
আসসালামু আলাইকুম বন্ধুরা! কেমন আছেন সবাই? স্মার্টফোন ফটোগ্রাফি নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য Nubia নতুন ফোন Z80 Ultra নিয়ে এসেছে, আর এর সাথে থাকছে ডেডিকেটেড ফটোগ্রাফি কিট! ভাবছেন, ফোনের সাথে আবার ফটোগ্রাফি কিট কী? তাহলে চলুন, বিস্তারিত জেনে নেই।

আগামী ২২শে October চীনে Nubia Z80 Ultra উন্মোচন করেছে। কোম্পানিটি ফোনটির Design, Color options এবং Camera specs নিয়ে কিছু Teasers ছেড়েছে। আর সেই সাথে কিছু Camera samples ও শেয়ার করেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়!

Nubia Z80 Ultra এর জন্য একটি ডেডিকেটেড Photography Kit ডিজাইন করেছে, যা ফোনটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। Kitটিতে Retro design এর ছোঁয়া রয়েছে, সাথে থাকছে Physical buttons এবং দ্রুত Attach করার জন্য Interface। তার মানে, ছবি তোলার সময় DSLR ক্যামেরার ফিল পাওয়া যাবে!

Photography kit টির Handle তৈরি হয়েছে top-grain cowhide leather দিয়ে, যা হাতে ধরলে প্রিমিয়াম একটা অনুভূতি দেবে। আর শোনা যাচ্ছে, এতে Wide এবং Zoom Lens attachments ও থাকবে। তার মানে, স্মার্টফোনেই টেলিফটো লেন্সের মজা!

ক্যামেরার স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে, ফটোগ্রাফির জন্য ফোনটি অসাধারণ হবে।

আশা করা যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না।

সব মিলিয়ে Nubia Z80 Ultra স্মার্টফোন ফটোগ্রাফির জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ফোনটির Details এবং Pricing জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনার মতামত জানাতে ভুলবেন না! ধন্যবাদ।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1061 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।