টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন

টেকটিউনসে টিউন করতে অবশ্যই হাইকোয়ালিটি, টিউনের সঙ্গে প্রাসঙ্গিক ও Copyright Free এবং Royalty-Free ইমেইজ ব্যবহার করতে হয়।

টেকটিউনসে টিউন করতে 'গুগল ইমেইজ' এ সার্চ করে যে কোন ইমেইজ টিউনে যোগ করা যায় না। বিষয়টি আবারও খেয়াল করুন, টেকটিউনসে টিউন করতে 'গুগল ইমেইজ' এ সার্চ করে যে কোন ইমেইজ টিউনে যোগ করা যায় না।

Copyright Free এবং Royalty-Free Stock Photos

টিউনে যে ইমেইজ ব্যবহার করা হবে সে ইমেজের লাইসেন্স সম্বন্ধে জেনে তা যে কোন ব্লগে ব্যবহারের লাইসেন্স, পারমিশন ও অনুমতি আছে কিনা তা রিসার্চ করে, নিশ্চিত হয়ে টিউনের 'টিউন থাম্বনেইল' এ বা টিউনের কন্টেন্ট বডিতে যুক্ত করতে হয়।

Copyright Free এবং Royalty-Free Stock Photo সোর্স হলো

  1. Pexels
  2. Pixabay
  3. Unsplash
  4. Openverse
  5. Google CC Images
  6. Every Pixel
  7. Freerange
  8. StockSnap.io
  9. Burst
  10. Reshot
  11. PX Fuel

এই সোর্স গুলো হল Copyright Free এবং Royalty-Free Stock Photo. এই সোর্স গুলো থেকে টিউনের সাথে প্রাসঙ্গিক ইমেইজ ও ফটো সার্চ করে টিউনে ও টিউনের 'টিউন থাম্বনেইল' এ সরাসরি যুক্ত করা যাবে। এই সোর্স গুলো থেকে ইমেইজ ও ফটো, টিউনে ও টিউনের 'টিউন থাম্বনেইল' এ যোগ করতে ইমেইজ ও ফটো এর লাইসেন্স, পারমিশন ও অনুমতি সম্বন্ধে কোন ধরনের রিসার্চ এর প্রয়োজন নেই যেহেতু এই সোর্স গুলো হল Copyright Free এবং Royalty-Free Stock Photo।

AI ব্যবহার করে Copyright Free ইমেইজ

আপনি বিভিন্ন AI টুল ব্যবহার করে ইমেইজ জেনারেট করে Copyright ফ্রি ইমেইজ তৈরি করতে পারেন এবং সে ইমেইজ টিউনে 'টিউন ইমেইজ' হিসেবে এবং 'টিউন থাম্বনেইল' এ ব্যবহার করতে পারবেন। তবে যে টুল ব্যবহার করে আপনি AI ইমেইজ তৈরি করবেন সে টুল দিয়ে তৈরি করা সে ইমেজ Copy Right Free কী না তা নিশ্চিত হয়ে নিতে হবে। বেশির ভাগ AI টুল দিয়ে তৈরি করা ইমেইজ কপিরাইট ফ্রি-ই হয়। তবে সব AI টুল দিয়ে তেরি করা ইমেইজ কপিরাইট ফ্রি হয় না।

বেশ কিছু AI টুল রয়েছে যাদের টুল ব্যহার করে তৈরি করা ইমেইজের জন্য আলাদা লাইসেন্স থাকে সে ইমেইজ গুলো কোন মিডিয়াম (Medium)-এ ব্যবহারের জন্য সে লাইসেন্স পে করে তারপর মিডিয়াম (Medium)-এ ব্যবহার করতে হয়। তাই AI টুল দিয়ে ইমেইজ জেনারেট করে টিউনে এবং টিউন থাম্বনেইলে ব্যবহার করার আগে জেনে নিতে হবে যে, যে টুল ব্যবহার করে AI ইমেইজ জেনারেট করা হচ্ছে সে টুল দিয়ে জেনারেট করা ইমেইজ কপিরাইট রাইট ফ্রি হিসেবে ব্যবহার করা যায় না। এই বিষয়টি সাধারণত AI টুলের টার্ম অফ সার্ভিস (Term of Service) এ থাকে। যা যে কোন AI চ্যাটবটের Ask করে বা যে কোন AI চ্যাটবটের মাধ্যমে Deep Search/Research করে জেনে নেওয়া যায়।

যে কোন AI টুল দিয়ে ইমেইজ জেনারেট করে টিউনের 'টিউন ইমেইজ' এবং 'টিউন থাম্বনেইল' এ ব্যবহার করতে খেয়াল রাখেতে হবে যে AI টুল দিয়ে জেনারেট করা ইমেইজে Watermark যুক্ত কোন AI ইমেইজ কোন ভাবেই টিউনের 'টিউন ইমেইজ' এবং 'টিউন থাম্বনেইল' এ ব্যবহার করা যাবে না। প্রয়োজনে AI ইমেইজ থেকে Watermark রিমুভ (Remove) করে টিউনের 'টিউন ইমেইজ' হিসেবে এবং 'টিউন থাম্বনেইল' এ ব্যবহার করতে হবে।

এখানে বেশ কিছু AI ইমেইজ জেনারেট ও AI ইমেইজ এডিট করার টুলস (Tools) অথবা মডেলস (Models) রয়েছে। এই  টুলস (Tools) অথবা মডেলস (Models) গুলো টেকটিউনস অপস থেকে Heavily টেস্ট করা হয়েছে।

  1. Google Whisk
  2. Google Nano Banana
  3. Google Imagen
  4. Grok Imagine
  5. Leonardo AI
  6. Ideogram
  7. Dreamina
  8. Qwen Image
  9. UR Imagine AI
  10. Elixpo AI
  11. Just Build Things AI Image
  12. RuangRiung AI

আপনি এই টুল গুলো ব্যবহার করে AI ইমেইজ জেনারেট করে, টেকটিউনস গাইডলাইন ফলো করে কপিরাইট ফ্রি (Copyright Free), ডিজিটাল আইডিমার্ক ফ্রি (Digital ID Mark Free), ওয়াটারমার্ক ফ্রি (Watermark Free) AI ইমেইজ, টিউনের 'টিউন ইমেইজ' এবং 'টিউন থাম্বনেইল' এ ব্যবহার করতে পারবেন।

"Creative Commons License" বা "Attribution License" যুক্ত Copyright Free ইমেইজ

এছাড়া বেশ কিছু ইমেজের লাইসেন্স রয়েছে  যেমন "Creative Commons License" বা "Attribution License" যুক্ত ইমেইজ। যে ইমেইজ গুলো Attribution এর মাধ্যমে ব্যবহার করা যায়। অর্থাৎ ইমেইজ ক্রিয়েটরের ক্রেডিট ও প্রয়োজনীয় লিংক টিউনে যুক্ত করে এ ধরনের ইমেইজ গুলো ব্যবহার। এধরনের ইমেইজ গুলোও টেকটিউনসে আপনার টিউনে যথাযথ Attribution দিয়ে টিউনে ব্যবহার করতে পারবেন।

নিজের মোবাইল বা কম্পিউটারের দিয়ে তোলা স্ক্রিন ক্যাপচার (Screen Capture) এর Copyright Free ইমেইজ

টিউটোরিয়াল ও রিভিউ টিউন করার ক্ষেত্রে আপনার নিজের মোবাইল বা কম্পিউটারের দিয়ে Copyright Free যে কোন সফটওয়্যার বা অ্যাপের স্ক্রিন ক্যাপচার (Screen Capture) করে টিউনে যুক্ত করতে পারেন। যেহেতু সেক্ষেত্রে ইমেইজের ক্রিয়েটর আপনি নিজেই।

প্রোডাক্টের অফিসিয়াল সাইটের Copyright Free ইমেইজ

যেকোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটের ছবি সবসময় (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। যে কোন সফটওয়্যার, স্মার্টফোন, টিভি, ট্যাব, স্মার্টফোন, স্মার্টওয়াচ বা যে কোন প্রোডাক্টের অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রোডাক্টের ছবি বা প্রোডাক্ট ক্যাটালগের ছবি (বেশিরভাগ ক্ষেত্রে) কপিরাইট মুক্ত হয়। তাই প্রেডাক্টের অফিসিয়াল সাইটের ছবি টিউনে যোগ করা যায়।

যেমন: Legion Phone Duel 2 - Lenovo এর এই ফোনের অফিসিয়াল প্রোডাক্ট পেইজ। এই ফোনের অফিসিয়াল ছবি গুলো টিউনে যোগ করা যায়।

নিজে গ্রাফিক্স এডিটিং করে Copyright Free ইমেইজ

আপনি যদি ফটোশপ, ইলাসট্রেটর, ক্যানভা বা যে কোন গ্রাফিক্সে এডিটিং সফটওয়্যার ব্যবহার করে নিজে থেকে টিউন থাম্বনেইল বা টিউন ইমেইজ তৈরি করেন তবে সে ইমেইজ ও Copyright Free যেহেতু সেক্ষেত্রে ইমেইজের ক্রিয়েটর আপনি নিজেই। তবে গ্রাফিক্স তৈরিতে Copyright ভঙ্গ করে এমন কোন গ্রাফিক্স ম্যাটিরিয়াল ব্যবহার করে টিউন থাম্বনেইল বা টিউন ইমেইজ এর গ্রাফিক্স তৈরি করা যাবে না।