
১৬ ডিসেম্বর ২০২৫
ঢাকা, বাংলাদেশ
দেশের সর্ববৃহৎ প্রযুক্তি বিষয়ক সোশ্যাল নেটওয়ার্ক ও কমিউনিটি ‘টেকটিউনস’ তাদের অগ্রযাত্রার ২১ বছর পূর্তিতে এবং বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কন্টেন্ট মানোন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ঘোষণা করল নতুন একটি কন্ট্রিবিউটর পজিশন— “টেকটিউনস সনিক টিউনার” (Techtunes Sonic Tuner)। এই প্রোগ্রামের আওতায় প্রযুক্তিপ্রেমীরা এখন টিউন বা আর্টিকেল না লিখেও টেকটিউনস টিমের সাথে কাজ করার এবং নিয়মিত আয় করার সুযোগ পাবেন। টেকটিউনস এর পরিভাষা অনুযায়ী টেকটিউনসে একজন টেকটিউনস মেম্বারকে কে বলা হয় 'টেকটিউনার' বা 'টিউনার', টিউনারের কন্টেন্টকে বলা হয় 'টিউন', কন্টেন্ট পাঠককে বলা হয় 'টিউন রিডার', টেকটিউনস ভিজিটরদের বলা হয় 'টিউজিটর'।
‘টেকটিউনস সনিক টিউনার’ পজিশনটি সম্পূর্ণ ‘রিমোট’ বা ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’ (Work From Anywhere) মডেলে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আপনি বিশ্বের যে কোন জায়গায় থাকুন না কেন 'টেকটিউনস সনিক টিউনার' হিসেবে কাজ করতে পারবেন।
'টেকটিউনস সনিক টিউনার' মূলত এমন একটি পজিশন, যেখানে কন্ট্রিবিউটরের প্রধান কাজ হবে টেকটিউনসের লিখিত টিউটোরিয়াল ও রিভিউ টিউনগুলোকে ভিজ্যুয়ালি সমৃদ্ধ করা। নির্বাচিত সনিক টিউনারদের কোনো কন্টেন্ট লিখতে হবে না; বরং অ্যাসাইন করা টিউনের বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক স্ক্রিনশট, ছবি এবং থাম্বনেইল যুক্ত করে টিউনটিকে 'টিউন রিডার' এর কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই হবে তাদের দায়িত্ব।
টেকটিউনস কর্তৃপক্ষের মতে, “গত দুই দশক ধরে টেকটিউনস বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীদের জন্য তথ্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে কাজ করছে। এই কমিউনিটিকে আরও গতিশীল করতে এবং টিউনের মান আন্তর্জাতিক পর্যায়ে রাখতে আমরা 'সনিক টিউনার প্রোগ্রাম' চালু করেছি। যারা প্রযুক্তি ভালোবাসেন কিন্তু লেখালেখিতে অভ্যস্ত নন, তাদের জন্য এটি একটি চমৎকার ক্যারিয়ার সুযোগ। ”
টেকটিউনস বিশ্বাস করে মেধার কোনো ভৌগোলিক সীমানা নেই। তাই ‘টেকটিউনস সনিক টিউনার’ পজিশনটি সম্পূর্ণ ‘রিমোট’ বা ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’ (Work From Anywhere) মডেলে ডিজাইন করা হয়েছে। বিশ্বের যে কোন জায়গা, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের যেকোনো গ্রাম—যেখানেই আপনি থাকুন না কেন, আপনার কাছে নির্ধারিত কনফিগারেশনের ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই টিমের অংশ হতে পারবেন।
এই কাজের জন্য অফিসে আসার কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি কিংবা চাকুরিজীবীরা তাদের অবসর সময়ে নিজের ঘরে বসে বা পছন্দের যেকোনো জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য নিজের দক্ষতা কাজে লাগিয়ে পৃথিবীর যে কোন জায়গা থেকে একটি স্মার্ট ক্যারিয়ার গড়ার উন্মুক্ত দ্বার।
'টেকটিউনস সনিক টিউনার' হিসেবে কাজ করার জন্য আবেদনকারীর নিজস্ব কম্পিউটার (Windows 11, Latest Linux বা macOS) অথবা আধুনিক স্মার্টফোন (Android 13+ বা iOS 26) থাকা আবশ্যক। এছাড়াও প্রার্থীর বেসিক কম্পিউটিং, ক্যানভা (Canva) ও ইমেজ এডিটিং সম্পর্কে ধারণা এবং স্ক্রিনশট নিয়ে তাতে অ্যানোটেশন বা মার্ক করার দক্ষতা থাকতে হবে।
এই পজিশনে কাজ হবে সম্পূর্ণ গাইডলাইন মেনে এবং ‘টেকটিউনস অপস’ (Techtunes Ops) টিমের তত্ত্বাবধানে। এটি একটি নিয়মিত কাজ, যেখানে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক টাস্ক সম্পন্ন করতে হবে।
সনিক টিউনাররা তাদের কাজের ভিত্তিতে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট পাবেন। সফলভাবে প্রোফাইল সেটআপ এবং টেস্ট টাস্ক সম্পন্ন করার পর নির্বাচিত প্রার্থীরা নিয়মিত কাজ শুরু করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা টেকটিউনস ডেস্ক (Techtunes Desk)-এর মাধ্যমে নির্ধারিত নিয়ম মেনে প্রোফাইল সেটআপ ও টেস্ট টাস্কের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন টেকটিউনস-এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.techtunes.io
টেকটিউনস (Techtunes) বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীদের জন্য তৈরি প্রথম ও সর্ববৃহৎ সৌশাল নেটওয়ার্ক এবং অনলাইন কমিউনিটি। সলিড ক্লাউড টেকনোলজি এবং বিশ্বস্ত টিউনার নেটওয়ার্কের মাধ্যমে গত ২১ বছর ধরে টেকটিউনস প্রযুক্তির সর্বশেষ আপডেট, রিভিউ এবং টিউটোরিয়াল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
টেকটিউনস মিডিয়া রিলেশনস
টেকটিউনস প্রেস (Techtunes Press Ops)
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.techtunes.io
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 17 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 137 টি টিউন ও 3010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 538 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।