবে তখন আমাদের এই উদ্যোগটি তাদের ভোটের তথ্য দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এখানে উল্লেখ্য, ফেসবুক আগে থেকেই রাজনৈতিক বক্তব্য পরিচালনায় বিতর্কিত হয়ে আসছিল। যেখানে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো রাজনৈতিক বক্তব্য সরিয়েছে সেখানে Mark Zuckerberg সব সময় তার সিদ্ধান্তে অবিচল থেকেছে।

২০১৯ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একটি গণতন্ত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ যে, জনগণ জানবে রাজনৈতিক ব্যক্তিরা কি বলছে এবং তারা সিদ্ধান্ত নেবে"।

-
টেকটিউনস টেকবুম - ২৯ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস