শুভ সকাল! বৃষ্টি ভেজা আষাঢ় মাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেকবুমে। টেকনোলজি বিশ্বে ঘটে যাওয়া সকল শীর্ষ খবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। আমি আপনাদের হোষ্ট টিউনার ফাহাদ রয়েছি আজকের টেকবুমের খবরগুলো নিয়ে। আজ ২৫ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ৯ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার। তো চলুন বরাবরের মতো বিস্তারিত সংবাদে চলে যাবার আগে শিরোনামগুলো দেখে নেই:
এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
সম্প্রতি ইউরোপিয় ইউনিয়নের থেকে রেকর্ড পরিমাণ জরিমানা পাবার পরেও গুগলের প্যারেন্ট কোম্পানি Alphabet এই মৌসুমে টার্গেটের থেকে বেশি মুনাফা অর্জন করতে পেরেছে। কোম্পানিটি ২০১৮ সালের ২য় মৌসুমে ২৬% মুনাফা লাভ করতে সক্ষময় হয়েছে এবং শেয়ার মার্কেটে শক্তিশালি growth ও দেখাতে পেরেছে। ওর্য়াল্ড স্ট্রিট জার্নালের গবেষণায় জানা গিয়েছিলো এ বছরের ২য় মৌসুমে Alphabet ২৫.৬ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করতে পারবে কিন্তু বাস্তবে তা ২৬.২ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাড়িয়েছে। এছাড়াও গত সোমবার আলফাবেট কোম্পানির শেয়ার ভ্যালুও ৪% উপরে উঠে গিয়েছে।
বিল গেটস এর আর্থিক সহায়তায় নির্মিত নতুন সিলিকল ভ্যালি প্রতিষ্ঠান Impossible Foods। তারা তাদের ভেজিটেবল বার্গার নির্মাণ ও সরবরাহের জন্য আমেরিকায় জনপ্রিয়। কিন্তু কিছুদিন আগে প্রতিষ্ঠানটির “The Impossible Burger” এর খাওয়ার সেইফটির উপর প্রশ্ন আসে। বার্গারটির তৈরির জন্য Heme নামের একটি বিশেষ উপাদান ব্যবহৃত হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা এ ব্যাপারে FDA (Food and Drug Administration) কর্তৃক রিসার্চ করার পর গত সোমবার তারা প্রতিষ্ঠানটির “The Impossible Burger” কে বৈধ্যতা দিয়েছে।
Uber এর লিডারশীপ পরিবর্তন আন্দোলনের মূল হোতা Susan Fowler Rigetti কে কর্মী হিসেবে নিয়ে নিয়েছে The New York Times। তিনি নিউ ইর্য়ক টাইমসের Technology Opinion Editor হিসেবে কাজ করবেন। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে তিনি একটি ব্লগ টিউনে Uber এর বিকৃত কাজের পরিবেশ নিয়ে লেখেন এবং তার এই টিউন ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে Uber এর কাজের পরিবেশ নিয়ে বিস্তারিত তদন্ত হয় এবং Uber এর সাবেক CEO Travis Kalanick কে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
এ বছরের E3 সম্মেলনে মাইক্রোসফট এনাউন্স করেছিলো যে তারা তাদের পরবর্তী প্রজন্মের গেমিং কনসোলের উপর কাজ করছে। এছাড়াও তারা Scarlett নামের নতুন একটি গেম স্ট্রিমিং সার্ভিসের উপরও কাজ করছে। কিন্তু ব্রেকিং নিউজ হচ্ছে বর্তমানে নতুন দুই ধরনের এক্সবক্স কনসোল নির্মাণ করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রথমটি হচ্ছে একটি ট্রাডিশনাল এক্সবক্স কনসোল। যা আগের এক্সবক্স কনসোলগুলোর একটি আপগ্রেড হিসেবে বাজারে ছাড়বে মাইক্রোসফট। এই ডিভাইসটির ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি কারণ ডিভাইসটির নির্মাণ কাজ সবে মাত্র শুরু হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে একটি লো-পাওয়ার যুক্ত ডিভাইস যা মাইক্রোসফটের আপকামিং গেম স্ট্রিমিং সার্ভিসের সাথে কাজ করতে পারবে। ধারণা করা হচ্ছে এই নতুন দুটি ডিভাইস ২০২০ সালে বাজারে আনবে মাইক্রোসফট। উল্লেখ্য যে ২০১৩ সালে মাইক্রোসফট সর্বপ্রথম তাদের গেম স্ট্রিমিং সার্ভিসের উপর একটি ডেমো দেখায়।
টেক জায়ান্ট গুগলের পরবর্তী হিট প্রোডাক্ট হিসেবে আত্নপ্রকাশ করতে পারে গুগল ট্রান্সলেটর; এমনটিই ইঙ্গিত দিয়েছেন গুগলের বর্তমান সিইও Sundar Pichai। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানে গুগলের এই ট্রান্সলেটর সার্ভিসটি ব্যাপক বুষ্ট পায় এবং বর্তমানে দিনে সার্ভিসটি প্রায় ১৪৩ বিলিয়ন শব্দ ট্রান্সলেট করছে। উল্লেখ্য যে এখন পর্যন্ত গুগল ট্রান্সলেটরে কোনো প্রকার বিজ্ঞাপণ ব্যবস্থা শুরু করেনি গুগল কিন্তু গুগলের এই সার্ভিসের উপর অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের নজর রয়েছে। বর্তমানে গুগল প্রতিদিন Google Search, YouTube, Google Docs এবং Gmail থেকে আয় করছে।
"If voice is the future of computing, what about those who cannot speak or hear?" এই প্রশ্নটিই করেছেন ডেভেলপার Abhishek Singh। তিনি সম্প্রতি একটি অ্যাপ নির্মাণ করেছেন যেটি আমাজন এলেক্সাকে Sign Language বুঝতে সাহায্য করে। তিনি একটি ক্যামেরা ভিক্তিক সিস্টেম উন্মোচন করেছেন যেটি Gestures গুলোকে ডিজিটালি টান্সলেট করে সেগুলোকে টেক্স এবং স্পিচে রূপান্তর করবে। ভবিষ্যৎতের হোম ডিভাইসগুলো যাতে বধির মানুষরাও ব্যবহার করতে পারে এ ব্যাপারে বড় বড় টেক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে Sing Language এবং AI কে নিয়ে এই প্রথম কাজ করা হয়নি, টেক জায়ান্ট মাইক্রোসফট মোশন সেন্সিং Kinect ক্যামেরা দিয়ে এই ব্যাপারে কাজ করেছিলো কিন্তু পরবর্তীতে প্রজেক্টটি সফলতা লাভ করেনি এবং ২০১৭ সালে Kinect সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয়।
eBay এবং Hewlett Packard Enterprise (HP) এর সাবেক সিইও Meg Whitman ভিডিও গেম সেক্টরের প্রতি তার দুর্বলতা প্রকাশ করেছেন। তিনি একটি esports কোম্পানিতে অর্থ ইনভেস্ট করেছেন। গত সোমবার একটি ইন্টারভিউতে তিনি জানান, লস এঞ্জেলস ভিক্তিক esports কোম্পানি Immortals LLC তে তিনি অর্থ ইনভেস্ট করেছেন। তবে তিনি কত পরিমাণ অর্থ ইনভেস্ট করেছেন তা না জানা গেলেও অনেকেই ধারণা করছেন তিনি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ইনভেস্ট করেছেন। উল্লেখ্য যে বর্তমানে esports খ্যাতে বিশ্বব্যাপী প্রায় ৪০০ মিলিয়নের বেশি দর্শক রয়েছে এবং ২০১৭ সালে এই খ্যাতে প্রায় ৮০০ মিলিয়নের বেশি আয় অর্জিত করেছে বিভিন্ন esports কোম্পানি।
গত সপ্তাহের আমাজন প্রাইম ডে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। সেদিন প্রায় ১০০ মিলিয়নের বেশি পণ্য সেল হয়েছে বলে জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। কিন্তু একই সাথে আমাজন যুক্তরাজ্যের কর্মীদের কাছ থেকে হেলথ এন্ড সেইফটি বিষয়ের অভিযোগেরও বন্যা বয়েছে সেদিন। যুক্তরাজ্যের বিভিন্ন আমাজন warehouse কর্মীদের কাছ থেকে প্রাইম ডে’তে stomach cramps, বিশুদ্ধ পানির অভাব, বাথরুমে যাবার জন্য পর্যাপ্ত সময় না দেওয়া, Sprains & Musculoskeletal ইনজুরি সহ বিভিন্ন অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো আমাজন প্রাইম ডেয়ের প্রায় ৩৬ ঘন্টার মধ্যেই এসেছে বলে জানা গিয়েছে।
SpaceX CEO ইলন মাস্কের HyperloopPod প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে জার্মান Technical University of Munich এর একদল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। এ দিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে দলটি। এই প্রতিযোগীতাটি বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারদের মিলনমেলা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। প্রতিযোগীতায় ইঞ্জিনিয়ারগণ সবোর্চ্চ স্পিড অর্জন করার চেষ্টা করেন। জার্মান Technical University of Munich এর স্টুডেন্টরা এবারের প্রতিযোগীতায় 290MPH গতি তুলে বিজয়ী হয়েছে।
গতকাল মুক্তি পেলো গুগল ক্রোমের নতুন সংস্করণ Chrome 68। ক্রোমের নতুন এই সংস্করণে ডাটা এনক্রিপ্টশন দিয়ে চমৎকার একটি আপডেট থাকছে। বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় অর্ধেকেই এনক্রিপ্টশন করা নেই এবং গুগল ক্রোমের এই নতুন সংস্করণটি আপনাকে “চোখে আঙ্গুল” দিয়ে দেখিয়ে দেবে কোন কোন সাইটগুলো এনক্রিপ্টশন করা রয়েছে এবং কোনগুলো নেই। Chrome 68 সংস্করণ থেকে সকল HTTP সাইটগুলোকে insecure মার্কিং করে দেবে গুগল কর্তৃপক্ষ। অর্থ্যাৎ ডিফল্ট ভাবে যে ওয়েবসাইটগুলো Hypertext Transfer Protocol Secure (HTTPS) ব্যবহার করে না সে সমস্ত সাইটগুলোকে “অনিরাপদ” মার্কিং করে দিবে ক্রোম। উল্লেখ্য যে ১৯৯৪ সাল থেকে HTTP কে নিরাপদ হিসেবে মার্কিং করে আসা হয়েছে।
এই ছিলো আজকের টেকবুমের সকল খবর। নিয়মিত টেকবিশ্বের ঘটে যাওয়া শীর্ষ খবরগুলো পেতে চাইলে নিয়মিত ভিজিট করুন টেকটিউনস। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!