নতুন হ্যান্ডসেট নিয়ে 5G প্রযুক্তি দুনিয়ায় প্রবেশ করল জাপানের টেক জায়ান্ট সনি। সোমবার প্রতিষ্ঠানটি উদ্বোধন করে তাদের ফ্ল্যাগশিপ ফোন Sony Xperia 1 II (সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক টু)
সাড়ে ছয় ইঞ্চি আর উচ্চক্ষমতাসম্পন্ন 4K ডিসপ্লের Sony Xperia 1 II (সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক টু)। নতুন এই হ্যান্ড সেটের মাধ্যমে 5G প্রযুক্তিতে প্রবেশ করলো জাপানের টেক জায়ান্ট সনি। সোমবার সুপার ফাস্ট এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এর উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।
ক্যামেরার জন্য বরাবরই সুনাম আছে সনি মোবাইলের। প্রতিষ্ঠানটি সেই ধারাবাহিক ধরে রেখেছে তাদের নতুন হ্যান্ডসেটেও। Sony Xperia 1 II (সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক টু) হ্যান্ড সেটে বিশেষ জোর দেয়া হয়েছে ক্যামেরায়। এতে রয়েছে ট্রিপল ল্যান্স ক্যামেরা, যাতে ব্যবহার করা হয়েছে আলফা প্রযুক্তি। এতে যে শুধু ঝকঝকে ছবি পাওয়া যাবে তাই নয়, মিলবে প্রফেশনাল ক্যামেরার মত এডজাস্ট করার সুবিধাও। এমনকি মুভিং কোন বস্তুর ছবিও তোলা যাবে স্পষ্টভাবে।
শুধু ছবিই নয় এক্সপেরিয়া ওয়ানে জোর দেয়া হয়েছে ভিডিও কোয়ালিটির উপরেও। 8K কোয়ালিটির ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারী। প্রফেশনাল ভিডিও কোয়ালিটির জন্য যোগ করা হয়েছে নয়েজ ফ্রি টেকনোলজি আর স্পষ্ট শব্দের সুবিধা দেবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, 6 GB RAM আর 128 GB USF.
Sony Xperia 1 II (সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক টু) @ অফিসিয়াল ওয়েবসাইট
একইসাথে উদ্বোধন করা হয় Sony Xperia Pro (সনি এক্সপেরিয়া প্রো) ও Sony Xperia 10 II (সনি এক্সপেরিয়া টেন মার্ক টু)। এগুলোও 5G প্রযুক্তির হ্যান্ডসেট। আসছে এপ্রিল থেকে হ্যান্ডসেটগুলো বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে সনি।
প্রতিষ্ঠানটির হিসেবে ২০২৫ সাল নাগাদ বিশ্বের মোবাইল হ্যান্ডসেটের ১৫ ভাগই হবে 5G প্রযুক্তির। সেখানে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় সনি।
হিসেব বলছে গেল ডিসেম্বর প্রান্তিকে সনি মোবাইল ফোনের বিক্রি কমেছে ১৯ ভাগ আর মোবাইল হ্যান্ডসেটের বিশ্ববাজারে সনির শেয়ার ছিল মাত্র ৩ ভাগ।
-
টেকটিউনস টেকবুম - ২৮ ফেব্রুয়ারি ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 463 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nace