
যারা Artificial Intelligence (AI) নিয়ে উৎসাহী, তাদের জন্য OpenAI নিয়ে এলো নতুন চমক – ChatGPT 5! 🎉
অনেক দিন ধরেই এই Model টির Release নিয়ে জল্পনা-কল্পনা চলছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ChatGPT 5 এখন Available, এবং সবচেয়ে মজার বিষয় হলো, Limited সময়ের জন্য হলেও এটি বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে! 🤩
একজন AI Enthusiast হিসেবে আপনাদের সাথে অভিজ্ঞতা Share করব, ChatGPT 5 ব্যবহার করে আমি কী কী নতুন Feature খুঁজে পেলাম, এবং কীভাবে এটি আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে পারে।

OpenAI ঘোষণা করেছে যে, ChatGPT 5 তাদের সবচেয়ে Smartest, Fastest এবং Most Useful Model। শুধু তাই নয়, তারা এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। ভাবছেন, কীভাবে ব্যবহার করবেন? খুবই সহজ!
তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে। Free Plan ব্যবহারকারীরা Daily Limit (দিনে প্রায় 30 Messages) পর্যন্ত Full ChatGPT 5 Access পাবেন। Limit শেষ হয়ে গেলে Automatically GPT 5 Mini তে Switch করবে। এতে আপনি কোনো Interruption ছাড়াই ChatGPT ব্যবহার করতে পারবেন।
Phone ব্যবহারকারীদের জন্য সুখবর হলো, Google Play Store অথবা Apple App Store থেকে Latest ChatGPT App টি Download অথবা Update করে নিলেই হবে। App খুলে নতুন Chat শুরু করলেই GPT 5 Default Model হিসেবে Active হয়ে যাবে। কোনো Settings পরিবর্তনের ঝামেলা নেই! 🥳

আগের ChatGPT ব্যবহারকারীদের একটা সাধারণ সমস্যা ছিল - কোন কাজের জন্য কোন Model ব্যবহার করতে হবে, তা নিয়ে Confusion তৈরি হওয়া। Generalized Models, Reasoning Model, Mini Model - এরকম নানান Option থাকতো। কিন্তু এখন OpenAI সেই সমস্যার সমাধান করেছে।
GPT 5 Automatically আপনার Question অনুযায়ী ঠিক করে নেবে, কতটা গভীরে গিয়ে Answer দিতে হবে। যদি Quick Request হয়, তাহলে Fast Response পাবেন। আর যদি Complex কিছু জানতে চান, তাহলে Deeper Reasoning ব্যবহার করবে। তার মানে, আপনাকে আর Model Selection নিয়ে মাথা ঘামাতে হবে না! 😉
তবে Behind The Scenes এ, GPT 5 আসলে Two Different Models এর সমন্বয়ে গঠিত। আপনার প্রয়োজন অনুযায়ী Right Model অথবা Intent নিজে থেকেই বেছে নেবে। আপনি যদি Paid User হন, তাহলে আপনার এখনও GPT 5 Thinking Mode Select করার Ability থাকবে। এটি আপনাকে Extended Reasoning Power দেবে।
OpenAI-এর দাবি, ChatGPT 5 Reasoning এবং Creativity-র দিক থেকে আগের 03 Reasoning Model এবং GPT 4.5 এর চেয়েও ভালো Performance দেবে। ব্যক্তিগতভাবে আমি আগের Modelগুলোর ভক্ত ছিলাম, তাই বুঝতেই পারছেন এটা কতো বড় Statement! 😲 শুধু তাই নয়, তারা আরও বলছে, এর Hallucinations (ভুলভাল তথ্য দেওয়া) এর পরিমাণও আগের চেয়ে অনেক কম।
কিন্তু শুধু মুখে বললে তো হবে না, তাই না? চলুন একটা Practical Example দিয়ে Test করা যাক! 🧪

আমি ChatGPT 5 কে বললাম, আমার Company-র জন্য একটা Tetris Game বানাতে। তবে একটা Twist যোগ করলাম! Traditional Tetris Blocks ব্যবহার না করে Cookie Images ব্যবহার করতে হবে। আর অবশ্যই Company-র Branding থাকতে হবে!
আমি Company-র Logo Drag And Drop করলাম। দেখা যাক কী হয়!
আমি তো Result দেখে পুরাই অবাক! 😮 বাম দিকে, HTML, CSS এবং JavaScript ব্যবহার করে একটা Full Cookie-Themed Tetris Game তৈরী হয়ে গেছে! 😍 Logo টা সরাসরি Insert করতে পারেনি ঠিকই, কিন্তু Game-এর Background এবং অন্যান্য Elements-এ Company-র Brand Colors ব্যবহার করেছে। Code এর Formatting Clean আছে, Comments গুলোও Helpful।
Run করে দেখি! Cookie Pieces গুলো Screen এ নেমে আসছে! Control গুলোও দেওয়া আছে, যাতে সহজেই খেলতে পারি। সত্যি বলতে, এটা অসাধারণ! 🤯 আমি ভাবতেই পারিনি, একটা AI Model এত সহজে আমার Company-র জন্য একটা Custom Game তৈরী করে দিতে পারে।

শুধু GPT 5 নয়, ChatGPT-তেও আসছে দারুণ সব Upgrade!

আমার মনে হয়, ChatGPT 5 AI-এর জগতে একটি নতুন দরজা খুলে দিয়ে। এর বিনামূল্যে ব্যবহারের সুযোগ AI কে আরও Accessible করে তুলবে।
তাহলে আর দেরি কেন? আজই ব্যবহার করা শুরু করুন ChatGPT 5 এবং উপভোগ করুন নতুন সব Features! Comment করে জানান, ChatGPT 5 ব্যবহার করে আপনার কেমন লাগলো।
আশাকরি, আজকের টিউনটি আপনাদের ভালো লেগেছে। জোসস এবং Share করতে ভুলবেন না! আর অবশ্যই 😉 খুব শীঘ্রই নতুন টিউন নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন! 😊 টেকটিউনসের সাথে-ই থাকুন।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1061 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।