ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে বিশ্বাস করার বদঅভ্যাস ছাড়তে পারছিনা বলে প্রায়ই কষ্ট পাই। সেই কষ্ট ধুয়েমুছে যায় প্রিয় মানুষগুলোর ভালবাসার স্পর্শে। মাঝে মাঝে বলতে ইচ্ছা করে এ ভালবাসার যোগ্য আমি নই, আমি খুবই সামান্য একজন। কিন্তু খুব নাটুকে শোনাবে বলে আর বলা হয়ে ওঠেনা।।

From

15 বছর 2 মাস

Personal

Relationship

Profession

Education

Living

Basic

Name

রাফি মাহমুদ