জরিপটি বিগত ১ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত স্থায়ী ছিল।
জরিপটিতে মোট জন ভোটার ৫৫৫ ভোটার অংশগ্রহণ করেন।
উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার পছন্দের ব্র্যান্ডের পেন-ড্রাইভ হিসেবে Transcend কে 52.43% ভোট দিয়ে পছন্দের ব্র্যান্ড হিসেবে বেছে নিয়েছে। এবং শীর্ষ তিনটি ব্র্যান্ডের গুলোর মাঝে দ্বিতীয় সর্বচ্চো 21.98% ভোট দিয়ে SanDisk দ্বিতীয় অবস্থানে মনোনীত করেছে। এবং এ জরিপের তৃতীয় স্থানে রয়েছে HP, এ ব্র্যান্ডটি পছন্দ 12.43% ভোটারের। তার পরের অবস্থানে রয়েছে Toshiba ও জরিপের বাকি ব্র্যান্ড গুলো।
আজকাল আমরা সকলেই সফট ফাইল আদান প্রদানে জন্য পেন-ড্রাইভ ব্যবহার করি, ব্যবহারকারীদের প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে বেশকিছু ব্র্যান্ড সম্প্রতি পেন-ড্রাইভ তৈরি করা শুরু করেছে। অনেক গুলো ব্র্যান্ডের মধ্যে সম্প্রতি Transcend ব্র্যান্ডটি পেন-ড্রাইভ ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সারা ফেলে। Transcend পেন-ড্রাইভ ব্যবহারকারীদের চাহিদা এবং রুচির কথা চিন্তা করে অল্প দামে উন্নতমানের পেন-ড্রাইভ পৌঁছে দেওয়াই জন্যই অল্প কিছু দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠে। তাই তারা আজ টেকটিউনস জরিপে প্রথম অবস্থানে।
টেকটিউনস জরিপের পছন্দের ব্র্যান্ডের পেন-ড্রাইভ হিসেবে শীর্ষ দ্বিতীয় অবস্থানে রয়েছে SanDisk। SanDisk সারা বিশ্বব্যাপী নামীদামী ব্র্যান্ড গুলোর একটি। পেন-ড্রাইভ বাজারে অনেক আগে থেকেই তাদের সুনাম রয়েছে। তারা অল্প দাম এবং কোয়ালিটি এবং ইউজারদের হাতে সবচেয়ে ভাল পেন-ড্রাইভ পৌঁছানোর কথা মাথায় রেখে পেন-ড্রাইভ তৈরি করছে। জরিপে লিস্টের শীর্ষ তৃতীয় অবস্থানে রয়েছে HP। এ ব্র্যান্ডের নাম আগে শুনেনি এরকম লোক প্রযুক্তি বিশ্বে খুবই কম রয়েছে। HP সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, টেকটিউনারগন পছন্দের ব্র্যান্ডের পেন-ড্রাইভ হিসেবে HP ব্র্যান্ডটিকে তৃতীয় অবস্থানে রেখেছে।
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
শোয়াইব আহমাদ
কমিউনিটি ম্যানেজার
টেকটিউনস
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2921 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
nice