আজকের টেকবুম – ২৫ মে ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! কেমন আছেন টেকটিউনস ভিউয়ারস! আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টেকবুম নিউজে। আজ ২৫ মে, ২০১৮ সাল, ১০ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার। আজকের দিনটি শুরু করুন তাজা তাজা ১০টি টেক নিউজ দিয়ে। আজকের এই দিনে টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর নিয়ে আমার নিয়মিত আয়োজনে আপনাকে জানাই আমন্ত্রণ।  শুরুতেই আজকের ১০টি শীর্ষ টেক খবরের শিরোনাম জানাচ্ছি তারপর যাচ্ছি বিস্তারিত খবরে:

  • ১) আমেরিকার  FCC বর্তমানে LocationSmart এর একশনগুলোকে  তদন্ত করছে।
  • ২) যুক্তরাজ্যে আসতে চলেছে নতুন ইন্টারনেট আইন।
  • ৩) ফেসবুক কর্মকর্তাদের উপর দিয়ে ঝড় বইয়ে যাবে এ সপ্তাহে। সাম্প্রতিক স্ক্যান্ডালের ঘটনায় তাদেরকে ইউরোপিয়ান আইনজীবিদের কাছে স্টেটমেন্ট দিতে হবে।
  • ৪) স্ট্রিমিং মিউজিক সার্ভিস Tidal তাদের ডাটা ব্রিচ এর ঘটনাকে তদন্ত করছে।
  • ৫) স্ন্যাপচ্যাট এর রিডিজাইনের জন্য কোম্পানির সিইও কোম্পানির নিয়ম মেনে চলেননি বলে অভিযোগ উঠেছে।
  • ৬) Semantic Machines কে কিনে নিলো মাইক্রোসফট।
  • ৭) স্ক্যান্ডালের ঘটনার পর ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, যা আগে কখনো হয়নি।
  • ৮) জার্মানিতে ইন্টারনেট স্বাধীনতা আইন নিয়ে চলছে তর্কবির্তক।
  • ৯) আইওএস এর ছোট একটি নির্মাতা গ্রুপ অ্যাপলের কাছ থেকে নতুন অ্যাপ পলিসি ডিমান্ড করছে।
  • ১০) স্যান ফ্রান্সিকো শহরে চালু হতে যাচ্ছে ইলেক্ট্রিক স্কুটার সার্ভিস।

১) আমেরিকার  FCC বর্তমানে LocationSmart এর একশনগুলোকে  তদন্ত করছে।

আমেরিকার Federar Communications Commisssion বা FCC বর্তমানে সাউথ ক্যালিফোর্নিয়ার কোম্পানি LocationSmart এর কাজগুলোকে তদন্ত করছে। অভিযোগ উঠেছে যে LocationSmart আমেরিকান সেল ফোনের লোকেশন সহজেই একসেস করতে পারছে। সম্প্রতি একটি রির্পোটে জানা যায় যে LocationSmart আমেরিকার AT&T, Sprint, T-Mobile, Verizon এর সাথে কানেক্টেড ফোনগুলোকে সহজেই ট্রাকিং এবং একসেস করতে পারছে। তবে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে এই একসেসটি আইনিভাবে বৈধ্য এবং এর জন্য তাদের পারমিশন রয়েছে। তবে একজন রির্পোটার অভিযোগ করেছে যে যেকেউ LocationSmart ব্যবহার করে সহজেই যেকোনো মোবাইল ফোনের লোকেশন একসেস করতে পারছে। যেটা সিকুরিটির জন্য হুমকি স্বরূপ।

২) যুক্তরাজ্যে আসতে চলেছে নতুন ইন্টারনেট আইন।

যুক্তরাজ্যের সাংস্কিৃতিক সেক্রেটারী Matt Hancock অভিযোগ করেছেন যে দেশে বর্তমানের Self-Policing আইন তেমন কাজ করছে না। সরকারের এই নিয়মনীতি দেশের ১৪টি টেক ফার্মের মধ্যে মাত্র ৪টি ফার্ম মেনে চলেছে। এ কারণে যুক্তরাজ্যে নতুন ইন্টারনেট আইন আসতে চলেছে যার মাধ্যমে ইন্টারনেটের অবাধ যোগাযোগ গতিকে নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি আরো বলেন যে, যুক্তরাজ্যের সরকার এখনো জানেন না যে তাদের দেশের কতগুলো শিশু সোশাল মিডিয়া ব্যবহার করছে যাদের এই সমস্ত মিডিয়া ব্যবহার করার বয়স হয়নি এবং তিনি এই Age Verificaiton সিস্টেম নিয়েও বেশ চিন্তিত।

৩) ফেসবুক কর্মকর্তাদের উপর দিয়ে ঝড় বইয়ে যাবে এ সপ্তাহে। সাম্প্রতিক স্ক্যান্ডালের ঘটনায় তাদেরকে ইউরোপিয়ান আইনজীবিদের কাছে স্টেটমেন্ট দিতে হবে।

সম্প্রতি ঘটে যাওয়া Cambridge Analytica স্যান্ডাল এবং ফেসবুকের প্রাইভেসি নিয়ে মার্ক জুকারবার্ক সহ ফেসবুকের বড় বড় এক্সিকিউটিভদেরকে এ সপ্তাহে ইউরোপিয়ান আইনজীবিদের মুখোমুখি হতে হবে। বর্তমানে মার্ক জুকারবার্গের মিটিংগুলো গোপনে হলেও বেশিরভাগ বিচারক চাচ্ছেন যে এই প্রক্রিয়াটি নিউজ মিডিয়ার সম্মুখে আনতে। ধারণা করা হচ্ছে এই সকল বৈঠক থেকে নতুন প্রাইভেসি আইন গঠন করা হবে।

৪) স্ট্রিমিং মিউজিক সার্ভিস Tidal তাদের ডাটা ব্রিচ এর ঘটনাকে তদন্ত করছে।

সম্প্রতি একটি নিউজপেপার কোম্পানি স্ট্রিমিং মিউজিক সার্ভিস Tidal এর একটি হার্ড ড্রাইভে অনু্ প্রবেশ করে এবং কোম্পানির নামে বিভিন্ন অভিযোগ আনে। তারই পরিপেক্ষিতে Tidal একটি থার্ড পার্টি সাইবার সিকুরিটি ফার্মের উপর ঘটনাটি তদন্তের দায়িত্ব দিয়েছে। Tidal এর উপর নিউজপেপাল কোম্পানিটি  ডিজিটাল কারচুপির অভিযোগ এনেছে। ২০১৬ সালে মুক্তিকৃত আমেরিকান র‌্যাপার Kanye West এর অ্যালবাম Life of Pablo এবং Beyonce এর অ্যালবাম Lemonade মুক্তি কয়েক সপ্তাহ আগে থেকেই এক্সুসিভ ভাবে Tidal এ স্ট্রিমিং করা হয়েছিল। মাত্র ৩ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে West এর অ্যালবাম প্রথম ১০ দিনে ২৫০ মিলিয়নবার স্ট্রিমিং করাটা এবং মুক্তির প্রথম ১৫ দিনে Beyonce এর অ্যালবামটি ৩০৬ মিলিয়নবার স্ট্রিমিংয়ের সংখ্যাটি নিয়ে কোম্পানি কারচুপি করেছে বলে অভিযোগ করেছে।

৫) স্ন্যাপচ্যাট এর রিডিজাইনের জন্য কোম্পানির সিইও কোম্পানির নিয়ম মেনে চলেননি বলে অভিযোগ উঠেছে।

স্ন্যাপচ্যাট এর রিডিজাইনের জন্য কোম্পানির সিইও Evan Spiegel বিভিন্ন চাইনিজ অ্যাপস থেকে অনুপ্রেরনা নিতেন এবং কোম্পানির অনান্য কর্মকর্তার কথা না শুনেই তিনি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই ডিজাইন এবং প্রডাক্ট টিমের উপর স্ন্যাপচ্যাটকে রিডিজাইনের আদেশ দিয়ে দেন। উল্লেখ্য যে বর্তমানে স্ন্যাপচ্যাটের স্টক প্রাইজ কোম্পানির ইতিহাসের সর্বনিম্নে রয়েছে। আর কোম্পানির ফাউন্ডার এবং সিইও Evan Spiegel গত বছর ২০১৭ সালে CEO হিসেবে প্রায় ৫০৪ মিলিয়ন বেতন তুলে নেন, যার ফলে তাকে বিশ্বের সবোর্চ্চ বেতনের CEO বলা হচ্ছে।  এছাড়াও স্ন্যাপচ্যাটের রিডিজাইনের উপর প্রয়োগকৃত আইডিয়া নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

৬) Semantic Machines কে কিনে নিলো মাইক্রোসফট।

গত রবিবার মাইক্রোসফট এর পক্ষ হতে নিশ্চিত করা হয় যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি Semantic Machines কে কিনে নিয়েছে। এর ফলে মাইক্রোসফটের স্মার্ট এসিসটেন্স সার্ভিস Cortana কে আরো উন্নত করা যাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে Semantic Machines স্পিচ সিনথেসিস, ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরিয়াতে কাজ করতো।  আর Semantic Machines মাইক্রোসফটের মালিকানাধীনে চলে আসায় ধারণা করা হচ্ছে যে মাইক্রোসফট এবার আমাজন এলেক্সা, অ্যাপল সিরি, গুগল এসিসটেন্ট এবং স্যামসং Bixby এর সাথে প্রতিযোগী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে পারবে।

৭) স্ক্যান্ডালের ঘটনার পর ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, যা আগে কখনো হয়নি।

সম্প্রতি ঘটে যাওয়া স্ক্যান্ডালের পর ধারণা করা হচ্ছিলো এটা ফেসবুকের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু মজার ব্যাপার হলো স্ক্যান্ডাল ঘটনা ঘটার সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৭% বেড়ে গিয়েছে। এমনটি আগে কখনো হয়নি। অনেকেই মনে করছিলো স্ক্যান্ডালের ঘটনা এবং ফেসবুকের বিশাল সংখ্যাক ফেইক আইডি ব্যান করে দেবার ঘটনার পর ফেসবুকের ব্যবহারকারী কিছুটা হলেও কমে যাবে। কিন্তু অন্যদিকে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে ফেসবুকে ব্যবহারকারীদের ব্যবহারের সময়ও একই সাথে বেড়ে গিয়েছে।

৮) জার্মানিতে ইন্টারনেট স্বাধীনতা আইন নিয়ে চলছে তর্কবির্তক।

জার্মানির ইন্টারনেট আইন অনুযায়ী প্রাইভেট টেক ফার্ম যেমন ফেসবুক এবং টুইটার কোম্পানিগুলোর উপর ইন্টারনেট স্বাধীনতা দেওয়া রয়েছে। কোম্পানিগুলো জার্মানিতে নিজেদের কোম্পানির রূলস অনুযায়ী কোনটা বেআইনী স্পিচ এবং কোনটা বেআইনী নয় সেটা নির্ধারণ করতে পারবে এবং তাদের সাইট থেকে দ্রুত কনটেন্ড মুছে দেবারও অধিকার রাখে। কিন্তু সম্প্রতি টুইটারে প্রকাশ হওয়া একটি মুসলিম বিরোধী টুইট কে টুইটার কর্তৃপক্ষ মুছে দেবার কারণে টুইটারের উপর ব্যবহারকারীটি তথ্য অধিকার এবং ইন্টারনেট স্বাধীনতা আইনে মামলা চুকে দিয়েছেন। আর এরই কারণে জার্মানিতে ইন্টারনেট স্বাধীনতা আইন নিয়ে চলছে তর্কবির্তক।

৯) আইওএস এর ছোট একটি নির্মাতা গ্রুপ অ্যাপলের কাছ থেকে নতুন অ্যাপ পলিসি ডিমান্ড করছে।

বর্তমান অ্যাপল অ্যাপ স্টোরের পলিসি অনুযায়ী একজন আ্যাপ মেকারের জীবন চলতে পারে না এই বক্তব্যে আইওএস এর একটি ছোট নির্মাতা গ্রুপ নিজেদের মধ্যে একত্রে হয়েছেন এবং অ্যাপলের কাছ থেকে নতুন অ্যাপ পলিসি ডিমান্ড করেছেন। তারা আরো বলেন যে আ্যাপলের কাছে তারা একটি খোলা চিঠি দিয়েছেন যেখানে অ্যাপসগুলোর উপর একটি ফ্রি ট্রায়ালের ব্যবস্থা করার জন্য অ্যাপলকে তারা অনুরোধ করেছেন যাতে ব্যবহারকারীরা উক্ত অ্যাপসটি কেনার আগে লাইভ টেস্ট করে নিতে পারে। ইতিমধ্যেই ইউনিউয়ন টি এই সপ্তাহে হাজার খানেক মেম্বার তৈরি করে নিয়েছেন আর তাদের টার্গেট রয়েছে জুনের প্রথম দিকে অ্যাপলের বাৎসরিক ওয়ার্ল্ডওয়াই ডেভেলপার কনফারেন্সে প্রায় ২০০০০ গণসই এই মর্মে উপস্থাপন করার।

১০) স্যান ফ্রান্সিকো শহরে চালু হতে যাচ্ছে ইলেক্ট্রিক স্কুটার সার্ভিস।

স্যান ফ্রান্সিকো ভিক্তিক একটি অন-ডিমান্ড ট্রান্সর্পোটেশন কোম্পানি Lift তাদের একটি নতুন সার্ভিস শহরে যুক্ত করতে যাচ্ছে আর তা হলো ইলেক্ট্রিক স্কুটার সার্ভিস। এর মাধ্যমে কোম্পানিটি তাদের মূল প্রতিদন্ধি Uber সাথে ইলেক্ট্রিক স্কুটার এবং বাইক সার্ভিস নিয়ে প্রতিযোগীতায় নামবে। ইতিমধ্যেই কোম্পানিটি স্যান ফ্রান্সিকো ট্রান্সপোর্টেশন কমকর্তাদের কাছে ইলেক্ট্রিক স্কুটারের জন্য লাইসেন্সের আবেদন করেছে।

তো এই ছিলো আজকের শীর্ষ টেক খবর। আগামীকাল একই সময়ে টেকটিউনসে চলে আসুন নতুন তাজা তাজা ১০টি টেক নিউজ জানার জন্য। এছাড়াও টেকটিউনসে প্রতিদিনই আপনি পাবেন বিভিন্ন জমজমাট টেকনোলজি টিউন এবং আপনার যদি কোনো টেকনোলজি বিষায়ক সমস্যা থেকে থাকে তাহলে সরাসরি সেটা টেকটিউনস জ্যাকেটে টিউন দিতে দ্বিধা করবেন না।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের টেকবুমস এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস