Venture Capital Firm তৈরির পরিকল্পনা করছেন Chelsea Clinton

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

বিভিন্ন সোর্স থেকে জানা গেছে, Chelsea Clinton বর্তমানে একটি Venture Capital Firm তৈরির প্রাথমিক পর্যায়ে আছেন।

ফার্ম টির নাম দিয়েছেন Metrodoro Venture। Metrodoro Venture নামকরণ করা হয়েছে, Metrodoro এর নামে যিনি প্রথম নারী হিসেবে ২০০০ বছর আগে গ্রিসে মেডিকেল পাঠ্য লিখেছিলেন।

Chelsea Clinton কয়েক মাস যাবত বিষয় গুলো নিয়ে পরিকল্পনা করছিলেন এবং কমপক্ষে দুইটি স্টার্ট-আপে বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি-বদ্ধ হয়েছেন।

Clinton এর উদ্যোগ গুলোর মধ্যে একটি হচ্ছে Prengnancy Support App যার নাম হবে Poppy Seed Health। তিনি প্রাথমিকভাবে প্রতিশ্রুতি-বদ্ধ হয়েছেন এবং তহবিল গঠন করতে পারলেই তা প্রকাশ করবেন। বক্লচেইন ভেঞ্চারের পার্টনার Caroline Kassie, এর সাথে জড়িত আছেন এবং পরিকল্পনা আছে ভবিষ্যতে এর সাথে যুক্ত হবেন।

বর্তমানে এই Metrodoro Venture এর অবস্থা বর্ণনা করলে বলা যায় এটি এখনো ভ্রূণ অবস্থায় আছে। ক্লিনটন বলেন, আমি এখনো সিদ্ধান্ত নিই নি যে ক্যারিয়ার হিসাবে আমি পুরোপুরি এটিকেই বেচে নেব কিনা কিন্তু নিউইয়র্কে এপ্রিল মাসে রেজিস্টার হবার পর থেকে এর খসরা প্রণয়নের সাথে যুক্ত আছি।

ইতিমধ্যে Metrodoro Venture নামে একটি টুইটার একাউন্ট খুলা হয়েছে এবং তার উদ্দেশ্য গুলো বর্ণনা করা হচ্ছে। নতুন এই টুইটার একাউন্টটিতে বলা হচ্ছে Metrodoro Venture একটি Venture Capital Firm যাতে স্বাস্থ্য এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।

Chelsea Clinton আগে Avenue Capital এ কাজ করেছেন এবং বর্তমানে Expedia Group, IAC/Interactive,  VC-backed, Clover Health এবং Nurx এর মত প্রতিষ্ঠান গুলোর বোর্ডে দায়িত্বরত আছেন।

-
টেকটিউনস টেকবুম - ১৬ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস