চালু হয়েছে ইলেকট্রনিক স্কুটার চার্জের নতুন স্টার্ট-আপ Charge

লক-ডাউন থেকে বেড়িয়ে আসা জনগণের বিকল্প পরিবহণ হিসেবে ইলেকট্রনিক স্কুটার এবং বাইক স্টার্ট-আপ গুলো দারুণ আশাবাদী।

বড় বড় শহর গুলোতে ভাড়া স্কুটার এবং বাইকদের অনুমতি দেয়া হয়েছে।  Lime, Bird, Tier, এবং Dott এর মত কোম্পানি গুলো ইতিমধ্যে শেয়ারের জন্য লড়াই শুরু করেছে।

বেশির ভাগ স্কুটার গুলো নির্দিষ্ট সময় পর পর চার্জ করতে হয়। Juicers নামক একটি কন্ট্রাক্টর স্কুটার গুলো কারখানায় নিয়ে যেত এবং চার্জ করে আবার রাস্তায় দিয়ে যেত। কিন্তু এটা ছিল বেশ ব্যয়বহুল।

শেষ পর্যন্ত Charge নামের, ফ্রান্স এবং আমেরিকান একটি স্টার্ট-আপ এর সমাধান নিয়ে আসে।

Charge একটি চার্জিং প্রোডাক্ট তৈরি করেছে। যা এক সাথে ১৮ টি স্কুটার চার্জ দিতে পারবে। এই প্রোডাক্টটি Charge এর মোবাইল অ্যাপ দিয়ে ভাড়া করা যাবে। এবং প্রোডাক্ট গুলো বিভিন্ন কোম্পানি অনুযায়ী ডিজাইন করা হয়েছে।

অন্যতম উদ্যোক্তা Andrew Fox এবং Dan Waldman দ্বারা প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ২০২০ সালের পরেও আরও বেশি সময় ধরে কাজ করার পরিকল্পনা করছে।

Lime এর প্রাথমিক বিনিয়োগ কারী ছিলেন Andrew Fox এবং Dan Waldman। Charge এর সিনিয়র কর্মী হিসেবে নেয়া হয়েছে Lime এর দুইজন প্রবীণ কর্মীকে।

Charge ইতিমধ্যে ২৩০ চার্জিং স্টেশন নির্মাণের জন্য কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠান Poitras Industries এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

প্যারিসে স্কুটার ডকিং সিস্টাম স্থাপনের কয়েক সপ্তাহ পরে এই চুক্তির মূল্য হয় ৩.২ মিলিয়ন ডলার।

Andrew Fox তার এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের শিল্প বিনিয়োগটি প্রাথমিকভাবে আমাদের ব্যবসায়কে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিকাশ করতে এবং প্রযুক্তিগত নেতৃত্বকে শক্তিশালী করে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে সক্ষম করবে"।

১২ মাসে এখন পর্যন্ত প্রতিষ্ঠাতা, পরিবার, বন্ধুবান্ধব থেকে মোট ৪.৭৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে Charge।

ইতিমধ্যে Charge, ১% পাবলিক ফান্ডিং এর জন্যও উন্মুক্ত করেছে তাদের দাবী পরিবেশ সচেতন গ্রাহকরা এখানে বিনিয়োগ করবে।

কোম্পানিটির এখন পর্যন্ত  Atlanta, Los Angeles, এবং Paris শহরে স্মার্ট চার্জিং হাব রয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস