অনেক সময় Dremina AI তে ইমেইজ আপলোড করে 'Expand' Button এ ক্লিক করার পর অপশন বার (Option Bar) এ নতুন (Option) থেকে '16:9' অপশন সিলেক্ট করার পরও Expand এর বাউন্ডারি বক্স (Boundary Box) 1920x1080 পিক্সেলের ক্যানভাসে Surround নাও হতে পারে।

সেক্ষেত্রে Expand এর বাউন্ডারি বক্স (Boundary Box) 1920x1080 পিক্সেলের ক্যানভাসে ম্যানুয়ালি Surround করে দিতে হবে।
-
ইমেইজে যদি কোন বর্ডার থাকে তবে সে বর্ডার আগে IrfanView সফটওয়্যার দিয়ে রিমুভ করে হবে। এরপর AI টুল দিয়ে ইমেইজ Expand এর কাজ করতে হবে।
-
ইমেইজে যদি Overlay (ওভারলে) Text, Branding, Logo, Lower Third থাকে তবে তা আগে রিমুভ করতে হবে। এরপর AI টুল দিয়ে ইমেইজ Expand এর কাজ করতে হবে।
-
ইমেইজে থেকে Overlay (ওভারলে) Text, Branding, Logo, Lower Third রিমুভ করতে এই Prompt ব্যবহার করতে হবে।
Remove any visible logos, channel branding, publication insignia, or text overlays that appear digitally on the image. The object(s) of the image must remain completely untouched, unaltered, and perfectly preserved.
ইমেইজে যদি ওয়াটারমার্ক (Watermark) থাকে তবে তা আগে রিমুভ করতে হবে। এরপর AI টুল দিয়ে ইমেইজ Expand এর কাজ করতে হবে।