তরুণদের প্রিয় ট্রেডিং অ্যাপ Robinhood এবং এর বিধ্বংসী ফলাফল

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

San Diego শহরের একজন Navy Medic, Richard Dobatse, স্টক এক্সচেঞ্জ ব্যবসায়ের প্রতি দারুণ ভাবে আসক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে যখন তিনি Robinhood নামে একটি ট্রেডিং অ্যাপে সাইন-আপ করেন তখন তার এ রকম আসক্তি পুরোপুরি চলে যায়। Robinhood এমন একটি অ্যাপ যেখানে খুব সহজে এবং আপাতদৃষ্টিতে বিনামূল্যে স্টক কেনা-বেচা করা যায়। Robinhood এর মূল উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ট্রেডিংকে উৎসাহিত করা। এটি ট্রেডিং এর জন্য কোন ফি চার্জ করে না এবং বেশি ট্রেডিং করলে বেশি টাকা দেয়।

৩২ বছর বয়সী Dobatse বলেন, তিনি Robinhood অ্যাপ এর ওয়ান-ক্লিক ট্রেডিং এ মন্দ্র মুগ্ধ হয়েছিলেন। জটিল বিনিয়োগ গুলো সহজে এক্সেস করা এবং ফোনের ইমুজি নোটিফিকেশন সহ আরও অনেক ফিচার, পুরো ব্যপারটাকে একটি গেমের মত করে তুলেছিল। ক্রেডিট কার্ডের মাধ্যমে সে যখন তার একাউন্টে ১৫, ০০০ ডলার ফান্ড করেন এর পর থেকে তিনি এই অ্যাপে আরও বেশি সময় কাটাতে থাকেন।

যেহেতু তিনি বারবার হারছিলেন তখন তিনি ৩০, ০০০ ডলারের দুটি হোম ইকুইটি লোণ নেন এবং দেনা পরিশোধ করতে আরও স্টক কিনতে থাকেন। এক পর্যায়ে তার একাউন্টের মূল্য প্রায় ১ মিলিয়ন ডলার হলেও সম্প্রতি সব কিছু গায়েব হয়ে যায়। এই সপ্তাহে আর একাউন্টে ব্যালেন্স ছিল মাত্র ৬, ৯৫৬ ডলার।

তার স্ত্রী Tashika Dobatse জানায় যখন তিনি ট্রেডিং করতেন তখন এতটাই নেশার মধ্যে থাকতেন যে খেতে পর্যন্ত চাইতেন না এবং এটি তার জন্য একটি দুঃস্বপ্ন তৈরি করেছে।

আমেরিকার মিলিয়নের বেশি তরুণ গত কয়েক বছর যাবত Robinhood এর মাধ্যমে বিনিয়োগ করে যাচ্ছে। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। এটি সবার নিকট আকর্ষণীয় হবার কারণ ছিল সেখানে ছিল না কোন ট্রেডিং ফি এবং মিনিমাম একাউন্ট ব্যালেন্স এর বাধ্যবাধকতা। এই সকল সুবিধা এটিকে দারুণ জনপ্রিয় করে তুলে এবং এর স্টার্ট-আপ ভ্যালু দাড়ায় প্রায় ৮ বিলিয়ন ডলার। সম্প্রতি বাজার অশান্তিতে Robinhood ছিল একটি টেক ইন্ডাস্ট্রির অন্যতম বৃদ্ধির গল্প।

কয়েকটি রিসার্চ কোম্পানির গবেষণা অনুযায়ী, Robinhood এর ট্রেড গুলো ছিল অন্য যেকোনো ট্রেডিং থেকে দ্রুত এবং ঝুঁকিপূর্ণ।

হিসাব অনুযায়ী ২০২০ সালের প্রথম তিন মাসে Robinhood ব্যবহারকারীরা অন্য ই-ট্রেড গ্রাহকদের চেয়ে  ৯ গুন এবং Charles Schwab গ্রাহকদের চেয়ে প্রায় ৪০ গুন বেশি শেয়ার লেনদেন করেছে। আরেক তথ্য অনুযায়ী তারা, Charles Schwab গ্রাহকদের তুলনায় প্রায় ৮৮ গুন বেশি ঝুঁকিপূর্ণ বিকল্প চুক্তি কেনাবেচা করেছে।

গবেষণায় উঠে এসেছে ছোট বিনিয়োগকারীরা যত বেশি স্টক ট্রেড করবে তাদের রিটার্নের পরিমাণ তত খারাপ হবে।

পাবলিক রেকর্ড অনুযায়ী, Robinhood অ্যাপে প্রযুক্তি গত কিছু ত্রুটি ছিল। যেখানে প্রতি মিনিটে হাজার হাজার ডলার জেতা এবং হারার প্রশ্ন সেখানে এই ধরনের প্রযুক্তিগত ইস্যু কিন্তু খুবই বিপদজনক। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মচারী দাবী করে তারা গ্রাহকদের পর্যাপ্ত সিকিউরিটি টেকনোলজি দিতে ব্যর্থ হয়েছে।

যখন Alex Kearns নামের এক কলেজ এক শিক্ষার্থী আত্মহত্যা করেছিল তখন থেকে এই সকল বিপদজনক তথ্য সামনে আসতে থাকে। Alex Kearns যখন তার অ্যাপে লগইন করেন তখন দেখতে পায় তার ব্যালেন্সে ৭৩০, ০০০ ডলার নেগেটিভে চলে গিয়েছে। কিছু অসম্পূর্ণ ট্রেডের কারণে এমনটি হলেও এর পরিমাণ ছিল বিশাল।

Alex Kearns এর সুইসাইড নোটে সে বলেছিল এত বড় রিস্ক নেয়া তার উদ্দেশ্য ছিল না।

Kearns এর মত Robinhood এর অধিকাংশ গ্রাহকই হচ্ছে তরুণ এবং তারা জানেও না কিভাবে বিনিয়োগ করতে হয়। কোম্পানিটি বলেছে, গ্রাহকদের গড় বয়স ৩১ এবং এদের মধ্যে অর্ধেক আছে যারা কখনো কোথাও বিনিয়োগই করে নি।

কোম্পানিটির সদর দপ্তরে ভিজিট করে কিছু কর্মীদের সাথে কথা বললে তারা লোকসানের কথা স্বীকার করে এবং জানায় অতিদ্রুত তারা স্টার্ট-আপ টির সামনে বুলেট প্রুফ কাচ স্থাপন করবে।

অনেক বিশেষজ্ঞ দাবী করে তারা যেভাবে বিজনেস করছে মনে হচ্ছে ক্যাসিনো ব্যবসায়কেও তারা পেছনে ফেলে দেবে।

Robinhood এর মতে, গত মে মাসে এটি ১৩ মিলিয়ন নতুন একাউন্ট পেয়েছে। যা ২০১৯ সালের শেষ দিক থেকে প্রায় ১০ মিলিয়ন বৃদ্ধি পায়। গ্রাহকের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। মে মাসে কোম্পানিটি ২৮০ মিলিয়ন ফ্রেস ডলার রিসিভ করেছে।

Richard Dobatse এর সবচেয়ে বড় লসটি হয় মার্চ মাসে এবং এর পরিমাণ ছিল ৮৬০, ০০০ ডলার। সে দাবী করে Robinhood তার ইমেইল গুলোর কোন উত্তর দেয় নি। Richard Dobatse জানায় সে দ্রুত তার আর্থিক নিষ্পত্তির জন্য মামলা করবে।

সর্বশেষ তিনি আরও বলেন যারা বিনিয়োগ সম্পর্কে কিছুই বুঝে না তাদের জন্য এটি সহজ করেছে Robinhood এবং যখন আপনি সেখানে যাবেন তখন থেকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবেন।

-
টেকটিউনস টেকবুম - ১৬ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস