টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন

টেকটিউনসে টিউন করতে অবশ্যই হাইকোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক ও Copyright Free এবং Royalty-Free ইমেইজ ব্যবহার করতে হয়।

টেকটিউনসে টিউন করতে 'গুগল ইমেইজ' এ সার্চ করে যে কোন ইমেইজ টিউনে যোগ করা যায় না। বিষয়টি আবারও খেয়াল করুন, টেকটিউনসে টিউন করতে 'গুগল ইমেইজ' এ সার্চ করে যে কোন ইমেইজ টিউনে যোগ করা যায় না।

টিউনে যে ইমেইজ ব্যবহার করা হবে সে ইমেজের লাইসেন্স সম্বন্ধে জেনে তা যে কোন ব্লগে ব্যবহারের লাইসেন্স, পারমিশন ও অনুমতি আছে কিনা তা রিসার্চ করে, নিশ্চিত হয়ে টিউনের 'টিউন থাম্বনেইল' এ বা টিউনের কন্টেন্ট বডিতে যুক্ত করতে হয়।

Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স হলো

  1. Pexels
  2. Pixabay
  3. Unsplash
  4. Openverse
  5. Google CC Images
  6. Every Pixel
  7. Freerange
  8. StockSnap.io
  9. Burst
  10. Reshot
  11. PX Fuel

এই সোর্স গুলো হল Copyright Free এবং Royalty-Free Stock Photo. এই সোর্স গুলো থেকে টিউনের সাথে প্রাসঙ্গিক ইমেইজ ও ফটো সার্চ করে টিউনে ও টিউনের 'টিউন থাম্বনেইল' এ সরাসরি যুক্ত করা যাবে। এই সোর্স গুলো থেকে ইমেইজ ও ফটো, টিউনে ও টিউনের 'টিউন থাম্বনেইল' এ যোগ করতে ইমেইজ ও ফটো এর লাইসেন্স, পারমিশন ও অনুমতি সম্বন্ধে কোন ধরনের রিসার্চ এর প্রয়োজন নেই যেহেতু এই সোর্স গুলো হল Copyright Free এবং Royalty-Free Stock Photo।

এছাড়া বেশ কিছু ইমেজের লাইসেন্স রয়েছে  যেমন "Creative Commons License" বা "Attribution License" যুক্ত ইমেইজ। যে ইমেইজ গুলো Attribution এর মাধ্যমে ব্যবহার করা যায়। অর্থাৎ ইমেইজ ক্রিয়েটরের ক্রেডিট ও প্রয়োজনীয় লিংক টিউনে যুক্ত করে এ ধরনের ইমেইজ গুলো ব্যবহার। এধরনের ইমেইজ গুলোও টেকটিউনসে আপনার টিউনে যথাযথ Attribution দিয়ে টিউনে ব্যবহার করতে পারবেন।

টিউটোরিয়াল ও রিভিউ টিউন করার ক্ষেত্রে আপনার নিজের মোবাইল বা কম্পিউটারের দিয়ে Copyright Free যে কোন সফটওয়্যার বা অ্যাপের স্ক্রিনসট টিউনে যুক্ত করতে পারেন। যেহেতু সেক্ষেত্রে ইমেইজের ক্রিয়েটর আপনি নিজেই।

যেকোন প্রেডাক্টের অফিসিয়াল সাইটের ছবি সবসময় (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। যে কোন সফটওয়্যার, স্মার্টফোন, টিভি, ট্যাব, স্মার্টফোন, স্মার্টওয়াচ বা যে কোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রোডাক্টের ছবি বা প্রোডাক্ট ক্যাটালগের ছবি (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। তাই প্রেডাক্টের অফিসিয়াল সাইটের ছবি টিউনে যোগ করা যায়।

যেমন: Legion Phone Duel 2 - Lenovo এর এই ফোনের অফিসিয়াল প্রোডাক্ট পেইজ। এই ফোনের অফিসিয়াল ছবি গুলো টিউনে যোগ করা যায়।

আপনি যদি ফটোশপ, ইলাসট্রেটর, ক্যানভা বা যে কোন গ্রাফিক্সে এডিটিং সফটওয়্যার ব্যবহার করে নিজে থেকে টিউন থাম্বনেইল বা টিউন ইমেইজ তৈরি করেন তবে সে ইমেইজ ও Copyright Free যেহেতু সেক্ষেত্রে ইমেইজের ক্রিয়েটর আপনি নিজেই। তবে গ্রাফিক্স তৈরিতে Copyright ভঙ্গ করে এমন কোন গ্রাফিক্স ম্যাটিরিয়াল ব্যবহার করে টিউন থাম্বনেইল বা টিউন ইমেইজ এর গ্রাফিক্স তৈরি করা যাবে না।