
টেক দুনিয়ায় স্মার্টফোন প্রেমীদের কাছে OnePlus মানেই অন্যরকম এক উন্মাদনা। বিশেষ করে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের পাশাপাশি T সিরিজের ফোনগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বর্তমানে চারদিকে নতুন এক গুঞ্জন শুরু হয়েছে—আর তা হলো OnePlus 15T-কে নিয়ে। ফোনটির Screen, Camera এবং সবথেকে আকর্ষণীয় ফিচার Battery সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে। China-র জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট Weibo-তে বিশ্বস্ত তথ্যদাতা Digital Chat Station এই ফোনটির যাবতীয় Details সবার সামনে নিয়ে এসেছেন। চলুন জেনে নিই, কেন এই ফোনটি স্মার্টফোন মার্কেটে গেম-চেঞ্জার হতে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী March মাসেই টেক জগতে রাজকীয় এন্ট্রি নিতে যাচ্ছে OnePlus 15T। ফাঁস হওয়া Information অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি 6.32-Inch Screen। বর্তমান যুগে যখন সব ফোন বিশাল আকৃতির হচ্ছে, সেখানে যারা এক হাতে ফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এই Size একদম পারফেক্ট। শুধু তাই নয়, এর Resolution থাকছে 1.5K, যা আপনাকে দেবে অসাধারণ শার্পনেস এবং প্রাণবন্ত কালার। মুভি দেখা হোক বা গেম খেলা—সবকিছুতেই পাবেন এক প্রিমিয়াম ফিল।
এবার আসা যাক ক্যামেরা ফিচারে। ফটোগ্রাফি লাভারদের জন্য এতে থাকছে 50MP Main Camera এবং একটি 50MP Telephoto Camera। ফোনের সামনে সেলফি তোলার জন্য রাখা হয়েছে 16MP Selfie Camera। এখানে একটি মজার বিষয় লক্ষ্যণীয় যে, ফোনের Back প্যানেলে কোনো তৃতীয় Camera থাকছে না। ঠিক যেমনটি আমরা গত April মাসে মুক্তি পাওয়া OnePlus 13T মডেলের ক্ষেত্রেও দেখেছিলাম। যদিও এর Successor হিসেবে OnePlus 15T-এর Camera Resolution অনেকটা আগের মতোই রাখা হয়েছে, তবে ঘাবড়ানোর কিছু নেই! এক্সপার্টরা বলছেন, মেগাপিক্সেল এক থাকলেও এর Sensors এবং ইমেজ Processing প্রযুক্তিতে বড় ধরনের Update আসছে। এর ফলে আগের চেয়ে অনেক বেশি ডিটেইলড এবং ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে।

স্মার্টফোনের আসল ম্যাজিক থাকে তার প্রসেসরে।
OnePlus 15T-কে সুপারফাস্ট গতি দিতে এবং ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হচ্ছে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 SoC। আপনি যদি একজন হেভি গেমার হন বা মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন, তবে এই SoC আপনার জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে।
তবে এই ফোনের সবথেকে বড় সারপ্রাইজ হলো এর Battery। সাধারণ এই সাইজের ফোনগুলোতে আমরা বড়জোর ৫০০০ mAh ব্যাটারি দেখে অভ্যস্ত। কিন্তু OnePlus এবার সবাইকে চমকে দিয়ে এতে ব্যবহার করছে 7, 000 mAh থেকে শুরু করে অবিশ্বাস্য 8, 000 mAh এর একটি বিশাল Battery। এই সাইজের একটি Device-এ এত বড় ব্যাটারি আগে কখনো কোনো কোম্পানি দিতে পারেনি! দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও চার্জ শেষ হওয়ার ভয় থাকবে না। আর চার্জিংয়ের ঝামেলা কমাতে এতে যুক্ত করা হয়েছে Wireless Charging সুবিধা। উল্লেখ্য যে, এর আগের মডেল 13T-তে এই সুবিধাটি ছিল না, যা নিয়ে ভক্তদের মনে অনেক আক্ষেপ ছিল। এবার OnePlus 15T সেই অভাব শতভাগ পূরণ করছে।

লুক এবং ব্যবহারের আরামের ক্ষেত্রেও ফোনটি আপনাকে মুগ্ধ করবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, OnePlus 15T-এর ওজন রাখা হয়েছে মাত্র 194g। ফলে এত বড় Battery থাকা সত্ত্বেও ফোনটি হাতে ধরলে মোটেও ভারী মনে হবে না। আপনার স্টাইলের সাথে ম্যাচ করতে ফোনটি তিনটি ইউনিক এবং আকর্ষণীয় Colorways-এ বাজারে আসবে— Relaxing Matcha, Healing White Chocolate এবং Pure Cocoa।
সবশেষে এর স্টোরেজ নিয়ে কথা না বললেই নয়। পাওয়ার ইউজারদের জন্য এতে থাকছে সর্বোচ্চ 16GB RAM এবং বিশাল 1TB Storage। অর্থাৎ জায়গা ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই আপনি হাজার হাজার হাই-কোয়ালিটি ফটো, 4K ভিডিও এবং বড় বড় গেম ডাউনলোড করে রাখতে পারবেন।
সংক্ষেপে বলতে গেলে, OnePlus 15T তার শক্তিশালী Battery, লেটেস্ট Snapdragon SoC এবং চমৎকার Screen দিয়ে বাজারে এক নতুন ইতিহাস গড়তে আসছে। যারা একটি ছোট সাইজের ফোনের মধ্যে পাহাড় সমান শক্তি খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা চয়েস। আপনি কি এই নতুন OnePlus 15T-এর জন্য অপেক্ষা করছেন? টিউমেন্ট এ আপনার মতামত শেয়ার করুন!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1107 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।